পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয দৃশু ] বিরাজ-বেী 82 বিরাজ। গিযেছিলুম। নীলাম্বর। বন-জঙ্গলের রাস্তাকে তুমি ভয় কর না, অন্ধকারুকেও তুমি ডরাও না, ভয-ডর তোমার শরীরে নেই, সে জানি । কিন্তু সুন্দরীকে ঘরে বসিযে রেথে তুমি ঘাটে গিযেছিলে কেন ? অার সুন্দরীই বা অমন করে চলে গেল কেন ? বিরাজ ঘটিতে জল গড়াইয়া লইয়৷ হাড়িতে ঢালিয়া দিল বিরাজ । কেমন করে চলে গেল ? নীলাম্বর । যেমন করেই যাক । কী হযেছে বল দিকি ? বিরাজ। আমি তাকে তাড়িযে দিইছি । ইহা পরিহাস মনে করিয়া নীলাম্বর মৃদু হাসিল নীলাম্বর । বেশ করেছ । বল না কী হযেছে তার ? বিরাজ। কী আবার হবে ? আমি সত্যিই তাকে ছাড়িয়ে प्लिएराष्ट्रि । নীলাম্বর । সে কী ? কেন ? কী করেছিল সে ? বিরাজ । ভাল বুঝেছি তাই ছাড়িয়ে দিযেছি । নীলাম্বর। ( ঈষৎ বিরক্ত হইয) কিসে ভাল বুঝলে তাই জিজ্ঞেস করছি । বিরাজ । (স্বামীর মুখপানে চাহিয়া ) আমি ভাল বুঝেছি, ছাড়িয়ে দিযেছি, তুমি ভাল বোঝ, ফিরিয়ে আন গে। বলিয়। সে উনানের ধারে বসিয় পড়িল নীলাম্বর। ( ক্ষণকাল মেীন থাকিয় ) কিন্তু ছাড়িয়ে যে দিলে, কাজ করবে কে ? বিরাজ। কাজ আবার কোথায় ? পুটি নেই, ঠাকুরপোর আলাদা, আমি ত কাজের অভাবে সারাদিন বসে কাটাই । 8