পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ф е বিরাজ-বেী [ দ্বিতীয় অঙ্ক নীলাম্বর । ( অদূরে বসিয়া ) না বিরাজ, সে হবে না, দাসী চাকরের কাজ আমি তোমায় করতে দিতে পারব না। সুন্দরী কোনও দোষ করে নি, শুধু খরচ বাচাবার জন্তে তুমি তাকে সরিয়েছ। বল সত্যি কি না ? বিরাজ। না সত্যি নয় । যথার্থ-ই সে দোষ করেছে । নীলাম্বর। কী দোষ ? বিরাজ। তা আমি বলব না । যাও, তুমি তোমার সন্ধ্যে-আহ্নিক সার গে। কী গো, বসে রইলে যে । ওঠে । নীলাম্বর । যাই । কিন্তু বিরাজ, এ ত আমি সইতে পারব না । তোমাকে উদ্ধৃবৃত্তি করতে দেব কী করে ? বিরাজ। (দ্রুকুটি দৃষ্টিতে স্বামীর প্রতি চাহিয়া থাকিয় ) কী করবে শুনি ? নীলাম্বর । সুন্দরীকে না চাও, আর কোনও লোক রাখি । তুমি একাই বা থাকবে কী করে ? বিরাজ । যেমন করেই থাকি না কেন, আমি আর লোক চাই নে । নীলাম্বর । না, সে হবে না । যতদিন সংসারে আছি, ততদিন মান অপমানও আছে । পাড়ার লোকে শুনলে কী বলবে ? বিরাজ । তাই বটে । পাড়ার লোকে শুনলে কী বলবে, এইটেই তোমার আসল ভয় । আমি কী করে থাকব, আমার দুঃখু কষ্ট হবে, এ তোমার কেবল একটা ছল । নীলাম্বর । ( ক্ষুব্ধ বিস্ময়ে ) ছল ? এ আমার একটা ছল ? বিরাজ । ই, ছল । আমার মুখের দিকে যদি চাইতে, আমার ছুঃখু যদি ভাবতে, আমার একটা কথাও যদি শুনতে, তাহলে আজ অামার এ অবস্থা হত না ।