পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃপ্ত ] বিরাজ-বে। Woo বিরাজ । ( অতিশয় বিরক্ত কণ্ঠে ) থাম । ওসব মুখে বলা যত সহজ কাজে করা তত সহজ নয়। আর তুমিই না হয় গাছতলায় খাস কবতে পার, আমি ত তা পারি না । মেয়েমানুষের লজ্জা আছে, সরম আছে । আমাকে খোসামোদ করে হোক, দাসীবৃত্তি করে হোক, একটুখানি আশ্রয়ের মধ্যে বাস করতেই হবে । নীলাম্বর আর উত্তর দিল না বিরাজ । ছোট ভাযের মন জুগিযে না থাকতে পার, অস্তত হাতাহাতি করে সব মাটী ক’র না । সে চোখের জল চাপিয়া দ্রুতপদে বাহির হইয়া গেল । নীলাম্বর স্তুস্থিত হইয়া দাড়াইযা রহিল । কয়েকমুহূৰ্ত্ত পরে বিরাজ ফিরিল বিরাজ। অমন হতভম্ব হযে দাড়িযে রইলে কেন ? বেলা অনেক হযেছে, যাও স্নানাহ্নিক করে ছুটে থাও । অনেক ভাগ্যে চাল হ’মুঠো আজ জোগাড় হযেছে । ভাত ফুটতে আর দেরি নেই । থেয়ে নাও, যে কটা দিন পাওযা যায, সেই কটা দিনই লাভ । বলিয়া গামছাপান স্বামীর পানে ছুড়িয়া দিয়া বিলাজ প্রস্থান করিল দেয়ালে একটি রাধাকৃষ্ণের পট ঝোলানো ছিল । সেইদিকে চাহিয়া চাহিয়া BBBB DBS BB BBBBDS BBB BB BBBB BBBS BB BB BBBBB L0SBB মুছিয়া দড়ি হইতে চাদর লইয়া কাধে ফেলিয়া বাহির হইয়া গেল । BBBB BB BBB BB BBBB BBB BSBB BBBS BBB BB BBBS ঠাই করিয়া দিল । হঠাৎ তাহার চোখে পড়িল, গামছ। যেমন দিয়াছিল তেমনই পড়িয়া আছে এবং দড়ির উপর চাদর নাই ; বুঝিয়। সে সিড়ির উপর বসিয়া পড়িল । ধীরে ধীরে অালে মৃদুতর হইয়া অন্ধকার হইল। দিন শেষ হইয় রাত্রি আসিল । Q: