পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*क्ष्म छ्च ] বিরাজ-বে। 6רפ পাচু। বলেন মাঠান, বলেন । আমাগোরও ত মানষের শরীল মা । এই ছোট দারোগীবাবু কন, পেঁচে থালি ঘরে পড়ে পড়ে ঘুম মীর । বলি দারোগীবাবু, হারু শেখের বেটা পাচু শেখ, মিছে জবান দেয় না । পেচে যদি আপনার রেণদ না দিতো, তবে তোমার ফাড়ীর একটা ইট কাট থাকতো না । এই দ্যাখছেন ত মাঠান, কত রাত হইছে । বাবাঠাকুর ঘুমোচ্ছেন বুঝি ? বিরাজ । না, উনি এই একটু কাজে গেছেন কোথায় । এই আসবেন এইবার । পাচু । তা এলি বলবেন মাঠান যে, পাচু সেলাম জানাতে আইছিল । ওনার সাথে বড় দারোগার খুব দোস্তি আছে মা, আমাগোর কথা—গরীব মাহষ, বলবেন মা । বিরাজ । বলব বই কি । পাচু । আচ্ছা সেলাম । ●धहॉम বিরাজ পুনরায় ছাচু তৈয়ার করিতে বসিল । একটু পরে অকস্মাৎ ও-বাড়ি হইতে বেড়ার ফাক দিয়া অতি মৃদুকণ্ঠে ডাক আসিল— মোহিনী । ( নেপথ্যে ) দিদি ! বিরাজ শুনিতে পাইল না মোহিনী । ( একটু উচ্চকণ্ঠে ) দিদি, রাত ধে অনেক হয়েছে। বিরাজ চমকিয়া মুখ তুলিল দিদি, আমি মোহিনী । বিরাজ । ( আশ্চৰ্য্য হুইয়া ) ছোট-বো ? এত রাত্তিরে ? মোহিনী । ই দিদি, আমি । একবারটি কাছে এস । বিরাজ বেড়ার কাছে আসিতে ছোট-বে। বলিল— মোহিনী। বটুঠাকুর এখনও ফেরেন নি দিদি ?