পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Փեյ- বিরাজ-বে। [ দ্বিতীয় অঙ্ক বিরাজ । না, কিন্তু তুই জানলি কী করে ? মাহিনী । জানি দিদি, সেই দুপুরে বেরিয়েছেন, খাওয়া নেই, দাওয়া নেই, এতখানি রাত হল— বিরাজ । কিন্তু এত রাত্তিরে তুইই বা জেগে আছিস কেন ? মোহিনী । অদেষ্ট দিদি। ( এক মুহূৰ্ত্ত চুপ করিয়া থাকিয়া ) একটা কথা আছে, কিন্তু বলতে পারছি নে । কণ্ঠস্বরে বিরাজ বুঝিল যে ছোট-বেী কঁাদিতেছে । চিস্তিত হইয়া প্রশ্ন করিল— বিরাজ । তুই কাদছিস নাকি ? কী হয়েছে ছোট-বো ? ছোট-বে। তৎক্ষণাৎ জবাব দিল না । আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে নিজেকে সংবরণ করিতে লাগিল বিরাজ । ( উদ্বিগ্ন হইয়া ) কী ছোটবো ? কী হয়েছে ? মোহিনী । ( ভগ্ন কণ্ঠে ) বটুঠাকুরের নামে নালিশ হয়েছে । বিরাজ। কী হয়েছে ? মোহিনী। নালিশ হয়েছে । কাল শমন না কী বার হবে । বিরাজ ভয় পাইল । কিন্তু সে ভাব গোপন করিয়া সহজ কণ্ঠে বলিতে চেষ্টা করিল— বিরাজ । ও, শমন বার হবে, তা তার আর ভয় কী ছোট-বো ? মোহিনী । ভয় নেই দিদি ? বিরাজ । ভয় আর কী ? কিন্তু নালিশ করলে কে ? মোহিনী । ভুলু মুখুয্যে । বিরাজ। বেচে কিনে মুখুয্যের দেনা সবই ত শোধ দেওয়া হয়েছে। বাকী কেবল এই বাড়িটার দরুণ। যাক, আর বলতে হবে না, বুঝেছি।