পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*श्म धिं ] বিরাজ-বেী בטאי মুখুয্যেমশীয় ওঁর কাছে টাকা পাবেন, তাই বোধহয় নালিশ করেছেন ; কিন্তু তাতে ভযের কথা নেই ছোট-বোঁ । মোহিনী । ( ক্ষণকাল নীরব থাকিয; ) fদfদ, কোনদিন তোমার সঙ্গে বেশি কথা কই নি । কথা কইবার যোগ্যও আমি নই। আজি ছোট বোনের একটি কথা রাখবে দিদি ? বিরাজ । ( অtড্র স্ববে ) কেন বাখণ না বোন ? মোহিনী । তবে একবা গুটি গুণত পাতো । বিস্মিত বিরাজ বেড়ার ধারে হাত পাতিল । একটি ক্ষুদ্র হাত বেড়ার কৰ্ণক দিয়া বাহির হইয় তাহার হাতের উপর এক ছড়া সোণার হার রাগিল । বিরাজ তারটি তুলিয়া ধরিয আশ্চৰ্য্য হইয়া বলিল— বিরাজ । এ কী ? এ কেন ছোট-বো ? মোহিনী । ( কণ্ঠ আরও নত করিযী ) এইটে বিক্রী করে হোক, বাধা দিযে হোক, ওর টাকা শোধ করে দাও দিদি । অভিভূত বিরাজ কথা কহিতে পারিল না চললুম দিদি । এখনই উঠে যদি দেখতে পায— বিরাজ । যেও না ছোট-বেী, শোনো, শোনে । মোহিনী । ( ফিরিযা ) কেন দিদি ? বিরাজ বেড়ার ফাক দিয়া হার অপর দিকে ফেলিয়া দিয়া বলিল— বিরাজ । ছি, এসব করতে নেই । মোহিনী । ( হার তুলিয়া লইয়া ক্ষুব্ধ স্বরে ) কেন করতে নেই ? বিরাজ । ঠাকুরপো শুনলে কী বলবেন ? ছি! মোহিনী । কিন্তু তিনি ত শুনতে পাবেন না ।