পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

one বিরাজ-বেী দ্বিতীয় অঙ্ক বিরাজ। আজ না হোক, দুদিন পরে জানতে পারবেন, তখন কী হবে ? মোহিনী। তিনি কোনও দিনই জানতে পারবেন না দিদি। গত বছর মা মরবার সময় এটি লুকিয়ে আমাকে দিয়ে যান । তখন থেকে কোন দিন পরি নি, কোন দিন বার করি নি । তোমার পায়ে পড়ি দিদি, এটি তুমি নাও । বলিতে বলিতে সে প্রায় কাদিয়া ফেলিল । তাহার কাতর অমুনয়ে বিরাজের চোখ দিয়া অশ্রু গড়াইয় পড়িল বিরাজ । তুই আমার কে, জানি না ছোট-বে। কিন্তু ওরা দুজনে ত এক মাযের পেটের ভাই । অথচ—যাক্ । সে হাত দিয়া চোথ মুছিয়া বন্ধ কণ্ঠে বলিল— আজকের কথা মরণ কাল পর্য্যস্ত আমার মনে থাকবে বোন । কিন্তু এ আমি নিতে পারব না । তা ছাড়া স্বামীকে লুকিযে কোনও মেয়েমানুষের কোন কাজই করা উচিত নয ছোট-বেী। তাতে তোমার আমার দুজনেরই পাপ । মোহিনী ( অধীর কণ্ঠে ) তুমি সব কথা জান না দিদি, তাই বলছ । ঐ ভোলা মুখুষ্যে কেন নালিশ করেছে সে কথা জানলে— বিরাজ । সে কথা নাই বা জানলুম বোন, কিন্তু এটা যে অধৰ্ম্ম তা ত জানি । মোহিনী । কিন্তু ধৰ্ম্মাধৰ্ম্ম অামারও তো আছে দিদি । আমিই বা মরণকালে কী জবাব দেব ? বিরাজ ! আমি সকলকেই চিনেছিলুম ছোট-বেী । কিন্তু এত কাছে পেয়ে ও তোমাকেই শুধু চিনতে পারি নি এতদিন । চেনবার চেষ্টাও করি নি—এই দুঃখটাই আজ সবচেযে বাজছে বোন । কিন্তু তোমাকে ত