পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম দৃপ্ত ] বিয়াজ-বেী צר মরণকালে জবাব দিতে হবে না, সে জবাৰ এতক্ষণ অন্তর্যামী নিজেই লিখে নিয়েছেন । যাও, রাত হল, শোও গে বোন । বলিয়া প্রত্যুত্তরের অবসর না দিয়াই সে দ্রুতপদে সরিয়া গেল। ধীরে ধীরে মোহিনীও অদৃষ্ঠ হইল। বিরাজ আসিয়া আবার তাহার মাটির কাজে বসিল । কিন্তু কাজ করিতে পারিল না, চিন্তিত ভাবে বসিয়া রহিল । প্রবেশ করিল নীলাম্বর । কোন দিকে না চাহিয়া সে সিড়ির উপর বসিয়া পড়িল । বিরাজ দেখিল ; দেথিয় হাত মুছিয়া স্বানীর পায়ের কাছে বসিল । নীলাম্বর চাহিয়াও দেখিল না, কথাও কহিল না। বিরাজ স্বামীর পায়ের উপর একটি হাত রাখিল, নীলাম্বর পা সরাইয়া লইল । বিরাজ উঠিয়া গাড় হইতে জল ঢালিয়া পা ধুইয়া দিতে গেল । নীলাম্বর পা দিয়া গাড় ফেলিয়া দিল । বিরাজ । ( মৃদু স্বরে ) এখনও এত রাগ ? তা হোক, খাবে এস । নীলাম্বর । রাগ করবার অধিকার আমার নেই, সে শিক্ষা ত তুমিই দিযে দিয়েছ । রাগ করব কার ওপর ? বিরাজ। কর নি ? কিন্তু সমস্ত দিন যে খেলে না, এটা কার ওপর রাগ করে শুনি ? নীলাম্বর জবাব দিল না বল না । বলি শুনছ ? নীলাম্বর । ( উদাস ভাবে ) শুনে কী হবে ? বিরাজ । ( মৃদু হাসির সহিত ) তবু গুনিই না, একটু না হয় শুনলুম। এবার নীলাম্বর অকস্মাৎ উঠিয়া দাড়াইল, বিরাজের মুথের উপর দুই চোখ মৃতীয় শূলের মত উস্তত করিয়া বলিল— নীলাম্বর । তোর আমি গুরুজন বিরাজ । থেলার জিনিস নয় । তাহার চোখের চাহনি, গলার শব্দ শুনিয়া বিরাজ সভয়ে চমকিয় গুৰু হইয়া বসিয়া রহিল । নীলাম্বর দ্রুতপদে ঘরের মধ্যে প্রবেশ করিয়। সশব্দে দ্বার বন্ধ করিয়৷ দিল