পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूठीश षष्ट्र প্রথম দৃশু নীলাম্বরের বাটীর খিড়কি একটা অনতিউচ্চ পাচিলের মধ্যে একটা দরজা, সামনে বন-জঙ্গলের মধ্যে পাযে চলা পথ নদীর দিকে চলিয়া গিয়াছে । অতি প্রত্যক্ষ কাল, ঠথনও দিনের আলো ভাল করিয়া ফোটে নাই। খিড়কির দরজা দিয়া বিরাজ ও মোহিনী বাহিরে আসিল । উভয়ের হাতে কাপড় গামছা ঘটি, ছোট ঘড়। কথা কহিতে কহিতে উভয়ে আসিতেছিল। মোহিনী খিলখিল করিয়া হাদিয়া উঠিল। বিরাজ । ( কৃত্রিম কোপে ) আবার হাসি ? দেখবি ? মোহিনী । ( হাসিতে হাসিতে ) হাসব না ত কি ভয না কি ? তোমার ভয়ে চুপ করে থাকব ? বিরাজ । মার থেযে মরবি আমার হাতে, তখন ভয কfরস কি না দেখব । মোহিনী। ইস। এক হাত দিয়া বিরাজের গলা জড়াইয়া ধরিল বিরাজ। দেশ মৃদ্ধ লোক বিরাজ বামনীকে ভব করে, আর তুই ভয় করিস নে ? মোহিনী। ভয় করতুম দিদি, যখন তুমি আমার সঙ্গে কথা কইতে না। আমারও কথা কইতে সাহস হত না । এখন তোমাকে ভয করতে আমার বযে গেছে । বিরাজ । বেশ, না করিস, না করবি । আয়, সকাল হয়ে স্বাবে এখুনি ।