পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বেী [ তৃতীয় অঙ্ক ישר বিরাজ। না, কোন মতেই যাব না। বরং সেই কুকুরকে— মোহিনী আর কিছু না বলিয়া চলিয়া আসিতেছিল। হঠাৎ অদূরে গাছের আড়ালে রাজেন্দ্রকে দেখিয়া চমকিত হইল। রাজেন্দ্র অন্যদিকে মুখ করিয়াছিল মোহিনী । ( সভয়ে ) ও মা গো ! তাহার চক্ষু অমুসরণ করিয়৷ বিরাজ সব বুঝিতে পারিল । মুহূর্তের একটা অংশ মাত্র সে দ্বিধা করিল, তারপর ছোট-বেয়ের একটা হাত ধরিয়া টানিয়া বলিল— বিরাজ। দাড়াস নে ছোট-বেী, চলে আয় । তাহাকে পাশে লইয়। ক্রতপদে দ্বার পর্য্যন্ত আগাইয়া দিয়া হঠাৎ সে কী ভাবিয়া থামিল । বলিল— यां छूहे । ভীতা মোহিনী বাড়ির ভিতর চলিয়া গেল। বিরাজ তাহার হাতের ঘটি ও ভিজ কাপড় রাথিয়া ধীরপদে গিয়া রাজেন্দ্রর অদূরে দাড়াইয়া ডাকিল— ( কঠিন কণ্ঠে ) শুনুন । রাজেন্দ্র চমকিত হইল, কিন্তু ফিরিল না ই, আপনাকেই বলছি। এবার রাজেন্দ্র ফিরিল। কিন্তু বিরাজের দৃষ্টি সহিতে পারিল না, চোখ নামাইল আপনি ভদ্রসস্তান, বড়লোক, বোধহয় লেখাপড়াও শিখেছেন কিছু। এ কী প্রবৃত্তি আপনার ? রাজেন্দ্র হতবুদ্ধি হইয়া গিয়াছিল, জবাব দিল না আপনার জমিদারী যত বড়ই হোক, যেখানে এসে দাড়িয়েছেন, সেটা আমার জমি। আপনি যে কতবড় ইতর, ত (হাত বাড়াইয়া দেখাইয়া )