পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●थथम झूठ ] বিরাজ-বেী פר ঐ ঘাটের প্রত্যেক টুকরোটা পৰ্য্যন্ত জানে, আমিও জানি। কিন্তু যেমনই হোন, আপনারও মা আছেন, বোন আছেন । রাজেন্দ্র তথাপি নীরব অনেকদিন আগে আমার দাসীকে দিযে এখানে ঢুকতে নিষেধ করেছিলাম, তা আপনি শোনেন নি। আমার স্বামীকে আপনি চেনেন না, চিনলে কখনই আসতেন না। তাই আজ বলে দিচ্ছি। আর কখনও এদিকে আসবার আগে তাকে চেনবার চেষ্টা করে দেখবেন । বলিয়। ধীরে ধীরে সে বাড়ির দিকে কিরিল। রাজেন্দ্র অদৃষ্ঠ হইল । পীতাম্বর প্রবেশ করিল পীতাম্বর। বৌঠান, যার সঙ্গে এতক্ষণ কথা কইছিলে সে ওই জমিদারবাবু, না ? বিরাজের মুখ চোখ রাঙা হইয়া উঠিল বিরাজ । হা । পীতাম্বর বাড়ির ভিতর চলিয়া গেল। বিরাজ কয়েক মুহূৰ্ব গুৰু হইয়া থাকিয়া তাহার ঘটি ইত্যাদি লইয়। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করিল। ইহার একটু পরে বিশু প্রবেশ করিল, সে হেঁট মুণ্ডে মাটির দিকে চাহিয়া খুজিতে খুজিতে পিছু হাটিয়া আসিতেছে ও নিজের মনে বকিতেছে— বিশু । হেই বাবা তারকনাথ, মিলিযে দে মা, ছেই মা কালী, পাচ পাঁচটা ট্যাক লোকসান করে নি বাবা । বলিতে বলিতে পুনরায় সামনে চলিল মঞ্চ ঘুরিল