পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fāతౌR ఢాgు নীলাম্বরের বাটী মঞ্চ ঘুরিবার সঙ্গে সঙ্গে একটা চাপ ক্ৰন্দন ও তর্জনের শব্দ শোনা যাইতেছিল। দৃষ্ঠ প্রকট হইলে, বেড়ার ওদিক হইতে ক্ৰন্দন ও তর্জনের শব্দ স্পষ্টতর হইল। ভূলুষ্ঠিত মোহিনী ও চটজুতা হাতে পীতাম্বরকে পিছন হইতে দেখা গেল। পীতাম্বরের ও মোহিনীর কণ্ঠ শোনা যায় ; ...বড় বাড় বেড়েছ বটে“ওগে, থাম চেচিও না--"আজ তোকে খুন করে ফেলব. এখনি হয়েছে কী-তোমার দুটি পায়ে পড়ি, ঘরে গিয়ে..ঘরে আর ঢুকতে দেব.ডুব দিয়ে দিয়ে...ইত্যাদি কথার টুকরা কখনও আলাদা আলাদা কখনও যুগপৎ শোন৷ যাইতে লাগিল । বিরাজ প্রবেশ করিয়া রান্নাঘরের রকের খুটি ধরিয়া কাঠের মূৰ্ত্তির মত দাড়াইয়া রহিল। নীলাম্বরের ঘরের দ্বার:খুলিয় গেল। ভিতর হইতে নীলাম্বর সন্ত-ঘুমভাঙ্গা চোখে রকের উপর দাড়াইল ও ক্রমান ইত্যাদির শব্দ শুনিয়া চকিত হইয়া উঠিল। পরক্ষণে ব্যাপারটা কী এবং কোথায় হইতেছে উপলব্ধি করিয়া ছুটয় উঠানে নামিয় আসিল এবং জোর করিয়া বেড়া ভাঙ্গিয়া পীতাম্বরের অংশে গিয়া দাড়াইল । নীলাম্বরের উপস্থিতিমাত্র সকল শব্দ থামিয়া গেল, যমের মত বড় ভাইকে সম্মুখে দেখিয়া পীতাম্বরের মুখ বিবর্ণ হইল। নীলাম্বর। ঘরে যাও মা, কোন ভয় নেই । কাদিতে কঁাদিতে উঠিয়া বেশবাস সম্বরণ করিয়া মোহিনী ভিতরে চলিয়া গেল বেীমার সামনে আর তোর অপমান করব না, কিন্তু এই কথাটা আমার ভুলেও অবহেলা করিস নে যে আমি যতদিন ওবাড়িতে আছি, ততদিন এসব চলবে না। যে হাতটা তুই ওঁর গায়ে তুলবি, তোর সেই হাতটা আমি ভেঙ্গে দিয়ে যাব । সে ফিরিয়া আসিতেছিল। পীতাম্বর সাহস সঞ্চয় করিয়া বলিয়া উঠিল—