বিষয়বস্তুতে চলুন

পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fदउँौञ्च पृथ ] বিরাজ-বে। br> পীতাম্বর । বাড়ি চড়াও হযে যে মীরতে এলে, কিন্তু কণরণটা জান ? নীলাম্বর । ( ফিরিয়া দাড়াইয়া ) না, জানতেও চাই নে । পীতাম্বর । ত চাইবে কেন ? তা হ’লে আমাকে দেখছি নিতান্তই ভিটে ছেড়ে পালাতে হবে । চোখের ওপর এসব-— নীলাম্বর । ভিটে ছেড়ে পালাতে হবে কাকে সে আমি জানি । তোকে মনে করিযে দিতে হবে না । কিন্তু যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ তোকে সবুর করে থাকতেই হবে । সেই কথাটাই তোকে জানিয়ে গেলাম । বলিয়! আবার ফিরিবার উপক্রম করিতেই, পীতাম্বর সহসা সামনে আসিয়া বলিল— পীতাম্বর । তবে তোমাকেও জানিয়ে দিই দাদা, পরকে শাসন করার আগে ঘর শাসন করা ভাল । নীলাম্বর চাহিয়া রহিল । পীতাম্বর সাহস পাইয়া বলিল— ওপারের ঐ নতুন ঘাটটা কণর জাল ত ? বেশ । আমি সেই থেকে ছোট-বেীকে নদীর ঘাটে যেতে মানা করে দিইছি । আজ দেথি রাত থাকতে উঠে বৌঠানেব সঙ্গে নাইতে গিযেছিলেন - এমনই হয় ত রোজই যান, কে জানে ? নীলাম্বর । ( বিস্মিত হইযা ) এই দোষে তুষ্ট তার গায়ে হাত তুললি ? পীতাম্বর । আগে শোন। ওই জমিদারের ছেলে--রাজেনবাবু না কী নাম ওর, দেশবিদেশে সুখ্যাতি ওর ধরে না, সেই তার সঙ্গে আজ বৌঠান যে অ৷ধ ঘণ্টা ধরে গল্প করছিলেন, কেন ? কিসের এত গল্প ? নীল স্বর । ( বুঝিতে না পারিয়া ) কে কথা কইছিল রে ? বিরাজ-বেী ? o