পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՀ ৰিরাজ-বেী [ তৃতীয় অঙ্ক পীতাম্বর। হা, তিনিই । নীলাম্বর । তুই দেখেছিস ? পীতাম্বর । ( হাসিবার মত মুখের ভাবটা করিয়া ) তুমি আমাকে দেথতে পার না জানি—আমার সে বিচার নারায়ণ করবেন— নীলাম্বর । ( ধমকাইয়া উঠিল ) আবার ঐ নাম মুখে আনে । কী বলবি বল । পীতাম্বর চমকিয়া উঠিল পীতাম্বর । ( ঈষৎ রুষ্টস্বরে ) না দেখে কথা কওয়া আমার স্বভাব নয়। নিজের ঘর শাসন করতে না পার, পরকে তেড়ে মারতে এস না । নীলাম্বরের মাথার উপর যেন বাড়ি পড়িল, ক্ষণকাল উদভ্রাস্তের মত চাহিয়া থাকিয়া বলিল-- নীলাম্বর । আধ ঘণ্টা ধরে গল্প করছিল—বিরাজ-বো ? তুই চোখে দেখেছিস ? পীতাম্বর দুই-এক প। ফিরিয়া গিয়াছিল, দাড়াইয়া পড়িয়া বলিল— পীতাম্বর । চোখেই দেখেছি। আধ ঘণ্টার হয় ত বেশিও হতে পারে। সমস্তক্ষণ ত দেখি নি—মিছে কথা বলতে পারবো না । নীলাম্বর । ( আবার একটুক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া ) ভাল, তাই যদি হয়, কী করে জানলি তার কথা কইবার আধখ্যক ছিল না ? পীতাম্বর । ( মুখ ফিরাইয়া হাসিয়া ) হ্যা, তা বটে। আবখ্যক ছিল হয় ত, কথাও হয় ত কন, সে কথা জানি নে, তবে আমারও মার ধর করা উচিত হয় নি । কেন না, ঘাট তৈরী ছোট-বেীয়ের জন্তে হয় নি।