পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - পাণ্ডু কালেই ভয়ঙ্কর বক্ষ্মীরোগে অক্রিান্ত হন । কোনরূপ চিকিৎসায় এই রোগের কিছুমাত্র ফল হইল না । অকালে বিচিত্রবীর্থ এই রোগে কালসদনে যাইয়া অস্তমিত স্বর্ঘ্যের স্থায় अनृथ रुझे८णनै । বিচিত্রবীর্যোর মাতা সত্যবতী পুত্ৰশোকে নিত্যস্ত কাতর। হইলেন । অনন্তয় পুত্রবধূম্বরকে আশ্বাস প্রদান করিয়া ভীষ্মকে কহিলেন, হে ভারত ! কুরুবংশীয় শাস্তম্বু রাজার বংশ, কীৰ্ত্তি ও পিগু একমাত্র তোমাতেই প্রতিষ্ঠিত আছে। তুমি সকল প্রকায় ধৰ্ম্ম অবগত আছ । এই জঙ্ক আমি বিশেষ জাখস্ত হইয় তোমাকে কোন একটা ধর্শ্বকার্য্যে নিযুক্ত করিব, সেই কৰ্ম্ম ধৰ্ম্মানুসারে তোমার কয় কর্তব্য। হে পুরুষশ্রেষ্ঠ ! তোগার প্রিয় ভ্রাত। মৎপুত্ৰ ৰিচিত্ৰবীৰ্য্য পুত্র না হইতেই বাল্যাবস্থাতে স্বর্গারোহণ করিয়াছে । তোমার ভ্রাতার দুই মহিষীই রূপযেীবনসম্পন্ন এবং পুত্ৰকামী হইয়াছে, আমাদের বংশপরম্পরা রক্ষার নিনিত্ত আমার নিয়োগাছুসারে সেই দুই স্ন যাতে পুত্র উৎপাদন করিয়৷ ধৰ্ম্মরক্ষা কল্প এবং তুমি দারপরিগ্রহাদিপূৰ্ব্বক রাজ্যে অভিষিক্ত হইয়া ভাৱক্তরাজ্য শাসন কর । মাত এবং সুহৃদগণও ইত্যাদি প্রকারে অনেক ধৰ্ম্মসংযুক্ত বচন বলিলে ভীষ্ম বিনয় ও নম্রতা সহকারে মাতাকে কহিলেন, মাতঃ ! আপনি বাহ কছিলেন, তাহ ধৰ্ম্মযুক্ত, তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই ; কিন্তু মাতঃ ! আপনার নিমিত্ত আমি যে সত্য প্রতিজ্ঞা করিয়াছিলাম, তাহ। আপনি এবং অন্যান্ত সকলেই জ্ঞাত আছেন। অতএব আমি সত্যরক্ষার জন্য ত্ৰৈলোক্য এমন কি অতি কুলভ দেবলোকের রাজত্বও পরিত্যাগ করিতে পারি, অথবা ইহা অপেক্ষা অধিক যাহা হইতে পারে, তাহাও ত্যাগ করিতে পারি। তথাপি কথন সত্যত্যাগ করিতে পারিব না । সত্যবতী ভীষ্মের এই প্রতিজ্ঞা শুনিয়া কহিলেন, তুমি যাহা কহিলে সত্য বটে, কিন্তু শাস্তম্বুবংশের আপদবস্থা বিবেচনা করিয়া যাহা যুক্তিসিদ্ধ হয়, তাহাই কর । তখন ভীষ্ম কছিলেন, মাতঃ ! ভরতবংশের সস্তানের বৃদ্ধির নিমিত্ত উপযুক্ত উপায় বলিতেছি শ্রবণ করুন। কোন গুণবান ত্ৰাহ্মণকে ধনস্বারা নিমন্ত্ৰণ করিয়া বিচিত্রবীর্যের ক্ষেত্রে পুত্রোৎপাদন করুন । তখন সত্যবতী লজ্জায় জ্বলিতবাক্য হইয়া ভীষ্মকে কছিলেন, ভারত ! তুমি যাহা কহিতেছ, তাহ সকলই সত্য। পরস্তু তোমার প্রতি বিশ্বাস হেতু আমাদের ৰংশ বিস্তৃতির নিমিত্ত যেরূপ বলিব, সেই আপদ্ধৰ্ম্ম তুমি প্রত্যাখ্যান করিতে পারিখে না। আমাদের বংশে তুমিই ধৰ্ম্ম, তুমিই [ ১৬৩ ] পাণ্ডু সত্য এবং তুমিই পরমগতি হইয়াছ ; অতএব আমার সত্যবাক্য শ্রবণ করিয়া যাহা কৰ্ত্তবা হয়, তাহ বিধান কর । আমার পিতা ধাৰ্ম্মিক ছিলেন, তাহার ধৰ্ম্ম কৰ্ম্মের জন্ত । এক তরী ছিল । একদা অামি নবযৌবনকালে সেই তরী বাহন করিতে গমন করিয়াছিলাম, সেই সময়ে পরমর্ষি পরাশর যমুনানদী পার হুইবার নিমিত্ত আমার তরীতে আরোহণ করিলেন। আমি তাছাকে নদীপার করিতেছি, এমন সময় তিনি কামার্ক হইয়া আমাকে মধুরবাক্যে প্ররোচিত করিতে লাগিলেন। আমি শাপভয়ে ভীত হইয়। প্রত্যাখ্যান করিতে পারিলাম না। অমস্তয় তিনি তমোরাশি দ্বারা ভূলোক আবরণ করিলেন । পূর্কে আমার গাত্রে অপকৃষ্ট মৎস্তগন্ধ ছিল, তিনি মন্ত্রবলে তাহ। নিরাকৃত করিয়া এই সৌরভ প্রদান করিলেন এবং কছিলেন, তুমি এই যমুনা দ্বীপেই এই গর্ভ পরিত্যাগ করিয়া পুনৰ্ব্বার ক্ষম্ভাবস্থাতেই থাকিবে । এই বলিয়া সেই মহর্ষি চলিয়া গেলে আমার সেই গর্ভে এক মহাযোগী মহর্ষি জন্মগ্রহণ করিয়া দ্বৈপায়ন নামে বিশ্রত হইলেন। সেই ভগবানু ঋষি তপোবলে চতুৰ্ব্বেদের বিভাগ করিয়া ব্যাস নামে বিখ্যাত হইয়াছেন। আমি আদেশ করিলে তিনি তোমার ভ্রাতার ক্ষেত্রে উত্তম পুত্রোৎপাদন করিতে পারেন। তিনি পূর্বে আমাকে বলিয়াছিলেন, ‘প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিলেই আমি উপস্থিত হইব। যদি তোমার ইচ্ছা হয়, তাহা হইলে এক্ষণে র্তাহাকে স্মরণ করি। ভীষ্ম ইহাতে সত্ত্বই হইয়া সম্মত হইলেন। তখন সত্যবতী ব্যাসদেবকে স্মরণ করিলে ব্যাসদেব তৎক্ষণাৎ উপস্থিত হইয়া মাতাকে নিবেদন করিলেন, কি নিমিত্ত আমাকে স্মরণ করিয়াছেন, তাহ বলুন, আমি তৎক্ষণাৎ সেই কাৰ্য্য সমাধা করিব। তখন সত্যবতী কহিলেন, দৈববিধানক্রমে তুমি আমার প্রথম সস্তান ও বিচিত্রবীৰ্য্য কনিষ্ঠ । এই শাস্তস্থতনয় সত্যবিক্রম ভীষ্ম সত্যপ্রতিজ্ঞার জঙ্ক রাজ্যশাসন বা অপত্য উৎপাদন করিতে সন্মত হন না, অতএব হে অনঘ! আমি যাহা বলিতেছি, তাছা শ্রবণ কর । তোমার ভ্রাত বিচিত্রবীৰ্য্যের প্রতি মেছাচুবন্ধ, কুরুবংশরক্ষা ও প্রজাপলিনাদির জন্ত আমার নিয়োগ তোমার সম্পাদন কর। উচিত। তোমার কনিষ্ঠভ্রাতার দেবকল্লাসদৃশী রূপীেবনসম্পন্ন দুই ভাৰ্য্য আছে, তাহারা ধৰ্ম্মাম্বুসারে পুত্রাভিলাষিণী হইয়াছে। তুমি অভিমত পাত্র, অতএব সেই দুই মহিষীতে এই কুলের ও বংশপরম্পরাবিস্তারের উপযুক্ত সত্তান উৎপাদন কর। ব্যাসদেব ইহা স্বীকার করিয়া কহিলেন, বধূদ্বয় এক বৎসর পর্যন্ত ব্ৰতধারণ করিয়া থাকুন, তৎপরে আমি তাহাদিগকে মিত্ৰাৰক্ষণ সদৃশ পুত্র প্রদান করিব। ব্রতামুষ্ঠান না