পালরাজবংশ হোতা ও অধ্ব র্যর মূৰ্ত্তি, মধ্যস্থলে “ম” অক্ষর, সম্ভবতঃ বিগ্রহপালের রাজ্য মগধনির্দেশক । বিগ্রহপালের মুদ্র । কনিংহাম ও অপরাপর প্রত্নতত্ববিদু ৯১ খৃষ্টাব্দে এই বিগ্রহপালের রাজারোহণকাল স্থির করিয়াছেন ২৩ কিন্তু উঃ পঃ প্রদেশের সীয়দ্রোণী গ্রাম হইতে আবিষ্কৃত শিলালিপি হইতে জানা যায় যে,৯৬৫ সংবতে (=৯০৮ খৃষ্টাব্দে) বিগ্ৰছপালদ্রষ্ম’ বা বিগ্রহপালের মুদ্রা বিশেষ প্রচলিত ছিল ২৪ এরূপ স্থলে বি গ্রহপাল তাহারও পূৰ্ব্বে রাজত্ব করিতেন, তাহাতে সন্দেহ নাই । মারায়ণপালদেব । ১ম বিগ্রহপালের পর তৎপুত্র নারায়ণপাল পালসিংহাসন | অলঙ্কৃত করেন। ভাগলপুর হইতে প্রাপ্ত র্তাহার তাম্রশাসন | *হইতে জানা যায়, তিনি একজন পরমধাৰ্ম্মিক, পরম দয়ালু, প্রজাপ্রিয় ও মহাবীর ছিলেন । তৎপরবর্তী অপর পালরাজগণের তাম্রশাসনে লিখিত আছে, “তিনি স্বীয় চরিত্রদ্বারা ন্যায়গুসারে প্রাপ্ত ধৰ্ম্মাসন অলঙ্কৃত করিয়াছেন। ভুপতিগণের শিরোমণির কাস্তিদ্বারা যাহার পাদপীঠোপল অলিঙ্গিত হইত।’২s তাছার প্রধান মন্ত্রী পূৰ্ব্বোক্ত কেদারমিশ্রের পুত্র গুরবমিশ্র । এই গুরবমিশ্ৰই বদলে গরুড়স্তস্ত স্থাপন করেন । রাজ্যপাল । নারায়ণপালের পর রাজ্যপাল সিংহাসনে অভিষিক্ত হইয়াছিলেন । মদনপালের তাম্রশাসনে লিখিত || "তিনি যমুদ্রের মূলদেশের ন্যায় অতি গভীরগর্ভযুক্ত জলাশয় | ও কুলপৰ্ব্বতের সমকক্ষ প্রকোষ্ঠবিশিষ্ট দেবালয় সকল প্রতিষ্ঠা | করা বিখ্যাত হইয়াছিলেন।” তিনি রাষ্ট্রকুটরাজ তুঙ্গের । কন্য। ভাগ্যদেবীর পাণিগ্রহণ করেন, উtহার গর্ভে ( ২য় ) গোপালদের জন্মলাভ করেন । রাজ্যপাল কতবর্ষ রাজত্ব | করেন, তাহ ঠিক জানা যায় নাই । ২য় গোপালদেব। রাজ্যপালের পুর তৎপুত্র ২য় গোপাল রাজ্যলাভ করেন । মঙ্গপাল ও মদনপালের তাম্রশাসন কুইতে জানা যায় যে, ২য় ; গোপাল বহুদিন ধরিয়া রাজ্যভোগ করিয়াছিলেন । - *) Grundriss der Indo-Arischen Philologie &c, Vol. il Part 3. p. 31. («s) Epigraphica Indica, Vol. 1, p. 167 (২) মদনগালের তাম্রশাসন ৮ম শ্লোক । [ ৩১৪ ] পালরাজবংশ ২য় বিগ্রহপালদেব । ২য় গোপালের পর তৎপুত্র ২য় বিগ্রহপাল আধিপত্যলাভ করেন । মদনপালের তাম্রশাসনে লিথিত আছে— ‘ইনি পিতার অতিশয় প্রিয়, নিৰ্ম্মলচরিত্র, সুপণ্ডিত ও দীত। ছিলেন।” ১ম মহীপালের তাম্রশাসনে লিখিত আছে, "শুভ্রতুল্য যাহার সেনাগজেন্দ্র সকল প্রচুর জলযুক্ত পূৰ্ব্বদিকে ইচ্ছামুসারে জলপান করিয়া তৎপরে মলয়পৰ্ব্বতের উপত্যক। ভূমিতে চম্বনতরুতলে মুহমন্দগতিতে ভ্রমণপূর্বক ঘনীভূত শীকর দ্বারা বৃক্ষসমূহে জড়ত্ব বিধান করিয়া হিলালয়ের কটকদেশ আশ্রয় করিয়াছিল।”২৬ ইহার ১২শ বর্ষে উৎকীর্ণ শিলালিপি পাওয়া গিয়াছে । ১ম মহীপালদেব । ২য় বিগ্রহপালের পর তৎপুত্র ১ম মহীপাল রাজ্যাধিকার পাইয়াছিলেন। মদনপালের তাম্রশাসনে লিখিত আছে, '(মহীপাল ) পিতৃরাজ্য প্রাপ্ত হইয়া শত্রুদিগকে বিনাশপূৰ্ব্বক নিজ বাহুবলে অনধিকৃত ও বিলুপ্ত রাজ্য উষ্কার করিয়tছিলেন । ২৭ মহীপালের মুদ্রা। ১০৮৩ সংবতে উৎকীর্ণ ১ম মহীপালদেবের শিলালিপি হইতে জানা যায়, তিনি বারাণসী পর্যাস্ত অধিকার করিয়াছিলেন, তিনি এবং তঁহার পুত্রদ্বয় স্থিরপাল ও বসন্তপাল কাশীতে ঈশান ও চিত্ৰঘণ্টাদি শত শত কীৰ্ত্তিরত্ন স্থাপন করেন ॥২৮ রাজেন্দ্রচোলের দিগ্বিজয়জ্ঞাপক তিরুমালয়ের গিরিলিপি হইতে জানা যায় যে, তৎকালে গৌড় ও বঙ্গদেশ ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন বা সামস্তরাজ্যে বিভক্ত ছিল । এই সময়ে দণ্ডভুক্তি বা দণ্ডবিহার ( বর্তমান বিহারে ) ধৰ্ম্মপাল, বঙ্গে গোবিন্দ চন্দ্র, দক্ষিণ-রাঢ়ে রণশুর এবং উত্তররাঢ়ে মহীপাল রাজত্ব করিতেন।২৯ রাজেন্দ্রচোল মহীপাল প্রভৃতি উক্ত নৃপতি (১৬) সাহিত্যপরিষৎপত্রিকা ১৩.৫ সাল, ৬৬-৬৭ পৃষ্ঠা দ্রষ্টব্য । (২৭) “হতসকলবিপক্ষ: সত্বরে বাহুদৰ্পাদনধিকুণ্ডবিলুপ্তং রাজgমাস দ্য পিয়াং " ১ • ম মোক । (* *) Archæological $urvey Reports, Vol. IX. p. 182. (২৯) তিরুমলয়লিপির মূলে তক্ষনলাড়ং ও উত্তিরলtড়মূ আছে। উক্ত লিপির অনুবাদক ডাক্তার হল্চ ঐ দুই স্থান গুজরাতের অস্বৰ্গত SDBB BBBS L BBBBBBS BBB BB BBBBBBS SLLLLLLLLL South Indian Inscriptions, Vol. I. p. 91.) fox & #5 co গৌড়দেশের অন্তর্গত উত্তররাঢ় ও দক্ষিণরাঢ় তাহাতে কিছুমাত্র সঙ্গেহ নাই ।
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৩১৪
অবয়ব