পলাশ I - ও স্বনামখ্যাত পুষ্প বৃক্ষবিশেষ ৷ ( Butea frondosa ) চলিত পলাশ গাছ । ইহার পর্য্যায়—কিংশুক, পর্ণ, বাতপোথ, যাজ্ঞিক, ত্রিপূর্ণ, বক্ৰপুষ্প, পুতদ্র, ব্রহ্মবৃক্ষক, ব্রহ্মোপনেতা, কাষ্ঠক্র । ইহার গুণ— কষায়, উষ্ণ ও ক্রিমিদোষ নাশক । ইহার পুষ্পের গুণ—উষ্ণ, কগু, ও কুণ্ঠনাশক । ইহার বীজ গুণ—কতু, দক্র ও জগদোষনাশক । ইহার পুষ্প চারিপ্রকার—রক্ত, পীত, গিত ও নীল । “রক্তঃ পীতঃ সিতো নীলঃ কুমুমৈস্ত বিভাবতে । কিংশুকৈ গুণসাম্যোহপি সিতে বিজ্ঞানতঃ স্মৃতঃ ॥” (রাজনি” ) ভাবপ্রকাশ মতে—কিংশুক, পণী, যাল্লিক, রক্তপুষ্পক, ক্ষীরশ্রেষ্ঠ, বাতপোথ, ব্ৰহ্মবৃক্ষ, সমিস্বর, এই সকল পর্য্যায়ক শব্দ । ইহার গুণ অগ্নিদীপক, শুক্ৰবৰ্দ্ধক, সারক, উষ্ণবীৰ্য্য, ব্ৰণনাশক, গুল্মস, কষায়ও কটু, তিক্তরস, স্নিগ্ধ, গুহজাত রোগনাশক, ভগ্ন-সন্ধানকারক, ত্রিদোষ, ক্রিমি, অর্শ ও গ্রহণীনাশক । পলাশপুষ্প—মধুপ, বিপাক, কটু, তিক্ত ও কষায় রস, বায়ুবৰ্দ্ধক, ধারক, শীতবীৰ্য্য, কফ, রক্তপিত্ত, মূত্ৰকুচ্ছ, পিপাসা, দাহ, বাতরক্ত ও কুণ্ঠনাশক । পলাশ-ফল-লঘু, উষ্ণবীৰ্য্য, কটু, বিপাক, রূক্ষ, প্রমেহ, অৰ্শ, ক্রিমি, বায়ু, কফ, কুষ্ঠ, গুল্ম ও উদররোগনাশক । ( ভাবপ্র” ) পদ্মপুরাণে লিথিত আছে—পলাশবৃক্ষ ত্ৰহ্মের স্বরূপ । ব্ৰহ্মা পাৰ্ব্বতীর শাপে পলাশবৃক্ষরূপে উৎপন্ন হইয়াছিলেন । "অশ্বখরূপে ভগবান বিষ্ণুরেব ন সংশয়ঃ। রুদ্ররূপো বটস্তদ্বৎ পলাশে ব্রহ্মরূপধৃক্ ॥ দর্শনস্পর্শসেবামু তে বৈ পাপহরাঃ ঘৃতাঃ । দুঃখীপদ্ব্যাধিস্তুষ্টানাং বিনাশকারিণে ধ্ৰুবং ॥” ( পাদ্মোতর খ” ১৬০ অ” ) এই পলাশবৃক্ষ ব্রহ্মরূপধারী, ইহার দর্শন, স্পর্শ ও সেবা করিলে পাপনাশ হয় । ইহ। দুঃখ, আপদ ও ব্যাধিযুক্ত ব্যক্তিদিগের দুঃখাদিনাশক । ব্রহ্মা কি জন্ত পলাশ-বৃক্ষরূপী হইয়াছিলেন, ঋষিগণ স্বতের নিকট এই প্রশ্ন জিজ্ঞাসা করিলে, তাহার উত্তরে স্থত বলিয়াছিলেন, একদা হরপাৰ্ব্বতী স্বরত ক্রীড়ায় রত ছিলেন, দেবগণ অগ্নিকে তথায় পাঠাইয়া দিয়া তাহার বিস্ত্র উৎপাদন করেন, এইজন্ত পাৰ্ব্বতী অতি ক্রুদ্ধ হইয়। শাপ দেন, এই শাপে ব্ৰহ্মার পলাশ-বৃক্ষরূপে উৎপত্তি ।* ( পদ্মপু উত্তরখ” ১৬০ অ” ) १७ ] זאןד:9f শতপথ ব্রাহ্মণে লিখিত আছে—ব্রহ্মার মাংসে এই বৃক্ষ উৎপন্ন হয়, এ কারণে এই বৃক্ষ ব্ৰহ্মার স্বরূপ বলিয়া অভিহিত ।* & origo (Butea frondosa) stors: Tégton, ব্ৰহ্মে এবং উত্তরপশ্চিম হিমালয়দেশ হইতে ঝিলাম মদীতট পৰ্য্যন্ত বিস্তৃত স্থানে জন্মিতে দেখা যায়। ‘ বৃক্ষগুলি সাধারণতঃ মধ্যমাকৃতির হইয় থাকে । ইহার কাষ্ঠ বড় পলক, সহজে ভাঙ্গিয়া বৃক্ষকে নষ্টই করিয়৷ ফেলে। এই কারণে কথন কখনও ইহাকে ইংরাজীতে Bastard-teak বলা হয়। ভারতের সমতলক্ষেত্রে ও ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়াবৃতদেশে এই বৃক্ষ পুষ্পভারাক্রান্ত হইলে আপনার স্বন্দর শোভায় অপরাপর বৃক্ষকে পরাস্ত করে। প্রস্ফুটিত লোহিত পুষ্পভারাবনত বৃক্ষের উজ্জল প্রভায় সমগ্রদেশ যেন দীপ্তিময় হইয়। উঠে । ভারতবাসিগণ ইহার পত্রস্তুগাদির গুণের বিষয় অবগত থাকিলেও, এই বৃক্ষের বিশেষ আদর করে না। ভারতের নানাস্থানে পলাশবৃক্ষ বা পুষ্পের বিভিন্ন নাম দেখা যায়। ধাক, পলাশ, তেস্থ-কা-পেড়, কাক্রিয়া, কঙ্কেই ও চিচূরা-হিন্দি ; পলাশ–বাঙ্গল ; ছলছ—বুন্দেলখণ্ড ; মুরুৎ— কোল ; মুরুপ—সাওতাল ; পরস বা ফরস-বেহার ; পলাশী, বুলচেত্র-নেপাল ; লহোকুঙ্গ—লেপচা , পলাস্ক—ৰেচী, পয়াল্প-উড়িয়া ; মুরর-গোও ও কুকু ; পলাশ, খাকার, থখদো, খাথরণু-ঝাড়–গুজরাতী ; থাকর, পালাস—কচ্ছ ; পরস, পলস, ফলাস-চ-ঝাড়, কক্রীচা-ঝাড়–মরাঠী; পোরসন, পরস, মুরুকন, পুরৈযু, পুরষু, পলাশম্—তামিল ; ষোত্ত,গ, মোহ্তু, টেলমোদুগু, মোহুগুছেত্ত, পলাযমু, পলাসমু, পালাশমু. কিংশুকমু, মোতুকু পালাশ, মোদগ মহ লু–তেলগু ; মুক্ত গ, থোরাস, মুক্ত,গ-মরা, মুহ,গ গিদা—কণাড়ী ; মুরুদ্ধ-মরম্—মলয়; কিংশু ক, পলাশ-সংস্কৃত ; দরথতেপলাহ, পলহ–পারস্ত ; গসকিএল বা গসকোয়েল, কালিয়া—সিঙ্গাপুর ; পোক, otta, f’Ħ–3* ; *satẾ Butiea Gum ; Bengal Kino.
- ঋষয়ঃ উচুঃ—“কথং বৃক্ষত্বমাপন্ন। ব্রহ্মবিষ্ণুমহেশ্বরীঃ ।
এউৎকথয় সৰ্ব্বজ্ঞ সংশয়েtছত্র মহান হি স: ॥” স্থত উবাচ-পাৰ্ব্বস্তীশিবয়ে দেবৈঃ স্বয়তং কুৰ্ব্বতোঃ কিল । অগ্নিং ব্রাহ্মণবেশেন প্রেব্য বিঘ্নং কৃতং পুঞ্জ । X I Sసి ততস্তু পাৰ্ব্বতী ক্রুদ্ধ শশীপ ত্রিদিবৌকসঃ । রেতঃসেকসুখং ভ্রংশ।ৎ কম্পমান তদা রমা " পাৰ্ব্বত্যুবাচ–“ক্রিমিকাটাদায়োহপ্যেতে জানন্তি স্বরতে স্বথং। তস্মাৎ মম সুখভ্রংশাদ যুয়ং বৃক্ষত্বমান্স্যথ ॥” হুত উবাচ—এবং সা পাৰ্ব্বতী দেবী অশপ ক্রুদ্ধমানস । তন্মাদৃবৃক্ষত্বমাপন্ন। ব্রহ্মবিষ্ণুমহেশ্বরী ॥" ( পদ্মোওরথ• ১৬০ অ• ) , "মানসভা এবাস্ত পলাশঃ সমভবৎ । তন্মাৎ স বহুরসে লোহিত fমবহি মাংসং তে নৈবেস" তক্রপেণ স মৰ্দ্ধয়ত্যস্তরে খাদিরা ভবস্তি বহে পলাশী: " ( শত’ বা ১।৩।৪।৪ ) ( শক্ত ব্রা ৬,৬৩৭ )