পাতা:বিশ্বকোষ তৃতীয় খণ্ড.djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

זאfיא అణ -അു-- - ुणाङ्ग' चयको पक्ष श्बा २शब्रारजब्रो च्छाप्ड वारात्ड :আমেরিকার মত স্কুল জন্মে, তাছার বিশেষ চেষ্টা করিতে লাগিলেন। ভারতের তুলাও খুব কাটতি হইল। ১৮৬• খৃষ্টান্ধের পূৰ্ব্বে: ভিনকোটা ট্রাকার কার্পাস মাত্র যাইত। কিন্তু ১৮৬৬ অক্ষে ৩৭ কোর্ট টাকার তুলা রপ্তামি হইল। ১৮৭৯ খৃষ্টাব্দে, আমেরিকায় বিসম্বাদ মিটির গেল, অমনি রপ্তানি কমিয়া গেল, সে বৎসর ৮ কোট টাকারও কম মাল রপ্তানি হয়। ১৮৬৩ খৃষ্টাবো বোম্বাইপ্রদেশে একজন ও মধ্যপ্রদেশে একজন কটন কমিসনর নিযুক্ত হইলেন। ঐ বর্ষে বোম্বাইয়ে জুলায় ভেজাল নিবারণের জন্য আইন হইল। শেষে বিদেশীয় বীজ ছাড়িয়া দিয়া যত্ন দ্বারা দেশীয় কার্পাসের উন্নতির চেষ্টা চলিতে লাগিল। সে চেষ্টা কতকটা ফলবতী হইয়াছে। এখনও বিলাতে ভারতের তুলার যথেষ্ট অাদর আছে। ১৮৭• খৃষ্টাৰো ইংলণ্ডে যে ষে দেশ হইতে যে পরিমাণ তুলার গাইট গিয়াছে, তাহার তালিকা দেওয়া গেল। আমেরিকা ১৬,৬৪,০১•, ভারত ১০,৬৩,৫৪•, ব্ৰজিল ৪,৭২,৭৬৭, মিসর ২,১৯,৯২০, ও ওয়েষ্ট ইণ্ডিজ দ্বীপপুঞ্জ ১,১২,১০০ গাইট। ভারতের তুলায় সের করা ॥J• এগার আন মূল্য পড়িয়াছে। ভারতের তুলার অাদর ইংলণ্ডে কমিয়াছে বটে, কিন্তু এখনও অনেক আছে। ইংলও ছাড়া য়ুরোপের জন্তান্ত দেশেও ভারতের কার্পাস রপ্তানি হইয়া থাকে। গত ১৮৮৮৮৯ খৃষ্টাব্দে ইংলগুে ১৭ লক্ষ, ইটালিতে ৭ লক্ষ, অস্ত্রিয়ায় ৭ লক্ষ, বেলজিয়মে ৮ লক্ষ, ফ্রান্সে ৫ লক্ষ, চীনে ১ লক্ষ, জৰ্ম্মণিতে ১ লক্ষ ৯০ হাজার, রুষিয়ায় দেড় লক্ষ হন্দর কাপাস তুলা রপ্তানি হইয়াছে। এতদ্ব্যতীত ইংলণ্ড হইতে য়ুরোপের অন্যাস্থ্য দেশে উহ নীত হইতেছে। চীনে সৰ্ব্বত্রই তুলা জন্মে, তথাপি ভারতের কার্পাসে চীনের প্রয়োজন। কার্পাস রপ্তানি করিবার জন্য তুলার গাইট প্রস্তুত করিতে হয়। আমদানী রপ্তানি কার্য্যে জাহাজের সুবিধা অসুবিধা দেখিতে হয়। জাহাজের খোলে অল্প স্থানের ভিতর যাত্বাতে অধিক মাল পাঠাইবার স্থানের সমাবেশ করিতে পারা যায়, তাহার জন্য নিয়ত চেষ্ট হইয়া থাকে। জাহাজের স্থান অনুসারে ভাড়া নির্ণত হয়। মহাজনদিগকে স্থানের ভাড়া দিতে হয়, সুতরাং অল্প স্থানে যত অধিক মাল সম্ভব, তাহ পূরিবার চেষ্ট হয়। সেই উদেশে তুলার গাইট যত ছোট করিতে পারা যায়, তাছার বিশেষ চেষ্ট৷ হইরা থাকে। £ -» * , স্থলা পত্নমালঙ্কারে গাইন্ট ছোটবড় হয়। জাহাজের ঐরাপ কলের সংখ্যা ছিল । আজভ স্থপঞ্জিরাইট জঙ্কিও ছোট করতে হয়তে এদেশে বিলাতী ৰাষ্পীয় ফল প্রগুপ্ত হইয়াছে । এই কলের সংখ্যা দিন দিন বাড়িতেছে । - ১৮৮৯ খৃষ্টাব্দে ভারতে ২৪৯টী ভারতের তুলা ইংলণ্ডে যায়। গুহাতে ইংগঙের বহুতর কলে সে দেশের প্রয়োজন সাধিত হইতে লাগিল। কলের সংখ্যা বাড়িতে লাগিল। ইংলও দেশের প্রয়োজনের অধিক কার্পীসবক্স প্রস্তুত করিতে সমর্থ হইল। ইংলেণ্ডের যন্ত্র য়ুরোপের অন্যান্য দেশে যাইতে লাগিল। শেষে ফলের বস্ত্রাদি ভারতেও প্রেরিত হইল। ভারতেও তাছার কাটুতি হইল। ক্রমে মানচেষ্টারের কলে ভারতের লোকের পরিধেয় বস্ত্রের অনুকরণ হইতে লাগিল। তাহ ইংলও হইতে ভারতে প্রেরিত হইল।—সামান্ত লোকে স্বল্প মূল্য দিয়া তাহী ক্রয় করিয়া ব্যবহার করাতে ভারতের তাতিকুলের ব্যবসায় ক্রমশঃ লোপ পাইবার অবস্থায় দাড়াইয়াছে। ব্যবসামাত্রেই প্রতিদ্বন্দ্বিতা আছে। বিলাতে মঞ্জুরির মূল্য অধিক, ভারতে কম। ভারত হইতে বিলাতে ফুলা লইয়া গিয়া তথায় বস্ত্র প্রস্তুত করিয়া তাহ আবার ভারতে আনিতেও খরচ আছে। ভারতেই বস্ত্র বুনিবার কল প্রস্তুত করিলে এ সকল ব্যয় নিবারিত হইতে পারে। এইরূপ বিবেচনা করিয়া ইংলণ্ডের লোক আসিয়া এদেশে কল করিবার ব্যবস্থা করিলেন। তাছাতে দেখা গেল যে ইংলগু হইতে কল আনাইতে আর তাহ বসাইতে প্রথমতঃ ইংলেণ্ডের কল অপেক্ষা ভারতের কলে অনেক অধিক খরচ হয়। কিন্তু তাহার পর আর সকলই সুবিধা। ১৮৫১ খৃষ্টাব্দে একটী সমিতি গঠিত হইল। ১৮৫৪ খৃষ্টাব্দে বোম্বাইয়ে প্রথম কাপড়ের কল বসিল । সেই অবধি ইংরাজ ব্যবসায়িগণ ক্রমশঃ কলের সংখ্যা বাড়াইতেছেন। বোম্বাই প্রেসিডেন্সিতে ইতিমধ্যে ২৩টা ও বোম্বাইসহরে ৫২টা, ইনোরে ১টা, জব্বলপুরে ১টা, হিঙ্গনঘাটে ১টা, নাগপুরে ১টা, বুদনেবার ১টা, আরঙ্গীবাদে ১টা, হয়দ্রাবাদে ১টা, কলৰগায় ১টা, কানপুরে ৪টা, আগরায় ১টা, কলিকাতার নিকট ৭টী, মাগ্রাজে ৪টা, বেল্লারিতে ১টা, কলিকাটে ১টা, কোয়েম্বাতুরে ১টা, তুতকুড়িতে ১টা, ত্রিনবীতে ১টা, ত্রিবা স্কুরে ১টা, বাঙ্গালোরে ২টী, পুলিচারীতে ৯টা । এই ১১৮টার মধ্যে ৫০টীতে সুতা ও কাপড় উত্তরই প্রশ্বত হয়। ৫৩টতে শুদ্ধ স্থত। আর &টতে শুদ্ধ কাপড় বোন হয়। এই সমস্ত ফলে ২২,১৫৬টা তপ্ত এবং ২,৬৬৬৯,৯২২টি টাকু জাছে। এইগুলিতে ৰৎসর ৪৩ লক্ষ মণ স্কুল লাগে ;-ছিও,৩৮৭জন