ভারতবর্ষ পুনরায় শাসনভার গ্রহণ করেন। ১৩৮৮ খৃষ্টাব্দে । তাহার মৃত্যুর পর পৌত্র গিয়াস উদ্দীন সিংহাসন প্রাপ্ত হন। নিরস্তুর মদ্যপানে আসক্ত থাকায় তাহার স্বসম্পৰ্কীয় ভ্রাতৃগণ র্তাহাকে ১৩৮৯ খৃষ্টাব্দে ৫ মাস রাজ্যভোগের পর নিহত করেন । গিয়াসকে শমন-সদনে প্রেরণ করিয়া পুণাত্মা ফিরোজের অন্ততম পৌত্র আবুবথর দিল্লী-সিংহাসন অধিকার করেন। ; দশমাস রাজত্বের পর উক্ত ৰর্বের নবেম্বর মgস ফিরোজের অপর পুত্র যুবরাজ মহম্মদ খাঁ। কর্তৃক আবুৰখর রাজাচুত হন । ১৩৯০ খৃষ্টাৰে তিনি নাসির উদ্দীন মহম্মদ তোগলক নাম গ্রহণপূর্বক দিল্লীর সিংহাসনে উপবেশন করেন। পরে তাহাকে আবুবখর ও মেবাতী রাজপুতগণের বিদ্রোহদমনে বদ্ধপরিকর হইতে হয়। আবুবথর তাহাকে দিল্লী হইতে বিতাড়িত করে এবং মেবার্তাবিপ্লবে তাহার রাজধানী লুষ্ঠিত হয়। উভয় যুদ্ধের দারুণ পরিশ্রমে তিনি রোগ প্রস্ত হন এবং তা হাতেই ( ১৩৯৪ খৃষ্টাব্দে ) তাহার মৃত্যু ঘটে । তাছার পুত্র হুমায়ুন ৪৫ দিন রাজত্বের পর হঠাৎ মৃত্যুমুখে পতিত হন, সুতরাং সিংহাসন লইয়া পুনরায় বিভ্ৰাট উপস্থিত হয়। অতঃপর মৃতরাজা নাসির উদ্দীন মহম্মদের অন্যতম পুত্র মাঙ্ক,দকেই সিংহাসনে বসান সাধারণের অভিপ্রেত হয় । পাঠান-রাজ বংশের অধঃপতনের প্রাক্কালে থে শাসন-বিশৃঙ্খলতা সমুপস্থিত হয়, তাহাই সমগ্র ভারতে ব্যাপ্ত হইয়। স্বাধীনরাজ্যসমূহ সংগঠন করে। বালক মাঙ্গদের রাজত্ব সাধারণের মভিমত ছিল না। একদল মাহ্মদকে লইয়া প্রাচীন দিল্লী-প্রাসাদে রছিলেন । অপরে ফিরোজ তোগলকের পৌত্র নসরৎ খাকে লইয়। ফিরোজাবাদে রাজমুকুট পরাইলেন । অমাতাগণের গৃহ-বিপ্লবে দিল্লী নগরী জনশূন্য হইতে লাগিল । ৩ বর্ষ অজস্র রক্তপাতের পর, ১৩৯৬ খৃষ্টাব্দে একবাল খ৷ মাঙ্ক কে হস্তগত করিয়া নসরৎ খাকে নগর इहेष्ठ उाङ्गाशेब्रा cनम । ५हे ब्रांश्लेदिक्षzबद्र ममग्र वात्राला, মালব, খাদেশ, গুজরাত প্রভৃতি স্থানের শাসনকর্তাগণ স্বাধীন হইলেন । জগদ্বিখ্যাত মোগল-দম্রাটু তৈমুরলঙ্গ সমরকন্দে থাকিয়া এই পাঠান-বিপ্লবের বিষয় অবগত হন । তিনি অবসর বুঝিঙ্গা স্বীয় ৰিপুল সেনাদল দিল্লী-অভিমুখে পরিচালিভ করেন। ১৩৯৮ খৃষ্টাব্দের সেপ্টেম্বর মাসে সিন্ধুনদ অতিক্রম করিয়া তিনি পঞ্জাব প্রদেশ লুণ্ঠন করিতে করিতে জানুয়ারী মাসে পাণিপথের পথ ধরিয়া ফিরোজাবাদের সম্মুখে উপনীত হন। XIII [ ૭-> ] tు ভারতবর্ষ এই যুদ্ধে পরাজিত হইয়া মাঙ্ক, উজীর গুজরাত প্রদেশে পলায়ন করেন । তৈমুর মাপমাকে ভারতের সম্রাটু বলিয়া ঘোষণা করিয়া স্বদেশে প্রত্যাবর্তন-কালে সৈয়দ খিজির খাকে লাহোর-রাজধানীতে আপনার প্রতিনিধিরূপে দাখিয়। যান। ইহার পর বিভিন্ন স্থানের মুসলমান-শাসনকর্তাগণ স্বাধীনভাৰে শাসন-বিস্তার করিতেছিলেন। প্রথমে নগরং খ দিল্লী অধিকারের চেষ্টা করেন, পরে मांकन फेबौद्र একবাল খায় সহযোগে দিল্লীধামে প্রবেশপূৰ্ব্বক মই রাজ্য উদ্ধারের প্রয়াস পান। এখানে ১৪১২ খৃষ্টাব্দে মহম্মদের মৃত্যু ঘটে। তাছার সঙ্গে সঙ্গেই ভোগলক বংশের রাজ্য লোপ হয় । cष्ठाँ१लकय६twग्न अधिकtग्न-कtण । গিয়াসউদ্দীন ১৩২১ খৃঃ অঃ মহম্মদ তোগলক ১৩২৫ খৃঃ অঃ ফিরোজ ( ঐ ) ১৩৫১ খৃঃ অঃ নাসির উদ্দীন মহম্মদ ১৩৮৭ খৃঃ অঃ মালাল্পকাল । ফিরোজ ( পুনরায় ) ১১৮৮ খৃ৮অঃ গিয়াস উদ্দীন ১৩৮৮ অক্টোবর হইতে ১৩৮৯ ফেব্রুয়ারী আবুবখর ১৩৮৯ ফেব্রুয়ারী হইতে নবেম্বর পর্য্যন্ত । নাসিরউদ্দীন মহম্মদ ( ২য় ) *১৩৯৭-১৩৯০ খৃঃ অঃ কুমায়ন • • • • • ৪৫ দিন মাত্র । মাক্ষ,দ ১৩৯৪-১৪১২, মধ্যে ১৩৯৯ খৃষ্টাব্দে ৫ দিন তৈমুরলঙ্গ রাজত্ব করেন। সৈয়দ বংশ । মহম্মদের মৃত্যুর পর অমাত্যগণের অনুরোধে উষ্ঠীর প্রধান ও সেনাপতি দৌলৎ খ’। লোদীকে সিংস্থাপনে অভিষিক্ত করা হয়। লাহোর-প্রতিনিধি খিজির খ। তাছাকে পরাজিত করিয়া দিল্লী অধিকার করেন। বন্দি-অবস্থায় ১৪১৬ খৃঃ অঃ দৌলতের মৃত্যু হয়। ১৪১৮-২১ খৃঃ অঃ পৰ্য্যন্ত খিজির খ। দোদ ও প্রতাপে দিল্লীর পার্শ্ববন্ত্রী স্থানসমূহ শাসন করিয়া ছিলেন । ১৩২২ খৃঃ অঃ তাহার মৃত্যুর পর তংপুত্র মুবারক সিংহাসন লাভ করেন। তিনি ১৪৩৫ খৃষ্টাব্দে স্বীয় বেতনভোর্গ f হিন্দুকৰ্ম্মচারীদিগের হস্তে নিহত হন। তৎপরবর্তী সৈয়দब्रांण धश्यन ( x8०४-०88० १: अ: ) ७ बांणांडेगौ८मद्र (०884১৪৭৮ খৃঃ অঃ ) রাজাকালে বিভিন্ন শাসনকর্তাগণের বিদ্রোহभभन बाटैौठ फ़ेद्दछथरषां★, cकन पकैनाई थü नाहे । अान!উদ্দীন সাক্ষ বৎসর রাজত্বের পর ১৪৫২ খৃঃ অঃ খ্ৰীয় ভ্রাতার জন্ম সিংহাসন পরিত্যাগপূৰ্ব্বক রাজকীয় কোলাহল হইতে
পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৮১
অবয়ব