পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুমেরু দ্বীপে যাষ্টয়া পৌছিলেন ; ওম্মানী ও অস্বর্ণ দক্ষিণদিকে অগ্রসর হইয়া গ্রিন্স অব ওয়েলস দ্বীপ আবিষ্কার করিলেন, লেফটেনাণ্ট ব্রাউন পীল-প্রণালীৰ পশ্চিমোপকূলে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিলেন । কিন্তু ফ্রাঙ্কলিনের আর কোন নিদর্শনই পাওয়া গেল না । তখন জোনস প্রণালীতে প্রবেশের পথে অনুসন্ধান করিয়া অষ্টিন ১৮৫১ খৃঃ অব্দে ইংলওে ফিরিয়া আসিলেন। সেই বৎসর লেডি ফ্রাঙ্কলিন স্বামীণ অঙ্গুসন্ধানের জন্ত বে অভিযান প্রেরণ করেন, তাহার কাপ্তেন কেনেডি ও লেফটেনাণ্ট ৰেলট, বুথির ও উত্তর সমারসেটের মধ্যবর্তী বেলট প্রণালী আবিষ্কার করিয়া প্রমাণ কয়েন ষে এই প্রণালীর বৃথিয়াউপকূলই আমেরিকা-মহাদেশের সৰ্ব্বোত্তর সীমা । ১৮৫০ খৃঃ অব্দের জানুয়ারী মাসে কলিন্‌সন যে অভিযান লইয়া বহির্গত হন, তাহা বেরিং ও প্রিন্সস্ আল বাট দ্বীপের মধ্যবৰ্ত্তী প্রিন্স অব ওয়েলস, নামক সঙ্কীর্ণ প্রণালী বাছিয়া গ্রিন্সেস, রয়েল দ্বীপসমূহে আসিয়া উপস্থিত হন । তাহার পরে দক্ষিণাভিমূখে প্রত্যাবর্তন করিয়। তাহার ৭১° ৩৫' উঃ ও ১১৭” ৩e* পঃ গ্রিন্স আলবার্ট দ্বীপে শীত অতিবাহন করেন। ১৮৫২খৃঃ অধে উত্তর আমেরিকার উপকুল বাহিয়া পূৰ্ব্বাভিমুখে অগ্রসর হইয়। কলিন্‌সৰু ২৬এ সেপ্টেম্বর তারিখে কেম্‌ব্রিজ উপসাগরে আসিয়া উপনীত হন । এখানে ভিক্টোরিয়া নামক স্থানের ৭•* ২৬ উঃ ও ১০০° ৪e - পঃ পৰ্য্যন্ত তিনি বিশেষ রূপে পরিদর্শন করেন। ইহার পরে ১৮৫৩ খৃঃ আন্দে পশ্চিমাভিমুখে প্রত্যাবর্তন করিয়া তাহার ৭০° ৪' উঃ ও ১৪৫° ১৯° পশ্চিমে কামডেন উপসাগরে শীত অভিবাহিত করেন । ১৮৫৪ খৃঃ অব্দে তাহার ইংলণ্ডে ফিরিয়া আসেন । র্তাহীদের সঙ্গে আর একখান জাহাজ লইয়। এম্ ক্লিউরি আসিয়াছিলেন । প্রিন্সেস্ রয়াল দ্বীপে আসিয়া তিনি কোন এক পাহাড়ে আরোহণ করিয়া দেখিতে পাইলেন যে বারোপ্রণালীর উপরিভাগে একেবারে বরফ জমিয়া গিয়াছে। তখন বেরিংদ্বীপের দক্ষিণতম প্রান্ত ঘুরিয়া আসিয়া তিনি ঐ স্থানের পশ্চিমোপকুল ও তুষার-ক্ষেত্রের মধ্য দিয়া উত্তরদিকে অগ্রসর হুইবার চেষ্টা করিতে লাগিলেন। অনেক কষ্টে ভিনি যাইয়া বাঙ্কসলণ্ডের উত্তর সীমায় পৌছিলেন । ক্লিউরি এই স্থানের নাম রাখেন ‘বে অব গডস মার্শি’ (ঈশ্বরের দয়ার উপসাগর) । ५१थtप्न श्रांगिग्नt छ।iहांछ uरफब्राप्द्र च्प्रादक रुझेब्रl *क्लिड । ১৮৫২ খৃঃ অশ্বে বৃটিশ গৰণমেন্ট যে অভিযাম প্রেরণ করেন, তাছায় মধ্যে একখান জাহাজের ভার কাপ্তেন কেলেটের উপর সমৰ্পিত হয়। তাহার নান স্থান ঘুরিয়া আসিয়া ক্লিষ্টরীর অবস্থানের সন্নিকটে উপস্থিত হন, ও অবশেবে ক্লিউরির শোচনীয় [ २७ ] স্বমেরু অবস্থা জানিতে পারিয়া কেলেট তাছাকে সদলবলে আপনার आiशरख् ऎ5%ाझेग्ना शtग्नन ( ०ve७, ४१हे छांश्झांग्नि ) । क्लिडेग्नि স্বধু যে একটা উত্তর-পশ্চিম পথ আবিষ্কার করেন তাহা নহে, ষ্টৎ বিশেষরূপে অমুসন্ধান করিয়াও দেখেন। পরবর্তী বৎসর সকলে ইংলণ্ডে ফিরিয়া আসেন। পদব্ৰজে ঘুরিয়া দেখিবার জন্ত কেলেটের দলে ক্লিন্টক, মেচাম প্রভৃতি কয়েকজন লোক গিয়াছিলেন। তাহারা মেলভিল, দ্বীপপুঞ্জের উত্তর ও পশ্চিমদিকের যে সকল স্থাল আবিষ্কারের বাকী ছিল, তাঙ্গ, এবং আরও পশ্চিমে অবস্থিত প্রিন্স পেটিক নামক দ্বীপটির সমস্ত প্রান্তসীমাটি আবিষ্কার করেন । র্ত্যহাদের মধ্যে অনেকেই পদব্রজে বা সুেজে চড়িয়া ১•••৷১২ • • মাইল পরিভ্রমণ ও পরিদর্শন করিয়া আসেন । কিং উইলিয়ামূলও যে একটা দ্বীপ, ইহা প্রমাণ করিবার মানসে ও আমেরিকার উপকুলপ্রদেশের কয়েকটি স্থান পরিদর্শন করিবার উদ্দেশ্রে ১৮৫৩ খৃঃ অধো ডাঃ রেই সমুদ্রযাত্র করেন । তিনি চেষ্টারফিল্ড উপসাগরের ও কুয়োইকৃ নদীর উজ্জ্বদিকে অনেক দূর পর্য্যস্ত বাহিয়া যাষ্টয়া রিপালস্ উপসাগরে শীত অতিবাহন করেন। এখানে মৃগমাংস ও মৎস্ত প্রচুর পরিমাণে পাওয়া গিয়াছিল। ১৮৫৪ খৃঃ অব্দে তিনি সিম্পসনের আবিষ্কৃত প্রদেশের সঙ্গে জেম্স্ রসের আবিষ্কৃত প্রদেশের সংযোগ সংস্থাপন করিয়া প্রমাণ করেন যে কিংউইলিয়ামলও বাস্তবিকই একটা দ্বীপমাত্র—কোন মহাদেশের সঞ্চিত সংযুক্ত নহে। সার ফ্রাঙ্কলিনের অন্বেষণার্থ ষে সকল অভিযান প্রেরণ করা হইয়াছিল, তাহাদিগের চেষ্টায় আমেরিকার উপকুল-রেখার ৭• • • হাজার মাইল পরিমিত স্থান আবিষ্কৃত হয় এবং বহুবিস্তৃত অজ্ঞাতপূৰ্ব্ব স্থান পরিভ্রমণ ও পর্যবেক্ষণ করিয়া তাহার। ভৌগোলিক জ্ঞানের সীমাও বহুদূর বিস্তৃত করেন। স্বধু ইহাই নছে, অজ্ঞাতপূৰ্ব্ব নানাপ্রকায় সংবাদ ও তথ্য সংগ্ৰহ করিয়tও তাহারা বিজ্ঞানের প্রসারবৃদ্ধির প্রভূত্ত সহায়তা করেন। এদিকে ফ্রাঙ্কলিনের নিরুদ্দেশেয় সংবাদে অtমেরিকাও বিচলিত হইয়া উঠিল। তাহার অনুসন্ধানের জন্য ১৮৫• খুঃ অন্ধে নিউইয়র্ক হইতে মিঃ গ্রিশেল, ডি হেভেন ও গ্রিফিথের অধিনায়কত্বে ইথান জাহাজ প্রেরণ করেন। বীচি দ্বীপে পৌঁছিয়া ও ফ্রাঙ্কলিনের শীতাবাস পর্যবেক্ষণ করিয়া তাহার বিফলমনোরথ হইয়। ফিরিয়া আসেন। ১৮৫৩ খৃঃ অব্দে ডাঃ কেম্, স্মিথ প্রণালী বাছিয়া মাত্র ১৭ মাইল যাইবার পরেই ৭৮°৪৫' উঃ উপরে আর অগ্রসর হইভে পারিলেন না—সম্মুখে অনন্ত তুষার-সমুদ্র । তিনি লিখিয়াছেন, এই স্থানের উপকূল ৮•• হইতে ১২•• ফিট উচ্চ খাড়া তুষারশৈলে সমাকীর্ণ। ইহাম্বের