পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- নক্ষত্র কিন্তু তাহার মধ্যখণ্ডস্থ মেবাদিক্ৰমে ৰাজশশিভূক্ত ২৭টা নক্ষত্রের নামকরণ করিয়াছেন । সাধারণ লোকের বিশ্বাস যে অধিনী অবধি রেবতী পর্যন্ত যে ২৭টা নক্ষত্র গণিত হয়, তাহ ২৭ট মাত্র, ফলতঃ তাহা নহে, স্বৰ্য্যসিদ্ধান্ত প্রভৃতি গ্রন্থের মতে অধিনী প্রভৃতি এক একটী নক্ষত্র নহে। তাঁহাদের মধ্যে কেহব একটী কেহবা ততোধিক নক্ষত্রে বিরচিত। অশ্বিনী, ইহাতে তিনটী নক্ষত্র অাছে, এই নক্ষত্ৰত্রয়ের অবস্থান অশ্বের দ্যায় এই জন্ত ইহার নাম জশ্বিনী হইয়াছে। ইত্যাদি। { এই ২৭ নক্ষত্রের আকৃতি ও অবস্থানাদির বিষয় খগোল দেখ। ] ২৭ট নক্ষত্র যথা—অশ্বিনী, ভরণী, কৃত্তিক, রোহিণী, মৃগশিরা, আর্দ্র, পুনৰ্ব্বস্ব, পুষ্য, অশ্লেষা, মঘ, পুৰ্ব্বফল্গুনী, উত্তরফাল্গুনী, হস্ত, চিত্র, স্বাতি, বিশাখ, অমুরাধা, জ্যেষ্ঠ, উত্তরাষাঢ়, মূল, পূৰ্ব্বাষাঢ়, শ্রবণ, ধনিষ্ঠ, শতভিষা, পূৰ্ব্বভাদ্রপদ, উত্তরভাদ্রপদ ও রেবর্তী এই ২৭ট নক্ষত্র। অভিজিৎ নামে একটী নক্ষত্র আছে, কিন্তু এই নক্ষত্র ভিন্ন নক্ষত্র নহে এই ২৭ট নক্ষত্রের মধ্যে অন্তভুক্ত। এই ২৭ নক্ষত্রের প্রতি নক্ষত্রকে চারিভাগ করিয়া তাহার নয় নয় পাদে অর্থাৎ ভাগে এক এক রাশি ঠিক করিয়া দ্বাদশ রাশিতে নক্ষত্রচক্রকে বিভাগ করা হইয়াছে, এই জষ্ঠ ঐ নক্ষত্রচক্রকে রাশিচক্রও কহে । কোন কোন নক্ষত্র উর্দ্ধমুখ, অধোমুখ বা তিৰ্য্যন্মুখ । ইহার মধ্যে আর্দ্র, পুষ্য, ধনিষ্ঠ, শতভিষা, শ্রবণ, রোহিণী, উত্তরফন্ধনী, উত্তরাষাঢ়া এবং উত্তরভাদ্রপদ এই সকল নক্ষত্র উর্দ্ধমুখ। মূল, অশ্লেষ, কৃত্তিক, বিশাখ, ভরণী, মঘ, পুৰ্ব্বফল্গুনী, পূৰ্ব্বাষাঢ়া এবং পূৰ্ব্বভাদ্রপদ এই সকল নক্ষত্র অধোমুখ। অশ্বিনী, রেবতী, হস্ত, চিত্র, স্বাতি, পুনৰ্ব্বক্স, জ্যেষ্ঠ, মৃগশিরা এবং অমৃরাধ, এই সকল নক্ষত্র তির্যমুখ। নক্ষত্র সকলের এক একজন অধিপতি নির্দিষ্ট আছে। যথা— অশ্বিনীর অশ্বি, ভরণীর যম, কৃত্তিকার দহন, রোহিণীর কমলজ, মৃগশিরার শশী, আর্দার শূলভূৎ, পুনৰ্ব্বস্তুর অদিতি, পু্যার জীয, অশ্লেষার ফণী, মঘার পিতৃগণ, পূর্বফল্গুনীর যোনি, উত্তরফাল্গুনীর অর্যাম, হস্তার দিনকৃৎ, চিত্রার তুষ্ট, স্বাতির পবন, বিশাখার শক্রাগ্নি, অনুরাধার মিত্র, জ্যেষ্ঠার শক্ৰ, মূলার নিঋতি, পূৰ্ব্বাষাঢ়ার তোয়, উত্তরাষাঢ়ার বিশ্ব বিরিঞ্চি, শ্রবণার হরি, ধনিষ্ঠার বস্থ, শতভিষার বরুণ, পূৰ্ব্বভাদ্রপদের অজৈকপাদ, উত্তরভাদ্রপদের অজৈকপাদ, উত্তরভাদ্রপদের অহিত্রর এবং রেবতীর পুষ্য অধিপতি হইয়া থাকেন। নক্ষত্রের নাম হইতে মাসের নামকরণ হইয়াছে। যথা—কৃত্তিক ও রোহিণী এই দুই নক্ষত্রঘটিত কাৰ্ত্তিক, মৃগ [ 8 ૧ ] নক্ষত্রে শিরা ও আর্দ্রীয় জগ্রহায়ণ, পুনৰ্ব্বস্ব ও পুষ্যায় পৌষ, অল্পেৰা ও ম্যার মাধ, পূর্বফল্গুনী, উত্তরফনী ও হস্তাতে ফান্ধন, চিত্রা ও স্বাতিতে চৈত্র, বিশাখা ও অনুরাধাতে বৈশাখ, জ্যেষ্ঠ ও মূলার জ্যৈষ্ঠ, পূৰ্ব্বাষাঢ় ও উত্তরাষাঢ়াতে আষাঢ়, শ্রবণ ও ধনিষ্ঠাতে শ্রাবণ, শতভিষা, পুৰ্ব্বভাদ্রপদ ও উত্তরভাদ্রপদে ভাদ্র, রেবতী, অশ্বিনী ও ভরণীতে আশ্বিন। ঐ সকল মাসের পূর্ণিমা তিথিতে ঐ সকল নক্ষত্ৰ হইবে, অর্থাৎ কাৰ্ত্তিক মাসের পূর্ণিমা তিথিতে কৃত্তিক অথবা রোহিণী নক্ষত্র হইবে। এইরূপ সকল মাসেই জানিতে হইবে। এইরূপ নামকরণের কারণ দেখিতে গেলে স্পষ্ট জানা যায় যে পৃথিবী যখন যে রাশিতে অবস্থিত থাকেন,তৎকালে সেই রাশির স্থিতিকাল সেই সেই নক্ষত্রের নামে মাস উল্লেখ হইয়াছে। কিন্তু যে রাশিতে পৃথিবী যখন স্থিত হন, তৎকালে সেই রাশি হইতে তাহার সপ্তম-রাশিতে সূর্যাকে দেখা যায় এবং সেই সেই রাশির সপ্তমে অস্তমিত হন। অর্থাৎ যখন পৃথিবী বিশাখা নক্ষত্রে অর্থাৎ তুলারাশিতে স্থিত থাকেন, তৎকালে স্বৰ্য্যকে মেঘরাশিতে দেখা যায়। এইরূপ আর সকলের বিষয় জানিতে হইবে। গগনমণ্ডলকে তিনভাগে বিভক্ত করিয়া তাহার মধ্যে যে সকল নক্ষত্রের উল্লেখ করিয়াছি, তাহার মধ্যখণ্ডে দ্বাদশরাশি ও তদন্তৰ্গত ২৭ট নক্ষত্র এবং ঐ ২৭ট নক্ষত্রকে স্বাদশভাগ করিয়া তাহার এক এক রাশি নয় পাদ নক্ষত্রে হইয়া থাকে, ঐ গগনমণ্ডলের মধ্যখণ্ডাশ্রিত রাশিদিগকে পরিভ্রমণ করিয়া আসিতে কাহার কত সময় লাগিয়া থাকে, তাহা নিম্নে বলা যাইতেছে। ইহা দ্বারা তাহাদের গতি ও দূরত্ব প্রভৃতি জানা যাইতে পারে। গ্ৰহগণ নক্ষত্রপুঞ্জস্বরূপ রাশিচক্রকে ভ্রমণ করিয়া থাকে। তাহার মধ্যে রবির দ্বাদশ রাশি ভ্রমণ করিতে এক বৎসর লাগে, অর্থাৎ মেষরাশির অন্তর্গত অশ্বিনী নক্ষত্রের প্রথমপাদ হইতে ভ্ৰমণ আরম্ভ করিয়া পুনরায় ঐ স্থানে আসিতে একবৎসর কাল লাগে। এইরূপ চন্দ্রের ২৭ দিন, মঙ্গলের ৫৪০ দিন, বুধের ২১৬ দিন, বৃহস্পতির ১২ মাস, শুক্রের ৩৩৬ দিন, শনির ৩০ বৎসর, রাহু ও কেতুর ১৮ বৎসর সময় লাগিয়া থাকে । গ্ৰহগণের দ্বাদশ রাশি ভ্রমণ করিতে যে কাল লাগে, তাহাকে স্বাদশভাগ করিলে যে কাল হয়, সেই কাল এক এক রাশিভ্রমণ করিবার নির্দিষ্ট সময়। নয় পানক্ষত্রে এক রাশি হয়, ঐ রাশি ভোগ-কালকে ৯ দিয়া ভাগ দিলে যাহা অবশিষ্ট হয়, তাহার চারিভাগ কাল এক একটা নক্ষত্র-ভ্রমণের কাল । রবির ১ রাশি ভ্রমণের কাল ১ মাস, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের