পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৭৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- মান ক্ষড়নবিশ, ১. দের গতিরোধের জন্ত গোপনে মহারাষ্ট্ৰীয় কৰ্ম্মচারিগণকে ও ৰূপোলখণ্ঠের শাসনকর্তাকে পরামর্শ দিলেন। ১৭৭৮ খৃঃ জন্ধের জুনালে হরিপদ্ধ কড়কে এবং মহাদী সিজিয়পুরে আসিয়া নানার সঙ্গে মিলিত হইলেন এবং নর লক্ষ টাকা উৎকোচ প্রানে হোলকরকে মোরোবার পক্ষ হইতে নানার পক্ষভুক্ত করিলেন। ১১ই জুলাই তারিখে, মোরোবা ধৃত হইয়৷ নানার হস্তে সমৰ্পিত হইলেন। নানা তাহাকে নিষ্ঠুরতার সহিত কারারুদ্ধ করেন। নানা ফৰ্ডনবিশের এরূপ কৃতকাৰ্য্যতাদর্শনে বোম্বাই গবর্মেন্ট বিন্দুমাত্র বিচলিত হন নাই। র্তাহার রঘুনাথরাওর হস্তে শাসনভার অর্পণ করিবার নিমিত্ত পূৰ্ব্ববৎ দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, এই অভিপ্রায়ে কর্ণেল লিস্থলীকে (colonel Listie) সৈন্তসমভিবাহারে জুন্নরে প্রেরণ করিলেন । নানা ফভূনবিশও নিশ্চিন্ত ছিলেন না। তিনি দেশের সকল স্থান হইতে শিলেদার বা সশস্ত্র অশ্বারোহী সংগ্ৰহ করিলেন। ২৬০০ শত ইংরাজ সৈন্ত ৫০,০০০ পঞ্চাশ হাজার মহারাষ্ট্রীয় সৈন্তের সহিত যুদ্ধ করা অসঙ্গত মনে করিয়া প্রত্যবর্তনের চেষ্টা দেখিল। কিন্তু তাহদের চেষ্টা সফল হইল না। অনন্তর ১৭৭৯ খৃঃ অব্দে বড়গাও নামক স্থানে সন্ধি হইল। ১৭৮৪ খৃঃ অব্দে মাধবরাও নারায়ণকে পদচ্যুত করিয়া বাজীরাওকে তৎপদাভিষিক্ত করিবার নিমিত্ত একটা ষড়যন্ত্র হয়, নানা ফৰ্ডনবিশ জানিতে পারিয়া অবিলম্বে তাহ নিবারণ করিলেন । ১৭৮৯ খৃঃ অন্ধে টিপুর আগমনবার্তা শ্রবণে নানা ফউনবিশ গবর্ণর জেনারলের নিকট নিজামআলী এবং তাছার প্রভুর পক্ষ হইতে সন্ধি প্রস্তাব করেন। এই প্রস্তাবে ইংরাজ গবর্মেন্ট সম্মত হইলেন এবং (১৭৯০ খৃষ্টাব্দে ) টিপুর গতিরোধার্থ কোম্পানির সহিত পেশবার পক্ষ হইতে নানা ফউনবিশ সন্ধি করিলেন। দিল্লীর সম্রাটের নিকট হইতে ১৭৯২ খৃঃ অব্দে সিন্দিয়া পেশবাকে বকীল-ই-মুতলক বা প্রধান মন্ত্রিপদ গ্রহণ করিতে অম্বরোধ করেন। নানা দিল্লীশ্বরের প্রদত্ত উপাধি গ্রহণ করিতে নিষেধ করেন ; কিন্তু পেশবা তাহার কথায় কর্ণপাত করিলেন না। নানা ফভূনবিশ অকৃতকাৰ্য্য হইয়। কাশীতে প্রস্থান করিবার নিমিত্ত অনুমতি প্রার্থনা করিলেন। কিন্তু পেশবা মাধবরাও নানা ফৰ্ডনবিশকে পরিত্যাগ করিতে সম্মত হইলেন না। ক্রমশঃ নানা ফৰ্ডনবিশ ও মহাদজী সিন্দিয়ার মনোবিবাদ বৃদ্ধি পাইতে লাগিল ; কিন্তু স্বল্পদিন মধ্যে লিনিয়ার মৃত্যু হওয়ায় এই বিসংবাদ প্রশমিত झ्दैछ । নানা ফানবিশ আবার নূতন বিপদে পতিত হইলেন। রাজস্ব লইয়া নিজামজালীর সহিত তাহার বিবাদ উপস্থিত হইল। এই [ ૧૯(t ] নান, কড়নবিশ - - - স্বত্র হইতে ১৭৯৫ খৃঃ অন্ধে উভয়পক্ষে খয়দ নামক স্থানে যুদ্ধ হয়। যুদ্ধে নানার বুদ্ধিকৌশলে পেশব জয় লাভ করিলেন। যুদ্ধ শেষ হইলে নানার হস্তে জয়লঙ্ক দ্রব্য-বন্টনের ভায় অর্পণ করিয়া পেশব পুণায় গমন করিলেন। ১৭৯৫ খৃঃ অব্দে মাধবরাওর বয়স কুড়িবৎসর হইয়াছিল। কিন্তু নানা উহাকে পূর্ববৎ শাসনাধীন রাখিলেন, কোনপ্রকার স্বাধীনতা লাভ করিতে দেন নাই। এমন কি জঙ্কাল্প যে সমস্ত প্রধান লোক কারাবন্ধ হইয়াছিল, তাহাদিগের প্রতিও নানার বিশেষ লক্ষ্য রছিল। ১৭৯৪ খৃঃ অঙ্গে নিজাম আলীর সহিত যুদ্ধারস্তের পূৰ্ব্বে তিনি রঘুনাথ রাওর পুত্র বাজীরাও এবং চিমনাজীআপ্না ও তাঁহাদের বৈমাত্রেয় ভ্রাতা অমুতরাওকে নাসিক হইতে যমুনাগড়ে প্রেরণ করেন। তথায় তাহদিগকে বিশেষ সতর্কতার সহিত আবদ্ধ রাখা হয়। এই নিষ্ঠুর ব্যবহারে সর্বসাধারণ তাহার প্রতি অতিশয় অসন্তুষ্ট হইয়াছিল। উনিশবৎসর বয়ঃক্রমকালে বাজীরাও ধনুৰ্ব্বিস্ত, অশ্বচালনা প্রভৃতিতে দেশবিখ্যাত হইয় পড়িলেন। উহার গুণের কথা শুনিয়া মাধবরাও তাহার সহিত যোগ দিয়া উভয়ে স্বাধীনভাবে রাজ্যশাসনের চেষ্টা করিতে লাগিলেন। ক্রমে মাধবরাওর এই সদভিপ্রায় বাজীরাওর কর্ণগোচর হইল। উভয়ে উভয়ের প্রতি আকৃষ্ট হইলেন। কিন্তু উভয়েই অধীন ; কিছুতেই পরস্পরের মনের ভাব সম্মুখে ব্যক্ত করিতে পারিতেছেন না। এমন সময়ে বাস্ত্রীরাও তদীয় রক্ষক বলবন্তরাওকে দিয়া মাধবরাওর নিকট সংবাদ প্রেরণ করিলেন। নানা ফন্ডনবিশ এই সমস্ত ব্যাপার জানিতে পারিয়া বলবস্তরাওকে দুর্গ মধ্যে আবদ্ধ করিলেন এবং মাধবরাওকে বিলক্ষণ তিরস্কার করিলেন। মাধবরাও অত্যন্ত চুঃখিত হইয়া ছাদের উপর হইতে লম্ফপ্রদানপূর্বক আত্মহত্যা করেন। মৃত্যুকালে তিনি বলিয়া জান যে, ‘বাঙ্গীরাও আমার রাজ্যাধিকারী হইৰে।" অনস্তর নানা ফন্ড্রনবিশ মাধবরাওর এই অভিপ্রায় গোপন করিয়া ক্ষমতাপন্ন মন্ত্রীদিগকে বলিলেন যে, বাজীরাও রাজ হুইলে যথেষ্ট বিপদের আশঙ্কা আছে। অারও ইংরাজদের সহিত বাঙ্গীরাওর যেরূপ ঘনিষ্টত রহিয়াছে, তাহাতে বাজীরাও রাজা হইলে, নিশ্চয়ই ইংরাজের আধিপত্য বৃদ্ধি পাইৰে । কুটিল । বুদ্ধি কড়নবিশ এই সমস্ত কারণ দেখাইর মাধবরাওর পত্নীকে পোষ্যপুত্র গ্রহণ করিতে পরামর্শ দিলেন। সেই নাৰালকের হইয় রাজকাৰ্য্য পর্যালোচনার ভার তাহার হঝেই জপিত হইবে, সকলেই এই প্রস্তাব অনুমোদন করিল। বাজীরাও এই সংবাদ শুনিতে পাইলেন । তিনি উপায়াস্তুর মা দেখিয়া দৌলতরাও সিদিয়ার শরণাপন্ন হইলেন এবং বলিলেন, যে