পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छग्नर्हेiण थफिनांम श्रक्र° ऊँझिन्न दक्ङि चैौम्न ककृॉन्न बिदांझ लेिब्रছিলেন। এই কন্সার গর্ভে পৃথ্বীরাজের জন্ম হয়। অনঙ্গপাল দৌহিত্রদ্বয়ের মধ্যে পৃথ্বীরাঙ্গকেই সমধিক স্নেহ করিতেন । তাহার পুত্রাদি ছিল না। তিনি আপন রাজসিংহাসন পৃথ্বীद्रांछ८क «थलांभ कब्रिट्स *ङ्गाणांक १ॉमन कtब्रन । प्रांङांभटङ्ग्न | ঈদৃশ পক্ষপাতিত দর্শনে কুটিলমতি জয়চাদের হৃদয়ে ঈর্ষানল প্রধূমিত হইতে লাগিল। তিনি তাহার সমুচিত প্রতিফল প্রদানে কৃতসঙ্কল্প হইলেন রাঠোররাজ মহা পরাক্রান্ত ছিলেন, তাহার চিরশত্রু চোহান জাতিও তাহার প্রশংসাবাদ করিতেন। তিনি সিন্ধুর পশ্চিমপ্রান্তবৰ্ত্ত নৃপতিকে পরাজয় | করিয়া অনহলবাড়ার অধিপতি সিন্ধরাজকে দুইবার যুদ্ধে পরাভূত করেন । তাহার রাজ্য নৰ্ম্মদানদী পৰ্য্যস্ত বিস্তৃত হইয়াছিল । তিনি রাজচক্ৰবৰ্ত্তী উপাধি লাভের জন্য গৰ্ব্বিতচিত্তে রাজস্থয়-যজ্ঞানুষ্ঠানে প্রবৃত্ত হইলেন । এই যজ্ঞ অতি মহান ব্যাপার। ভোজনপত্রে প্রক্ষালন পর্যন্ত ইহার সমস্ত কাৰ্য্য রাজগণ কর্তৃক সম্পন্ন হওয়া আবশুক । , যজ্ঞসংবাদ শ্রবণে সমগ্র ভারতবর্ষ আন্দোলিত হইয়া উঠিল । । যজ্ঞসমাপ্তির পরেই জয়চাঁদের কন্যা সংযুক্ত ( সংযোগিতা ) ; সমবেত নৃপতিবর্গের সমক্ষে স্বয়ম্বর হইবেন, নিমন্ত্রণ পত্রমধ্যে এ সংবাদ ও প্রেরিত হইল। যজ্ঞস্থলে সকল নৃপতিই উপস্থিত ; হইলেন, কেবল পৃথ্বীরাজ এবং পৃথ্বীরাজের ভগিনীপতি সমর- 3. সিংহ উপস্থিত হইলেন না । জয়চাদ তাহাদের অবমাননা । করিবার উদেশে তাহদের স্ববর্ণমূৰ্ত্তি নিৰ্ম্মণপুৰ্ব্বক দেীবারিক- ! বেশ পরিধান করাইয়া যজ্ঞশালার স্বারে স্থাপিত করিলেন । যজ্ঞান্তে জয়চাদকস্তা সংযোগিতা অস্তান্ত নৃপতিগণকে উপেক্ষা করিয়া পৃথ্বীরাজের স্ববর্ণমূৰ্ত্তির গলে বরমাল্য প্রদান । i

করিলেন । এই সংবাদ প্রবণ করিয়া পৃথ্বীরাজ সসৈন্তে যজ্ঞ | ক্ষেত্রে উপস্থিত হইয়া বাহুবলে জয়চাঁদ-চুহিতাকে হরণ । করিয়া লইয়া যান। ক্ষোভে ও লজ্জায় জয়চাদের পূর্ব হইতেই প্রধূমিত ঈর্ষ্যাবহি প্ৰজলিত হইয়া উঠিল । তিনি গজনীপতি সাহেবউদ্দীন ঘোরাকে সাহায্যাৰ্থ আহবান করিলেন। সুযোগ দেখিয়া ঘোরীও তাহার প্রার্থনা পূর্ণ করিলেন। দৃষদ্বতী নদীতটে ১১৯৩ খৃঃ অঙ্গে মুসলমান সৈন্তের সহিত পৃথ্বীরাজের শেষ যুদ্ধ হইল । পৃথ্বীরাজ বন্দী ও নিহত হইলেন। যুদ্ধজয় করিয়া মুসলমানগণ বিজয়োম্মত্ত হইয়া ভীমদৰ্পে ভারতবক্ষে বিচরণ করিতে লাগিল । এদিকে জয়চাঁদ আপন কৃতকার্য্যের ফল অচিরেই প্রাপ্ত হইলেন। কিছুদিন পরেই মুসলমানগণ কনোজ আক্রমণ করিল, কনোজ শক্র হস্তগত হইলে, জয়চাদ জীবনরক্ষার্থ পলায়নে প্রবৃত্ত হইলেন ; পলায়নকালে নৌকাময়

[ ৬৬২ ] छब्रडौ* रहेब्रां ऊँीशंग्र औदन-यनैौ* निकfींग इहेन । रेशबहे कूलिनष्ठा, স্বার্থপরতা এবং ৰিশ্বাসঘাতকতা হেতু তারতগৌরবরবি চিরকালের জন্ড অস্তমিত হইল । রাজপুতানার ভাটের জয়চাঁদ जन्नाक ७ऐक्र* जिथिब्रां८छ्न । কিন্তু মুসলমান ঐতিহাসিকগণের মতে জয়চাদ রূপক্ষেত্রেই বীরের কায় প্রাণত্যাগ করিয়াছিলেন। মিন্‌হাজের उदकांज्र-ऐ-नानिब्रिग्न भएक-कूऊर् डेकौम् *०० श्ििछग्नांब्र সিপাসালার ইচ্ছ উদ্দীনের সহিত বারাণসীরাজ জয়টাদকে স্বাক্ৰমণ করেন । চন্দবাল মামক স্থানে জয়চাঁদ পরাস্ত হন । কামিল উৎ-তবারিখ নামক পারসী ইতিহাসে লিখিত আছে ষে, সাহেব উদ্দীন ঘোরী যমুনাতীরে জয়চাদকে আক্রমণ করেন । তখন মালব হইতে চীন পৰ্য্যস্ত জয়চাদের অধিকার বিস্তৃত ছিল । রণক্ষেত্রে জয়ৰ্চাদের সহিত সাত শত নিষাদী ও প্রায় লক্ষাধিক সৈন্ত উপস্থিত ছিল। সেই যুদ্ধে জয়চাদ भिङ्ङ झन् । তাজউল মাসীরের মতে—কুতব উদ্দীনের হস্ত-নিক্ষিপ্ত তাঁর আসিয়া জয়চাদের চক্ষুতে বিন্ধ হয়, তিনি হাতীর হাওদা হইতে পড়িয়া যান, তাহাতেই তাহার মৃত্যু হয়। জয়চাঁদ, জয়পুরনিবাসী একজন গ্রন্থকার, ১৮৪৬ খৃঃ অধো ইনি ংস্কৃত ও হিন্দীভাষায় স্বামিকাৰ্ত্তিকেয়ামুপ্রেক্ষ নামক এক . খানি জৈন ধৰ্ম্মসম্বন্ধীয় গ্রন্থ প্রণয়ন করেন। জয়চাদ, নাগরকোট বা কাঙ্গড়ার রাজা । সম্রাট আকবরের সময়ে ইনি প্রাচুভূত হইয়াছিলেন । জয়ঢঙ্কা ( স্ত্রী ) জয়ার্থী ঢঙ্কা, মধ্যলো । বাস্তবিশেষ। জয়ধ্বনি করিবার জন্তু এই বাদ্য বাদিত হইত। জয়তীর্থ ( ক্লী ) ১ তীর্থবিশেষ । ( শিবপুরাণ ) । ২ একজন বিখ্যাত দার্শনিক। পদ্মনাণ্ড ও অক্ষোভ্যতীর্থের শিষ্য। ইহার পূৰ্ব্বনাম দুগ্ধ রঘুনাথ, সন্ন্যাসগ্রহণের পর জয়তীর্থ নামে বিখ্যাত হন । ইনি সংস্কৃত ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন । আনন্দতীর্থ রচিত প্রায় সকল গ্রন্থেরই ইনি টীকা লিখিয়াছেন। তন্মধ্যে এই , ক একখানি টীকা পাওয়া যায় । ব্ৰহ্মপুত্ৰজ্ঞান্মের তত্বপ্রকাশিকা নামে টীকা, উপাধিখওনের তত্বপ্রকাশিকবিবরণ নামে টীকা, ব্রহ্মস্থত্রব্যাখ্যানের স্তায়স্থধা নামে টীক1, অসুব্যাখ্যানাস্বয়বিবরণের পঞ্জিকা, প্রমাগলক্ষণের ভাল্পকল্পলত নামে টকা, ঈশোপনিষদভায্যের টাকা, ঋগ্বেদতায্যের টকা, কথালক্ষণের টীকা, কৰ্ম্মনির্ণয়ের টীক, তত্ববিবেকের টীকা, তত্ত্বসংখ্যানের টীক, তৰোদ্যোতের টীকা, মায়াবাদখওনের টীকা, প্রশ্নোপনিষদভায্যের টীক, প্রপঞ্চমিথ্যাম্বা