পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्रश्रीलम् ( रश्नीम् ) মুস্থির হইলে বেঙ্গলও মুস্থির হক্টক্স। কার্য্য করিয়াছিল । এই সময়ে থিয়েটারের একটা যুগ-পরিবর্তন । তাল নাটকের অ ভাব হওয়ায় থিয়েটারের অধ্যক্ষের। নাটক লিখিতে আরম্ভ । করেন। ন্যাশানালে গিরীশ বাবুকে ও বেঙ্গলে বিহারী বাবুকে কলম ধরিতে হয় । উভয়েরই প্রথম নাটক রাবণ বধ । সময় হইতে অভিনেতৃগণের মধ্যে সাহিত্য প্রবেশ করে। বেঙ্গল থিয়েটারে যতই পরিবর্তন হউক, বিহার বাবুর কর্তৃত্ব বরাবর অব্যাহত ছিল বলিয়া বেঙ্গল বিশেষ কোন বিশৃঙ্খলায় পড়ে নাই। শেষে ১৩০৮ সালে বিহার বাবুর মৃত্যু ঘটিলে বেঙ্গল থিয়েটার লুপ্ত হইয়। গিয়াছে। মধ্যে যুবরাজ আলবার্ট ভিক্টর যখন কলিকাতায় মাসেন, সেই সময়ে তাহীর অভ্যর্থনা উৎসবে বেঙ্গল থিয়েটারের অভিনয় হয়, তদবধি বেঙ্গল থিয়েটার *রয়েল” এই বিশেষণবিশিষ্ট হুইবার অধিকার পাইয়াছিলেন । ধবংসকাল পর্য্যস্ত বেঙ্গলের এই নাম ছিল । জুবিলীর বৎসরে বাবু গোপাললাল:পীগ নাট্যশালাস্থাপনের ইচ্ছা প্রকাশ করিলে খ্ৰীযুক্ত অতুলচন্দ্র মিত্র ও শ্ৰীযুক্ত অৰ্দ্ধেন্দু শেখর মুস্তফীর যত্নে দল গঠত হয় ! অতুল বাবুর “ভালোর শরশধার” আখড়াই বসে। অবশেষে বাড়নষ্ট্রীটের ষ্টার থিয়েটারের বাট এবং জমি ক্রীত হইলে, কেদারনাথ চৌধুৰী ! ই স্থার অধ্যক্ষ হন এবং তাছার রচিত “পা গুব-নিৰ্ব্বাসন” অভিনীত হয় । থিয়েটারের এই অার এক যুগ । গিরীশ বাবু ও অমৃত বাবু ব্যতীত আর সমস্ত পুরাতন অস্টিনেতাকে অৰ্দ্ধেন্দু বাবু এই সম্প্রদায়ভুক্ত করিয়৷ ছিলেন । এই থিয়েটারের ব্যয়ভূষণ যেমন হঠয়ছিল, অভিনয় ও সেইরূপ হইয়াছিল । দোষে সমস্ত নষ্ট হইয়া গেল । ছয় সপ্তাহ পরেই কেদার বাবুকে ত্যাগ করিয়া গিরীশ বাবুর تکیه ७हे | [ ১৯৭ } কিন্তু গোপাল বাবুব বুদ্ধি । চক্রান্তে পড়িয়া গোপাল বাৰু ! হস্তে অধ্যক্ষত সমর্পণ করিলেন। গিরীশ বাবু আসিয়াই ; কেদার বাবুর পুস্তক বন্ধ করিয়া নিজ রচিত “পূর্ণচন্দ্র” : অভিনয় করাইলেন । ঘটিতে কালে এমাৱলম্ভ থিয়েটার ধ্বংস হইল । শেষে গ্রেট পরে ক্রমশঃ নানা বিশৃঙ্খলা ঘটতে | দ্যাশানালের স্তায় ইহাও ভাড়া দে ওয়৷ ইহঁতে লাগিব । প্রথমে হীরভূষণ ভট্টাচাৰ্য্য, মতিলাল মুর, বঙ্গনাথ দাস, ও মহেন্দ্রলাল বম ভাড়া লন, তাহার পর মহেন্দ্রলাল বস্থ ও অতুলকৃষ্ণ মিত্র, তাছার পর মহেন্দ্রলাল বসু এক, তাহার পর অৰ্দ্ধেন্দু বাবু, অতুলকৃষ্ণ মিত্র,মতিলাল মুর ও নিমাইচরণ বম, তাহার পর বেনারসী দাস ভাড়া লইয়াছিলেন। এক্ষণে অমরেন্দ্রনাথ দত্ত এই নাট্যশাল ভাড়। লইয়। ক্ল্যাসিক-থিয়েটার নামে এক সম্প্রদায় গঠনপুৰ্ব্বক যোগ্যতার সহিত অভিনয় চালাইতেছেন। XᎳᏗ রঙ্গালয় ( বঙ্গীয় ) - ● - এমরিল্ড, থিয়েটারের পতন হইলে গিরীশ বাবুর যত্নে প্রসন্নকুমার ঠাকুরের দৌহিত্র শ্ৰীনাগেন্দ্রভূষণ মুখোপাধ্যায় স্থাশানাল থিয়েটারের জমিতে ১৮৯০ খৃষ্টাব্দে মিনার্ভ থিয়েটার নামে নূতন নাট্যশাল স্থাপন করেন । গিরীশ বাবুর ম্যাকবেথ ও“মুকুলমুজরা”এখানকার প্রথম অভিনীত পুস্তক । অদ্ধেন্দুবাবু এথানকার নাট্যশিক্ষক ছিলেন। শ্ৰীদেৰ কণ্ঠ বাগচী এখানে সঙ্গীতাধ্যাপক হন। মিনার্ভ থিয়েটারের ধ্বংস ৩ বৎসরের মধ্যে ঘটে। এই সময়ে গিরীশবাবু কিছুদিন ষ্টারে, কিছু দিম মিনার্ভায়, এইরূপে কাটাহঁতেন। এক্ষণে শ্ৰীযুক্ত মনোমোহন পাড়ে মিনার্ড থিয়েটার চালাষ্টতেছেন। মূল অধিকার নাগেন্স বাবুর ছাত হইতে এই সম্পত্তি অনেক দিন বিক্রীত হইয়া গিয়াছে । যথন এমার্লড ধ্বংস হয়, সেই সময়ে কবি ৮ রাজকৃষ্ণ রায় মেছুয়াবাজার ষ্ট্রীটে বীণা-রঙ্গ তুমি নামে নাট্যশালা স্থাপন BBB BBB BBBB BB BBB BB BB BBBS ৰাবসা করিতে প্রবৃন্ত হন । তিনি সফলকাম হন নাই । শেষে চারি পয়সা করিয়া টিকিট বেচিয়াও সুবিধা করিতে পারেন নাই। পরে স্ত্রী অভিনেত্রী ও লওয়া হয়। কিছুতেই বীণা দাড়াইল না। রাজকৃষ্ণু বাবু ঋণগ্ৰস্ত হইয়া বেচিয়া ফেলিলেন । সেখানে শ্ৰীনীলমাধব চক্রবর্তী ( হাশানাল থিয়েটারের অভিনেত। ) সিটিথিয়েটার স্থাপন করেন । ওtহt 3 অল্প দিন চলিয়াছিল । অবশেষে এক্ষণে এখানে এক দল পারদী নাট সম্প্রদায় উর্দুতে অভিনয় করিতেছেন। এখন বাঙ্গালার সকল জেলায় সখের রঙ্গমঞ্চ দৃষ্ট হয় । সৰ্ব্বন্ধই থিয়েটারের আদর। বাঙ্গালীর নাট্যশালার সংক্ষিপ্ত ইতিহাস এই পর্য্যন্ত । এই সকল নাট্যশাল দ্বারা বাঙ্গাল নাট্যসাহিত্য পরিপুষ্ট হইয়াছে বটে, কিন্তু আজি ও নাট্যকলার বিশেষ উন্নতি হয় नाई । गभग्न 8 दिम८प्रtf5ङ ८द* छूयाग्न *ाद्रि°ाप्ले) श्ग्र नाह, ইংরাজীতে যাহাকে মেক্‌ আপ, ( make up ) বলে, তাহার কিছুই নাই । দৃগুপটাদির উন্নতি হইয়াছে বটে, কিন্তু এখন ও তfহার মধ্যে মসঙ্গতি আসে নাই। প্রাকৃতিক পলিবৰ্ত্তন দেখাষ্টতে, দৃশু যোজনার কৌশল সম্পাদন করিতে, দৃষ্টিবিভ্রম ও বিস্ময় উৎপাদনের জষ্ঠ নানারূপ যন্ত্রপাচাৰ্য্য ও বৈজ্ঞানিক ব্যাপারের অঙ্গুষ্ঠান হইতেছে বটে, কিন্তু ইংলণ্ডের নাট্যশালার তুলনায় সে সকল বিষয়ে বাঙ্গালার নাট্যশালা বহু পশ্চাৎপদ রহিয়াছে। সৰ্ব্বাপেক্ষ ক্রটি লক্ষিত হয় অভিনয়কলায়। এখন বাঙ্গাল নাট্যশালায় দুইট রীতিতে অভিনয় হইয়৷ থাকে। একটকে গিরীশ বাবুর স্কুল অৰ্থাৎ রীতি ও