পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দরিদ্রনারায়ণের মোহভঙ্গ সাধন,--যার মধ্যে কোনো দেবতার নাম বা চিন্তা না করলেও, বিনানিমন্ত্রণে সব দেবতারা এসে রমণ করেন । এইভাবে USSR মহা-সমীকরণ যজ্ঞ ফেদেছেন। তাই দেখে পৃথিবীর যত রাজা-রাজড়ার মেজাজ যে রকম fখচ ড়েছে, এর নাম *রাজস্বয় যজ্ঞ” দিলেও চলে। আকাশ বাতাস মাটি জল রোদ বৃষ্টিকে নানা প্রাণীকে, তার উপর নিজের মনকেও, মামুষের মতো মামুষের জীবনধারণের উপযোগী করে আনা, এই হল এ যজ্ঞের এক এক অঙ্গ । অঙ্গগুলি ক্রমশ ভালোয় ভালোয় উতরে গিয়ে যজ্ঞ পূর্ণ হলে তখন পৃথিবীমাতার বিশ্ব-মানব-ধারিণী নাম সাজবে। যজ্ঞ ব্যাপার চলছে কেমন, তা বিচার করতে হলে কোন কোন কথা বুঝতে হবে, মনে রাখতে হবে, সে সব কথা পালায় পালায় ক্রমশ বলা যাবে । Q8