পাতা:বেণু ও বীণা.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆகளு যুগ যুগ ধরি তামসীর মাঝে— নিস্ফল অণখি মেলিয়াছিল যে,— নিশা শেষে দিশা লভিল, সে আজ লভি” নব আশ্বাস । নাহি ভয় আর নাহি শোক চিতে, নিদ্রার শেষে নব শক্তিতে— মানবের হাটে ছুটেছে বাঙালী ধরি’ নব অভিলাষ । কে রোধিতে পারে পথ আজি তার ? কে বাধিতে পারে নিঝ র-ধার ? ক্ষুদ্র বামন চরণ ছায়ার ত্ৰিলোক করিবে গ্রাস । 球 곳 ォー 来 বাজা ও শঙ্খ, বাজা ও বিষাণ, মুক্ত গগনে উড়াও নিশান, (আজি) কিরণে, তপনে, পবনে জীবনে, অভিনব উল্লাস ! ԳՀ