পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २० ।। এখনও যথেষ্ট প্রমাণ সংগ্ৰহ করিতে পারে নাই, যদ্বারা ইহা সিদ্ধান্ত করিতে পারে, কোন সময়ে মানবাদি উৎকৃষ্ট জন্তু গুলি যৌননিৰ্ব্বাচনের বশবৰ্ত্তী হইয়া বিভিন্ন জননেন্দ্রিয়বিশিষ্ট পুংজাতি ও স্ত্রীজাতিতে বিভক্ত এবং সেই সঙ্গে জগতে আধুনিক সন্তানোৎপত্তিপ্রথা প্রতিষ্ঠিত । স্ত্রীপুরুষের জননেন্দ্রিয়ের পার্থক্য পর্য্যালোচনা করিলে, আমাদের স্পষ্ট প্রতীয়মান হয়, যে অল্পদিন হইতে চলিল, জগতে স্ত্রীপুরুষের প্রভেদ হইয়াছে। দেখ, পুরুষজাতির অণ্ডকোষের সন্মুখভাগে যে সীবন দেখা যায়, তাহাই স্ত্রীজাতিতে লিপ্ত না হওয়ায় অপত্যেtৎপাদনের দ্বারদেশ হয়। স্ত্রীজাতির অগুকোষ ( owary ) বস্তিদেশের অভ্যস্তরে স্থিত ; কিন্তু পুরুষজাতিতে উহ ( testicle ) বহির্ভাগে স্থিত। স্ত্রীলোকের গুহাদেশের নাসিকারূপ ক্লাইটরিসট (clittoris) বৰ্দ্ধিত হইয়া পুরুষজাতির জননেন্দ্রিয় প্রস্তুত করে | স্ত্রীজাতির মূত্রনিঃসরণদ্বার ঐ ক্লাইটরিসের ঠিক নিম্নদেশে অবস্থিত ; কিন্তু পুরুষজাতিতে উহা জননেন্দ্রিয়ের মস্তকে স্থিত এবং মূত্রনালীটী জননেন্দ্রিয়ের মধ্য দিয়া যাওয়াতে উহার নিম্নদেশে সীবন পড়ে। শরীরের অন্য কোন স্থলে প্রকৃতিদত্ত সীবন দেখা যায় না। ইহাতে বোধ হয়, যতকাল মানব জগতে আবিভূতি, উহার শেষভাগে তিনি স্ত্রীপুরুষে বিভক্ত। আরও দেখা যায়, সন্তান বৰ্দ্ধিত হইবার জন্য স্ত্রীজাতিতে যে জরায়ু আছে, তাহ পুরুষঙ্গতিতে এখন অতি অফ ট্রভাবে বৰ্ত্তমান। ইহাতেও আমাদের স্থিরসিদ্ধান্ত করা উচিত, যে মানব এক সময়ে উভলিঙ্গ ছিলেন এবং পৃথিবীতে র্তাহার আবির্ভাবের অনেক পরে তিনি স্ত্রীপুরুষে বিভক্ত হন। বোধ হয়, চারি পাচ লক্ষ বৎসর হইল, এরূপ বিভাগ হইয়াছে { জীবজগৎ অনুশীলন করিতে করিতে আরও বুঝিতে পারা যায়, মেরুদণ্ডীয় জীবদিগের মধ্যে অধিকাংশ মৎস্যজাতি উভলিঙ্গ এবং যে সরস্বপজাতি মৎস্তজাতির ক্রমবিবর্তনে উদ্ভূত, তাহাদের ভিতর স্ত্রী ও পুরুষ বিভিন্ন। যাহা হউক, এককালে জীবজগতের উৎকৃষ্ট জীবগুলি ষে উভলিঙ্গ ছিল, তদ্বিষয়ে কোনরূপ সন্দেহ নাই । শ্ৰীমদ্ভাগপতে মুদ্র্যম রাজার উপাখ্যান পাঠ করিতে করিতে অনেকে হাস্তসম্বরণ করেন না । সুস্থ্যুম্ন রাজা চলাবৃতবর্ষে মৃগয়া করিতে গিয়া স্ত্রীত্ব