পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১ ২ ৩ ] জনা হস্তীদিগের শারীরিক ও মানসিক প্রকৃতি স্বত: কথঞ্চিৎ পরিবর্তিত হয়। তৎপরে যদি সেই দেশ মহাসমুদ্রে পরিণত হয়, হস্তীগুলিও কালক্রমে পরিবৰ্ত্তনের পর পরিবর্তন সহ্য করিতে করিতে জলহস্তীতে পরিণত হয় । এস্থলে পকৃতি স্বয়ং পছন্দ করিয়া উহাদের অবস্থোপযোগী পরিবর্তন ঘটাইয়া দেয় । যে প্রক্রিয় বলে এইরূপ পরিবর্তন ঘটে, তাহার নাম প্রাকৃতিক নিৰ্ব্বাচন । সেইরূপ লিঙ্গভেদ বশতঃ জীবদেহে যে সকল অনাটন উপস্থিত হয়, তাহা ও স্বত: পূর্ণ হয়। এস্থলে অনাটন পূরণ যৌননিৰ্ব্বাচনে ঘটে। পুরুষ জাতীয় কোকিলের কলকণ্ঠ স্ত্ৰীজাতীয় কোকিলের মনমুগ্ধ করিবার জন্যই স্ফরিত। ময়ূবগণ ময়ূরীগণকে মোহিত করিবার জন্যই নৃত্য করিতে দক্ষ এবং উহাদের পুছদেশ এত অলঙ্ক ত এই দুই স্থলে লিঙ্গভেদ বশ তঃ ঐরূপ পরিবর্তন দেখা যায় বলিয়া উহ। যৌননিৰ্ব্বাচনে সম্পাদিত বলা উচিত। সকল দেশের স্ত্রী জাতির কোমলতা, শ্মশ্রদেশে কেশরাহিত্য প্রভৃতি স্ত্রীজাতিসুলভ જીનું જીનિ যৌননির্বাচনে স্ফরিত। ডারউইন প্রমুখ পণ্ডিতগণ প্রাকৃতিক নিৰ্ব্বাচনকে জীবজগতে সৰ্ব্ব কর্তৃত্বপদে ও সৰ্ব্বনিয়ন্থত্বপদে আরূঢ় করেন। তাহারা ঈশ্বর মানুন, বা না মানুন, র্তাহীরা বলেন, প্রাকৃতিক.নিৰ্ব্বাচনই জীবজগতে ভিন্ন ভিন্ন প্রাণিজাতির স্বষ্টিকৰ্ত্ত। সন্ত্য বটে, তাহারা বলিতে পারেন না, কি প্রকারে অজৈবনিক পদার্থ সৰ্ব্ব প্রথমে জৈবনিক পদার্থে বিশেষিত হয় ; কিন্তু তাহদের মতে পৃথিবীস্থ যাবতীয় জীবজন্তু একখণ্ড প্লটোপ্ল্যাসমের ক্রমবিবৰ্ত্তনে কোটী কোট বৎসর ব্যাপিয় পরিবর্তন দ্বারা ক্রমোন্নত হইয়া আধুনিক শ্রেণিগত প্রভেদ ও উন্নত অবস্থা প্রাপ্ত হয়। প্রাকৃতিক নিৰ্ব্বাঢ়নই জীবজগতের ক্রমবিবৰ্ত্তনের মুলাধার। மு &isofoo fażātūn ( Natural Selection ) 8 cółaftāfēn (Sexual Selection ) এই দুইটী শ্রুতিমনোর সুবৃহৎ শব্দ । এখন জিজ্ঞাস্য, বস্তুত: ইহার কি মহাশক্তি ? ইহারাই কি অসংখ্য জীবজাতি স্বজন করে ? পুরাকালে নাস্তিকগণ যেমন এক প্রকৃতির দোহাই দিয়া ঈশ্বর মানিতেন না, আজকাল ইউরোপীয় পণ্ডিতগণ ও ঐ দুই মহাশব্দের দোহাই দিয়া ঈশ্বর মানেন না । সকলেই ত জানেন, প্রকৃতি স্বয়ং অন্ধ ও চিৎশক্তিরহিত। একটা অন্ধ শক্তির