পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩• ] পণ্ডিতবর মোক্ষমূলার সাহেবও খেদের তথ-কথিত জড়োপাসনার মধ্যে অত্যুন্নত একেশ্বরবাদের পূর্ণ নিদর্শন পান ; সে জন্ত তিনিও বিজ্ঞাননির্দিষ্ট ধৰ্ম্মের ক্রমোল্পতি মতটা খণ্ডন করেন। পাশ্চাত্য ধৰ্ম্মবিজ্ঞাননির্দিষ্ট ধৰ্ম্মের ক্রমোন্নতিতে আমাদের বুঝা উচিত যে, এই কলিযুগে জগতে মানবের বুদ্ধিবিকাশের সঙ্গে কি প্রকারে ধৰ্ম্মবিষয়ক মতামতের ক্রমোন্নতি সাধন হয় ; আর হিন্দুশাস্ত্রের কথা প্রমাণ সংসারে প্রকৃত ধৰ্ম্মভাব যে ক্রমশঃ হীন ও অবনত, তদ্বিষয়েও আমাদের কোনরূপ সন্দেহ করা উচিত নয় । ইহা শাস্ত্রের অমোঘ সত্য যে, কলিযুগ বৰ্দ্ধলের সঙ্গে প্রকৃত ধৰ্ম্মভাব সংসারে ক্রমশঃ লুপ্ত হইতেছে।