পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

த் ( టని ) .ইহার ক্ষণস্থায়ী জীবন চালনা করে। পরমাণু হইতে সুবিশাল স্বৰ্য্য পর্যাক্স, কীটালু হইতে বৃহদাকার তিমি পর্যান্ত এই সাৰ্ব্বজনিক-সামঞ্জস্যপূর্ণ জগতের কোন পদার্থ উদ্দেশ্যবিহীন নহে ; সকলেই কোন না কোন স্বনিদিষ্ট কেন্দের চতুর্দিকে ভ্ৰাম্যমান আছে। মানবজীবনের উদ্দেশা । মানল কি জন্ত এ সংসাবে আইসেন, তাহার জীবনের প্রধান উদেখা কি, . কোন মহংকার্য্য সম্পাদনের জন্য তিনি জন্মগ্রহণ করেন, এ বিষয়ট সম্যক অবধারণ করা সকলের একান্ত কৰ্ত্তব্য । জগৎ অসংখ্য জাতীয় জীবজন্তু ও উদ্ভিজ্জে পরিপূর্ণ ; প্রত্যেকেরই কোন না কোন মহৎ উদ্দেশ্য আছে। সকলেই প্রকৃতির মহৎ উদ্বেগু সাধন করে এবং সেই উদ্বেগু সাধনের জন্য সকলেই প্রকৃতি কর্তৃক তদনুরূপ অবস্থায় স্থাপিত হয়। সকলেই নিজ নিজ অবস্থায় জীবন যাপন করে এবং ইহাতেই প্রকৃতির মহৎ উদ্দেশু সিদ্ধ হয়। কোট কোটা প্রবালকীট সমুদ্রগর্ভে একস্থলে একত্রিত হয়। উহারা জীবন যাপন করে ও মৃত্যুমুখে পতিত হয় ; কিন্তু উহাদের কঙ্কালরাশি একত্রিত হওয়ায় বহকাল পরে সুবিশাল প্রবালদ্বীপ নিৰ্ম্মিত হয় এবং উহা কালক্রমে মনুষ্যাদি উৎকৃষ্ট জীবের বাসভূমি হয়। প্রবালদ্বীপ নিৰ্ম্মাণ প্রবালকীটের যে মহৎ কাৰ্য্য, তাছা উহার অবগত নয়। গৃধ্ৰুকুল পুতিগন্ধযুক্ত গলিতমাংস ভক্ষণে একান্ত আসক্ত ; ঐন্ধপ মাংস উহাদের মিষ্ট্রান্ন বিশেষ। কত আগ্রহ ও কত তৃপ্তির সহিত উহারা গলিত-শব-মাংস ভক্ষণ করে । জগতে আসিয়া উহার প্রকৃতির যে কি মহৎ কার্য্য সম্প্রণাদন করে, তাহাও উহার অবগত নয়। উহার জগতে মৃতদেহ-জনিত পূতিগন্ধ দূৰ্ণ করে। সেইরূপ জগতের প্রত্যেক জীবের ও প্রত্যেক বস্তুর কোন না কোন মহৎ উদেখ আছে, তাহ নির্ণয় করা অনেক সময়ে দুঃসাধ্য। এখন জিজ্ঞাস্ত, যে মানব বুদ্ধিশক্তিতে বিভূষিত হইয়া জ্ঞানবলে ও বিদ্যাবলে সমগ্র জগতের অধীশ্বর, র্যাহার সুখভোগের জন্ত এই মন্দনকাননতুল্য পৃথিবী পরিকল্পিত, ধিমি স্বজীবনে অনুক্ষণ নানাকৰ্ম্মে ব্যাপৃত, তিনিই কি