পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( »ње ) এখন এই সকল কৰ্ত্তব্যকৰ্ম্ম সম্পাদনে একমাত্র ধৰ্ম্মই র্তাহার প্রধান সহায়। ধর্শ্বের উপদেশমতে চলিলেই, তিনি নিজ জীবনের উদ্বেগু ভালরূপ সাধন করেন । এ সকল বিষয়ে ধৰ্ম্মশাস্ত্র যাহা উপদেশ দেয়, তাহাই পালন করিলে তিনি প্রকৃত শ্রেয়োলাভ করেন। ইহাতেই তাহার প্রকৃত শাস্তি, ইহাতেই র্তাহার প্রকৃভ মুখ । তদ্ভিন্ন তিনি যে পথে গমন করেন, সেই পথই তাহার নিকট কণ্টকাকীর্ণ ও ক্লেশদায়ক। যদি তিনি ধর্মের উপদেশ অগ্রাহ করতঃ কেৰল আধিভৌতিক উন্নতিসাধনের জন্ত তৎপর হন, তিনি অন্তীয় উপায়ে অর্থেপাৰ্জন করিতে, নিজভ্রাতৃতুল্য মানবের বক্ষঃদেশে পদার্পণ পূৰ্ব্বক তদীর শ্বাশ্রদেশ উৎপাটন করিতে কোনমতে সঙ্কুচিত হন না। কিন্তু ইহাতে তিনি আত্মনাশের পথ প্রস্তুত করেন ; অধৰ্ম্মের পথ অবলম্বন করিলেই তাঁহাকে পড়িতে হয়। যে জাতি বা যে ব্যক্তি যতই কেন প্রবল প্রতাপান্বিত হউক ন, অধৰ্ম্মের পথ অবলম্বন করিলেই, উহার পতন সন্নিকট। অতএব সংসারে পাপপথ পরিত্যাগপূর্বক সদা ধৰ্ম্মপথে বিচরণ কর ও ধৰ্ম্মানুষ্ঠান কর। দিবরাত্ৰ হরিনাম কীৰ্ত্তন কর। শয়নে, স্বপনে ও জাগরণে হরিনাম স্মরণ করতঃ সংসারের যাবতীয় কৰ্ম্ম সম্পাদন কর, তুমি চিরদিন ধৰ্ম্মপথের পথিক হইবে এবং নিজ জীবনের মহৎ উদ্দেশু সাধন করিবে। আধিভৌতিক উন্নতির পথে নানা বিঘ্ন ও নানা প্রত্যবায় আছে। যিনি যতই কেন স্বোদ্যম ও স্বাবলম্বন দ্বারা নিজ অবস্থার শ্ৰীবৃদ্ধিসাধন করিতে চেষ্টা পান না, ইহা তাহার স্বায়ত্ত নহে ; ইহা তাহার অদৃষ্টসাপেক্ষ বা কৰ্ম্মফলসাপেক্ষ। সংলtরের ঘটনাশ্রেীতে তিনি যেরূপে বাহমান হন, তাহার ভাগালিপিও ভদজুলারে পরিবর্তিত হয়। কিন্তু আঁধ্যাত্মিক উন্নতি প্রত্যেক মানবের সম্পূর্ণরূপ স্বায়ত্ত । তিনি যে পরিমাণে শাস্ত্রাদেশ পালন করতঃ ধৰ্ম্মানুষ্ঠান করেন ও আত্মপ্রসাদ লাভ করেন, তিনি ততই আধ্যাত্মিক উন্নতিসাধন করেন-ওধৰ্ম্মপথে অগ্রসর হন। অতএব সংসারে ধনবান হও বা নিধন হও, श्रभाभाऊँ হও বা নগণ্য হও, সদা ধৰ্ম্মাচরণে তৎপর হও, সদা ঈশ্বরাদেশ বা শাস্ত্রদেশ পালন কর, ইহুতেই তোমার দুর্লভ মানবজীবনের প্রধান উদ্দেশু সাধন হইৰে। জুরস্কৃষ্ট বশতঃ তুমি সংসারে যতই নির্ধন হও না কেন, ধৰ্ম্মাচরণে তোমার ততই শাস্তিলাভ ও ততই সন্তোষলাভ হইবে। তুমি সংসারের বিবিধ