পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। صلصدمات تنتهي يحميصعصعص সুখদুঃখের বিচার। এ ভবসংসার কেৰল সুখদুঃখে পরিপূর্ণ। চক্ৰৰক্তী অধীশ্বর হইতে কৌপিনধারী পথের ভিখারী পর্য্যন্ত সকলের জীবন সুখদুঃথে জড়িত । প্রত্যেক মানব ইহজীবনের কোন না কোন সময়ে সুখার্ণবে ভাসমান হন, ৰ৷ কোন না কোন সময়ে দুঃখীর্ণবে নিমগ্ন হন । এ সংসারে কেহ রাজসিংহাসনে উপবেশন পূর্বক লক্ষ লক্ষ লোকবর্গকে নিজ পদমূলে রাখিয়া মুখের পর সুখ ভোগ করেন ; কেহ বা মুষ্টিমেয় ভিক্ষায় শরীরযাত্রা পালন পূৰ্ব্বক দুরন্ত শীতকালে চীরবসনাবৃত হইয়া কষ্টের পর কষ্ট বহন করেন। কেহ স্বরম্য হৰ্ম্ম্যে অধুসিত হইয়া বিবিধ স্বস্বাদ খাদ্যে উদর পূরণ করতঃ দুগ্ধফেননিভ শয্যায় শয়নপূর্বক প শস্খে কালাতিপাত করেন ; কেহ বা পর্ণকুঠাবে অবস্থিতিপূর্বক শাকারে দগ্ধোদর পূরণকরতঃ স্থগুিলশাস্ত্রী হইয়া, কেবল কষ্ট্রের দিন গণনা করেন। কেহ পুত্ৰকলএশোকে জীবন্মুক্ত হইয়া অগাধ ঐশ্বণ্যের মধ্যে দীর্ঘ নিশ্বাস ত্যাগ করতঃ মানবজীবন অসাব ভাৰেন ; কেহ বা যৎসামান্ত কুঠারে অবস্থিতি পূৰ্ব্বক স্ত্রীপুত্রের সহtশুবদনে পরিবেষ্টিত হইয় আপনাকে কৃতকৃতাৰ্থ জ্ঞান, করেন। কেহ অশেষ রোগ যন্ত্রণায় অস্থির হইয়া অতুল সম্পত্তির ভিতর আপনাকে হতভাগ্য মনে করেন ; কেহ বা স্বাস্থ্যসুখে সুখী হইয়া ও সোচ্ছাদনের অশেষ কষ্টসত্ত্বেও আপনাকে পরম সৌভাগ্যশালী জ্ঞান করেন। কেহ ক্রোড়পতি হইয়া পুত্ররত্বে বঞ্চিত হও:রায় স্বজীবনকে বিড়ম্বনামাত্র ভাবেন ; কেহ বা কপদকশূন্ত হইয়। নবকুমারের মুখারিদর্শনে অতুল আনন্দনীরে অভিষিক্ত হন। কেহ কারাগারে শৃঙ্খলাবদ্ধ হইয গলদশ্রলোচনে কপোলদেশে হস্তাপণ পূৰ্ব্বৰ দুঃখের দিন হুঃখেই অবসান করেন ; কেহ বা মহানগরীর মহাবষ্মে বিমানারোহণে সগৰ্ব্বে । মেদিনীমণ্ডল কম্পায়মানপুৰ্ব্বক বিস্ফারিত হৃদয়ে গমন করেন।