পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२e ] পালিত হইলে, সে শিক্ষার শতাংশের একাংশ হয় না। ধিনি জীবনে যত স্থঃখ পান, তাহার আত্মার তত অধিক শিক্ষালাভ ও উন্নতিলাভ হয় । সকলেই সুখে জীবন অতিবাহিত করিতে অভিলাষী বটে, কিন্তু আমাদের পরম মঙ্গলের জন্তই করুণাময় পরমেশ্বর আমাদিগকে নানারূপ কষ্ট ও যন্ত্রণ দেন । বিপদে পতিত হইয়া বা রোগশোকে জর্জরিত হইয়া, যখন আমরা, কোথায় মা দুর্গে দুৰ্গতিনাশিনি ! বলিয়া প্রাণভরে ডাকি, তখনই মা তুর্গার অপত্যস্নেহ আমাদের জন্ত উথলিয়া পড়ে এবং আমাদের আত্মাও সেই প্রেমপীযুষ পান করিতে করিতে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হয়। সংসারের এত জাল ও যন্ত্রণা, এত রোগ ও শোক, এত বিপদ ও আপদ, কেবল অামাদের আত্মার অনন্ত মঙ্গলের জন্য বিহিত হইয়াছে। রাজাধিরাজ, রাজা ও পথের কাঙ্গাল, সকলের উপর সমান বিপদআপদ ও রোগশোক পতিত। রাজা বল, উজির বল, তোমার আমার কাছে তাহার রাজা ও উজির ; কিন্তু তাহারাও রোগশয্যায় শায়িত হইলে যন্ত্রণায় অস্থির হন এবং শত চিকিৎসকের মধ্যেও তাহারা যন্ত্রণায় এপাণু ওপাশ করেন। যে স্থলে জনসাধারণ ধৈর্য্যগুণে রোগের যন্ত্রণ। অমানবদনে সহ করে, সে স্থলে রাজা ও উজির নিজ যন্ত্রণ কিছুমাত্র সহ না করায় তাহার তত অধিক কষ্ট পান। যাঙ্গ হউক সংসারের জাল ও যন্ত্রণ জীবাত্মার কৰ্ম্মফলভোগের জন্ত বটে, কিন্তু সেই সঙ্গে ইস্কার অশেষ মঙ্গলের জন্তই বিহিত হইয়াছে । এখন যে কৰ্ম্মফল দ্বারা অধ্যাত্মবিজ্ঞান মানবের যাবতীয় সুখদুঃখ বিচার করে, উহার প্রকৃত অর্থ কি ? ! এস্থলে নিজ নিজ কোমর বন্ধন কর এবং কৰ্ম্মফল শব্দের স্বৰ্গীয় অর্থ হৃদয়ঙ্গম করিতে যথাসাধ্য সচেষ্ট হও । অনেকে মনে করেন, ইহার অর্থ অতি সহজ ; যিনি যেমন কৰ্ম্ম করেন, তিনি তদনুরূপ ফল প্রাপ্ত হন, ইহাই কৰ্ম্মফলের প্রকৃত অর্থ । সত্য বটে, আপাতদর্শনে ইহার অর্থ এইরূপ, কিন্তু ইহার অর্থ অতীব গভীর ও গৃঢ়। কৰ্ম্মেঞ্জিয় चांद्रां यांश किडू করা যায় এবং মন দ্বারা योश्। किङ्क डोबा गाग्न, उद्मोब्र! श्ञজগতে, প্রকৃতিজগতে ও সমাজজগতে , কতকগুলি পরিবর্তন সংঘটিত হয় । এখন ঐ সকল পরিবর্তন উপরোক্ত ক্রিয়ার অপরিহার্য প্রতিক্রিয়া বা পরিণামৰশতঃ ক্রমশঃ বা কালক্রমে স্বতঃ প্রশমিত হয় । কোন ক্রিয়া দ্বারা প্রকৃতির ఇపె