পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२१ ] મ નરિક ફકેત, তাহার ফল ও লক্ষ বৎসব পবে জগতে অনুভূত হইবে । এই কৰ্ম্মফল দ্বারাই স্থল ও স্বগ্ন যাবতীয় জগং একস্থত্রে নিবদ্ধ আছে এবং স বির সাৰ্ব্বজনিক সামঞ্জস্য স্থাপিত হইয়াছে । - কৰ্ম্মদেবী পক্ষপাতশূন্ত হইয়া সকলের কৰ্ম্মফল বা সুখদুঃখ বিতরণ করেন। তিনি স্বহস্তে তুলাদণ্ড লইয়। পাপের দণ্ড ও পুণ্যের পুরস্কার প্রদান করেন। ইহলোক বল, পরলোক বল, দৃশ্যমান এই স্থলজগৎ বল, অদৃশু স্বল্পজগং বল, যে স্থলে যে কৰ্ম্মেব যে ফল ঘটলে, জগতের সামঞ্জস্য স্থাপিত হয়, তিনি স্বহস্তে তাহাই সেই স্থলে বিধান করেন। র্তাহার দয়া নাই, মমতা নাই ; তিনি সদা কঠোর ও ঘেrব ন্যায়বান । কি পথের ভিখারী, কি রাজাধিরাজ, সকলের প্রতি তাহাব সমান দৃষ্টি। কি কটালুকীট, কি দেবাদিদেব, সকলের প্রতি টাঙ্গার সমান দৃষ্টি । এমন না হইলে, কি এমন বিশ্বজনীন সামঞ্জস্য সৰ্ব্ব ত্র সমভাবে স্থাপিত হইতে পারে ? 喙 যে সকল আধ্যাত্মিক, প্রাকৃতি ক ও সামাজিক নিয়ম দ্বারা সংসারের যাবতীয় কৰ্ম্ম নিজ নিজ পরিণাম প্রাপ্ত হয়, তাহ নির্ণয় করা যায় না।" আবার কোন কৰ্ম্ম কোন সময়ে ফলোলুপ্ত হয়, তাহাও বলা যায় না। তন্মধ্যে কতকগুলি কৰ্ম্ম ইহজন্মে, অপর কতকগুলি কৰ্ম্ম পরজন্মে ফলোৎপাদন করে। কতক গুলি কৰ্ম্ম তোমার জীবদ্দশায়, অপর কতকগুলি কৰ্ম্ম তোমার সন্তfতবর্গের সময় ফলোৎপাদন করে । তুমি যেমন ইহজীবনে প্রাক্তন জন্মকৃত কন্মের ফলভোগ কর, তেমনি আবার সেই সঙ্গে छूमि ঐহিক কৰ্ম্মফল ও কথঞ্চিং ভোগ কর এবং পরজন্মে ভোগ করিবার জন্ত নানাবিধ কৰ্ম্মবীজ সংগ্রহ কর ও কালক্ষেত্রে বপন কর । যেমন কোন বৃক্ষের বীজ রোপিত ও সিঞ্চিত হইলে, প্রথমে অঙ্কুরিত ও কালক্রমে বৃক্ষে পরিণত হইয়া বিবিধ ফল পুপাদি ধারণ করে, সেইরূপ ষে কৰ্ম্মৰীজ আজ কালক্ষেত্রে রোপিত, उाशं७ কালক্রমে স্ববিশাল ও বহুবিস্তৃত শাখাবিশিষ্ট মহাবৃক্ষে পরিণত হয় এবং মুখদুঃখরূপ বিবিধ ফলফুলে শোভিত হয়। এখন কৰ্ম্মবৃক্ষ কোন সময়ে সুখদুঃখরূপ ইহার মহং ফল উৎপাদন করে, তাহ কেহ জানে না । কিন্তু যিনি যে কোন ৷ কৰ্ম্ম করুন না কেন, কোন না কোন সময়ে বা কোন না কোন জন্মে ইহার ফল ভোগ করিতে হয় ।