পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૨૨ ના ] মা ভূত্ত্ব ক্ষীয়তে কৰ্ম্ম কল্পকোটাশতৈরপি অবশ্রামেব ভোক্তব্যং কৃতং কৰ্ম্ম শুভাশুভং । *কোটী কোট কল্পে ও ফলভোগ না হইলে কৰ্ম্ম কদাচ ক্ষয় প্রাপ্ত হয় না । শুভাশুভ যাহা কিছু করা যায়, তাহার ফল অবশু ভোগ করিতে হয় ।” তন্মধ্যে যাহা অত্যুৎকট পাপপুণ্য, তাহার ফল ইহজন্মেই প্রায় ভোগ করিতে হয় । অত্যুৎকটৈঃ পুণ্যপাপৈরিহৈব ফলমশ্বতে ত্ৰিভিৰ্বর্ষৈ স্ত্রিভিমাসৈ গ্রিভিঃপক্ষৈ স্ত্রিভিদিনৈঃ । ( হিতোপদেশ ।) “অত্যুৎকট পাপপুণ্যের ফল ইহসংসারে তিন বৎসরে, তিন মাসে, তিন পক্ষে বা তিন দিনে ভোগ করিতে হয় ।” যেমন প্রাকৃতিক নিয়মের ব্যত্যয় নাই, সেইরূপ কৰ্ম্মফলের ও ব্যত্যয় নাই। প্রভেদের মধ্যে এই যে, প্রাকৃতিক নিয়মাবলি ইঙ্গজগতে, এই স্থলজগতে নিবন্ধ আছে এবং কল্পে কল্পে ইছারা পবিবর্তিত হয় ; কিন্তু কস্মিনকালে বা কোন কল্পে কৰ্ম্মফলের কিছুমাত্র পরিবর্তন নাই। ইহা স্থলজগতে যেরূপ নিবদ্ধ, रको আধ্যাত্মিকজগতেও সেইরূপ নিবদ্ধ এবং কোটা কোট জন্ম লইয়া ইহার অমুশাসন সমভালে চালিত হয় । কৰ্ম্মবিষয়ক নিয়মাবলি বিজ্ঞাননিদিষ্ট অন্ধদৈব ( Blind chance ) কর্তৃক, চালিত হয় না। ইহার স্বল্পজগতস্থ দেবগণ কর্তৃক সুচারুরূপে ও মুশৃঙ্খলতার সহিত চিরদিন পরিচালিত হয় । যদি ইহার অন্ধদৈব কর্তৃক নিয়ন্ত্রিত হইত, এমন সৰ্ব্বাঙ্গীন ও সাৰ্ব্বজনিক সামঞ্জস্ত কি কদাচ জগতে প্রতিঠিত হইতে পারিত ? লোকের কৰ্ম্মফলানুসারে স্বল্পজগতস্থ দেবগণ শরীর, সমাজ ও বাহ্যজগতের ঐহিক যাবতীয় সম্বন্ধকে পরিচালিত বা রূপান্তরিত করিয়া সকলের ভাগ্যলিপি চালান। যেমন জগতের ঐ সকল সম্বন্ধ অসংখ্য, বেঙ্গরাঞ্চ সেইরূপ উহাদের অসংখ্যরূপ সংযোগ ও বিয়োগ সম্পাদন করত। সমগ্র মানবজাতির মুখছঃখ অসংখ্যরূপে বিধান করেন। যেমন দেবতার একদিকে শরীরস্থ ও বহিজগতস্থ প্রাকৃতিক নিয়মাবলি পরিচালন পূর্বক.তোমায় বিবিধ সুখদুঃখের ভাগী করেন, সেইরূপ তাহার