পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २०¢ ] যায়ী মুখস্থঃখ ভোগ করে। এক রাজকুমার দেশৰিশেষ জয় করিয়া যেরূপ মুখী হন, এক দীনদরিদ্র-বtলক একখণ্ড বস্তু পাইয়৷ সেইরূপ স্বর্থী হয়। বাহদর্শনে উহাদের মুখের বিস্তর প্রভেদ হয় বটে ; কিন্তু উভয়ের আন্তরিক স্বখ সমান। একজন শ্বেতাঙ্গ মাসে সহস্র মুদ্র উপার্জন করিয়া যেরূপ সুখী হয়, একজন কৃষ্ণাঙ্গ মাসে শত মুদ্র। উপার্জন করিয়া সেইরূপ স্বর্থী হয় ; আবার একজন শ্রমজীবী মাসে দশ মুদ্র উপার্জন করিয়াও সেইরূপ সুখী। একজন শ্বেতাঙ্গ জরা ক্রান্ত হইয়া রোগ যন্ত্রণায় যেরূপ অস্থির, একজন কৃষ্ণাঙ্গ কঠিন পীড়ায় আক্রান্ত হইয়া যন্ত্রণায় সেইরূপ অস্থির হয় ; আবার এক জন দরিদ্র কৃষ্ণাঙ্গ দুঃসাধ্য বোগে অা ক্রান্ত হইয়া যন্ত্রণায় সেইরূপ অস্থির হয়। এইরূপে সংসারে সকলের সুপঃদুখ চিরকাল অবস্থোচিত । এ শাস্ত্রের বিরুদ্ধে আর একটা কথা সময়ে সময়ে উখিত হয়। যে গ্ৰহগণ । অচেতন জড়পি গুমাত্র, তাছাদের দ্বারা মানবের নিয়তি কি প্রকারে পরিচালিত হইতে পারে ? জড়বিজ্ঞান না হয় স প্রমাণ করে, চন্দ্রের আকর্ষণবশতঃ সমুদ্রের জোয়ার ভাট সংঘটিত হয়। তাহাতেই বা আমরা কি প্রকারে সিদ্ধান্ত করি যে, অচেতন গ্ৰহগণ মাদ্ধাদের চতুর্দিকস্থ অবস্থার নূতন যোগাযোগ আনয়ন পুৰ্ব্বক আমাদের মুখদুঃখ বিধান করে ? আরও দেখ, গ্রহগুলি পৃথিবী হইতে কত দূরদেশে অবস্থিত আছে। এত দূরদেশ হইতে কি উহারা আমাদের ভাগ্যলিপি চালায় ? এ অসম্ভব কথায় কে বিশ্বাস করে ? গ্ৰহগণ যত দূরদেশে থাকুক না কেন, যে অনন্ত বোমাকাশ সকলের নিকট বিরাট শূন্তময়, যে আকাশের গুণাগুণ পরম যোগী ব্যতীত অপর কেহ অবগত নন, সেই স্বল্প আকাশের মধ্য দিয়াই গ্ৰহগণের অধিষ্ঠাতৃ-লোকপালগণ নিজ নিজ লোকের সঞ্চারানুসারে আমাদের ভাগ্যলিপি চালান। তাহারা আমাদের স্তায় ক্ষণে রুষ্ট, ক্ষণে তুষ্ট হন না। যেমন জড়জগতে দেবাধিষ্ঠিত ভৌতিকশক্তি গুলি অপরিবর্তনশীল নিয়মাবলী দ্বারা চিরদিন সমভাবে চালিত হয়, সেইরূপ গ্ৰহাধিষ্ঠাতৃ লোকপালগণ গ্ৰহাদির সঞ্চারবশতঃ কতকগুলি অপরিবর্তনশীল নিয়মাবলি দ্বারা সকলের ভাগ্য নিয়ন্ত্রিত করেন। প্রকৃতি জগতের স্থায় প্রত্যেক মানবের জীবন কতকগুলি অপরিবর্তনশীল নিয়মাবলী দ্বারা নিয়ন্ত্রিত হয় ; তন্মধ্যে ইহা একটা সৰ্ব্বপ্রধান নিয়ম যে,