পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I to J অমঙ্গলদায়ক, তাহা সকলকেই মানিতে হয়। অতএব সামাজিক ধৰ্ম্মনাশ করিতে বিজ্ঞান কদাচ চেষ্টা পাইবে না, বরং উহার সম্যক পোষকতা করিবে । আধুনিক জড়বিজ্ঞানের আদিগুরু, সুবিখ্যাত বেকন সাহেব বলেন“A little philosophy inclineth a man’s mind to atheism but depth in philosophy bringeth a man’s mind to religion.” “অল্পজ্ঞান মানবমনকে নাস্তিকতায় লইয়া যায় ; কিন্তু গভীরজ্ঞান উহাকে পুনরায় ধৰ্ম্মপথে আনয়ন করে।” ইহাতে বোধ হয় ৰিজ্ঞানবিৎ নাস্তিকগণ কালক্রমে আপনাদের ভ্রম দেখিতে পাইবেন এবং তৎকালে তাহীরা আল্প মানবধৰ্ম্মের প্রতিকূলে দণ্ডায়মান হইবেন না।