পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १ध्र ] এই কৃষ্ট শক্রিয় চলিত, তাহাব কিছুমান ইরান্ত নাই এবং কতকাল এইরূপ চলিলে তfচfব ও কিছুনীর ইবন্ত নাই। এই প্রক্রিয়ী বলে জড় জগং সাম্যাবস্থা হইতে ক্রমশ: বিষম, সিমিশ্র ও জটিল অবস্থায় পরিণত । বিজ্ঞান অনুমান করে, কল্পনাতীত যুগ পূৰ্ব্বে বাষ্পময় ব্রাহ্মণ্ড ঘূর্ণায়মান। তৎকালে যাৰতীয় ভৌতিক পদার্থ বাষ্পাকারে অনন্ত আকাশে অভিব্যাপ্ত ও ইতস্ততঃ বিক্ষিপ্ত । ঘূর্ণনহেতু বাষ্পরাশি স্থানে গাঢ় ও স্থানে তরল হয়। গঢ়াংশের বেগতিশয্য বশতঃ তরলtংশ উহার পশ্চাৎ-পদ হয় এবং ক্রমশ: বিযুক্ত হইয়া উহা হইতে পৃথক হইয়া পড়ে। অনন্তব তালরাশি পূর্বনির্দিষ্ট ঘূর্ণনবশতঃ গাঢ় রাশিকে কেন্দ্র করিয়া উহার চতুদিকে প্রদক্ষিণ করিতে থাকে। এই প্রকারে স্বৰ্য্য ও গ্ৰহগণ উৎপন্ন এবং গ্ৰহগণ স্বৰ্য্যের পুত্র স্বরূপ । এক একটা তরল রাশি হইতে আপার যাহারা বিচ্ছিন্ন হয়, তাহারা উহার পরিধিক্ষেত্রে উপগ্রহ রূপে পরিভ্রমণ করিতে থাকে। এই প্রকারে চন্দ্রাদি উপগ্ৰহগণ উৎপন্ন। পৃথিবীর পৃষ্ঠদেশের উত্তাপ যতই আকাশে বিকীর্ণ হইয়া হ্রাস প্রাপ্ত হয়, ততই উহার বাহস্তর কঠিন হইয়া দুগ্ধসরের হার জমাট বাধিরা যার এবং অভ্যন্তরীণ তরল পদার্থওঁ গাঢ় হইতে থাকে। ইহাতেই পৃথিবীর ব্যাস ক্রমশঃ সঙ্কীর্ণ হইতে থাকে। উপরিস্থিত বায়ুর ভারবশতঃ পৃথিবীর পৃষ্ঠস্তর উহার ব্যাসসঙ্কোচন অনুসরণ করে। পৃষ্ঠস্তরট সকল স্থানে সমভাবে সঙ্কুচিত হয় না ; সে জন্য স্থলবিশেষে স্থানচ্যুতি ও ব্যতিক্রম ঘটয়া নিম্নতল ক্ষেত্রগুলি উৎপাদন করে। ভূপৃষ্ঠে বায়ুবিলীন বারিবাষ্প শীতলতাপ্রযুক্ত জলরূপে পরিণত হইয়া মিঠুতলক্ষেত্রগুলি অধিকার করে এবং উহাদিগকে ক্রমশঃ সাগরাদিতে পরিণত করে। বৃষ্টিপাতে উচ্চস্থানগুলি cथोर्ड হইয়া নিম্নস্থল অধিকার করে এবং ভূপৃষ্ঠের উপর উহা স্তরে স্তরে d খ্রিষ্ঠ হইৱা যায়। জলোৎপত্তির পর পৃথিবীতে জীবও উৎপন্ন। এখন ੇ বৎসর ব্যাপিয়া উপরোক্ত ঘটনাবলি সংঘটিত, তাহার किहूबांज हेबंखाँ नाई। , جه و এ স্থলে জগৎ-বিখ্যাত পণ্ডিতবর হারবর্ট স্পেনসার স্থষ্টিরহসেন্তেদে প্রবৃত্ত হইয়৷ কি লিপির। সান, তাহার উল্লেখ করা একান্ত কর্তব্য।