পাতা:বৈজ্ঞানিক হিন্দুধর্ম্ম প্রথম ভাগ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ b & j (২) হাইপরবোলিয়া – পুষ্কর। আধুনিক এসিয়ার উত্তরাংশ (তৎকালে চিরবসন্ত বিরাজমান)। (৩) লিমুরিয়া—শ্বেতদ্বীপ । ম্যাডাগাস্কার হইতে অষ্ট্রেলিয়া পৰ্য্যন্ত বিস্তৃত। (৪) আটলাণ্টিস-অতল । (৫) আধুনিক পৃথিবী—জম্বুদ্বীপ। আধুনিক পৃথিবী বা জৰুৰীপের মহাসাগর লবণাক্তজলে পূর্ণ। অন্যান্য মন্বস্তরে ইহা কিরূপ জলীয় পদার্থে পূর্ণ, তাহ আমরা জানি না। জড় বিজ্ঞানই বলে, লক্ষ লক্ষ বৎসর পূৰ্ব্বে ইহা তরল অঙ্গার জনে (Liq. Carbonic Acid) পূর্ণ থাকে। তবে কেন তুমি শাস্ত্রোক্ত স্বরাদি সপ্ত সমুদ্রের কথা শ্রবণে হান্ত সম্বরণ কর না ? ক্ষীরসমুদ্র, দধিসমুদ্র, মুরাসমুদ্র প্রভৃতি সপ্তসমুদ্র প্রকৃত ক্ষীর, দধি, মুরা প্রভৃতিতে পূর্ণ থাকে না ; কিন্তু মন্ধস্তরে মন্বন্তরে পৃথিবীর মহাসাগর যেরূপ জলীয় পদার্থে পূর্ণ, তাছাই শাস্ত্রে রূপকভাবে উল্লিখিত । উপরে যে পঞ্চ পৃথিবীর কথা উল্লিখিত, উহার এক এক মহাদ্বীপে এক এক মূলজাতি মন্বন্তরে মন্বন্তরে আবিভূত হইয়া সংসারিক লীলা প্রদর্শন করে এবং তাছাদের কাল পূর্ণ হইলে, ভূগর্ভস্থ সংকর্ষণাদি অগ্নি দ্বারা দগ্ধীভূত হইয়া বা জলপ্লাবনে প্লাবিত হইয়া তাহারী মহাদ্বীপের সহিত কালগর্ভে বিলীন হইয়া যায়। এখন তাহদের কোনরূপ স্থায়ী নিদর্শন পাওয়া যায় না। সমুদ্রের তলদেশ ভূতত্ত্ব দ্বারা এখনও পর্য্যালোচিত হয় নাই। . পঞ্চমূলজাতির মধ্যে প্রথম দুই জাতিতে দৈবীপ্রকৃতি অধিক পরিমাণে ও মানবিক প্রকৃতি অত্যন্নভাবে স্ফরিত এবং শেষোক্ত তিনজাতিতে দৈবীপ্রকৃতি ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হইয়া মানবিক প্রকৃতি বলবতী। প্রথমে দেৰরূপী মমুপুত্ৰগণের আভ্যন্তরীণ স্বক্ষয় আকাশরণী মূৰ্ত্তি বহির্দেশ পৰ্য্যস্ত ব্যাপ্তঃ তৎকালে তাহদের আধ্যাত্মিকতাও সম্যক স্ফরিত। পরে কালবশে প্রকৃতির পরিণাম বশতঃ যতই স্থলত্ব বৰ্দ্ধিত, ততই তাহদের বাহদেহ ক্ষতি, বিকশিত ও সৌন্দৰ্য্যশালী এবং আভ্যন্তরীণ স্বক্ষয় দেহও ততই ক্রমসঙ্কুচিত। এই প্রকারে তদীয় দেহ বিভিন্ন চৰ্ম্মাবরণে ( Coats of Skin ) আবৃত