পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°8心 হেমরাজ–কিন্তু স্মৃতি ! সে যে বৃশ্চিকের মত মাঝে মাঝে দংশন করে উঠবে—তখন ? না রাধা, আমি ধরা দিই—সকল খেলার অন্ত হোক ! রাধা—না, চলে ছেম, এই রাত্রেব নীরবতার মধ্য দিয়ে আমরা চলে যাই ! সমস্ত অতীত, সমস্ত পাপ, রাত্রির মত পোহাবে— তারপর দিনের আলোয় নুতন প্রেমোজ্জ্বল জীবনে নবজাগরণ ! আনন্দ ও পুণ্যের সে স্নিগ্ধ জ্যোতি । হেমরাজ–কিন্তু লছমী— রাধা—বুঝেছি, কোথায় তোমার বাধছে,—বেশ, নর্তকী বলে ভুলতে না পাবো যদি ত, দাসী বলে— হেমরাজ-–(সহস রাধাকে বক্ষে ধরিল ।) রাঁধী--- রাধা—হেম ! হেমরাজ–তাই হবে, সমস্ত অতীত ভুলবো—আমি চাদরায় লই, হেমরাজ ! আর তুমি রাধা, আমার স্ত্রী ! (চুম্বন করিল। ) রাধা—আtঃ, কি মুখ । হেমরাঙ্গ—যাক্, সমস্ত অতীত মুছে যাক্ । আজ আমাদের পুনর্জন্ম ! প্রেমের মোহন স্পর্শে সমস্ত মলিনতা ঘুচে যাক— ভারতী । অগ্রহায়ণ, ১৩১৭ নুতন পৃথিবী, নূতন জীবন ! রাধা—প্রভু, স্বামী— হেমরাজ – এসো, রাধা,— উভয়ে বাতায়ন-পথ দিয়া নিষ্ক্রান্ত হইল । বীরসিংহ আসিয়া নিৰ্ব্বাকভাবে বাভায়নের ধারে দাড়াইল । বীরসিংহ-দুর্ভাগা বীরসিংহ ! যাও, প্রেমের বৰ্ম্মে আচ্ছাদিত হয়ে দুজনে চলে যাও ! তোমাদের কেশাগ্র স্পর্শ করবারও কারো সাধ্য হবে না ! তরুণের প্রবেশ । তরুণ—কৈ, কোথ। সে দম্য, চাদরায় ? সেনাপতি – বীরসিংহ–( ফিরিয়া ) তরুণ— তরুণ—কি, পালিয়েছে ? ( শশব্যস্তে বাতায়নের ধাবে আসিল । ) বীরসিংম—না—আমারি ভুল হয়েছিল ! তরুণ–ভুল ? বীরসিংহ—ই ! দম্য চাদরায় ও স্বাধীন সর্দার হেমরাজ, দুজনে এক লোক নয় ! তরুণ সিংহ স্তম্ভিতভাবে বাতায়নের পাশ্বে আসিয়া দাড়াইল । যবনিকা । ঐসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। আলো, নূতন প্রাচীন ভারতে বিবাহ-পদ্ধতি। আজকাল ভারতের নরনারী আধুনিক বিবাহ-রীতিতে সন্তুষ্ট নহেন । পুরাকালে যে সকল রীতি আমাদিগের মধ্যে প্রচলিত ছিল তাহা বহুকাল হইল অপ্রচলিত হইয়া পড়িয়াছে। আজকালকার রীতিগুলি সেই সকল প্রাচীন রীতির অপভ্রংশ মাত্র। সুতরাং আজকাল ব্যক্তিগত ও মতগত স্বাধীনতা লাভ করিয়া অনেকে সমাজকেও