পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, অষ্টম সংখ্যা । তাহার যেরকম পরিবর্তন হইয়া গিয়াছে সেরূপ অনেক বৎসরেও হয় না । সে ভিতরে ভিতরে একটু শিহরিয়া উঠিল। একবার মনে করিল, কাজ নাই শাস্তিকে লক্ষ্মীপুরে ফিরাইয়া লইয়া যাই—” কিন্তু দারুণ আত্মাভিমান পরমুহূর্বেই তিরস্কার করিয়া উঠিল,—ভীরু ! স্ত্রীর জন্তে নিজেকে লোকের কাছে নীচু করবে ! হেমেন্দ্র জোর করিয়া মনের কোমলতাটুকুকে পদদলিত কাটের মত দূরে নিক্ষেপ করিয়া যোগেশের কাছে সরিয়া বসিল । যোগেশ বন্ধুকে মৃত্নস্বরে অনেক রকম পরামর্শ দিতে দিতে মধ্যে মধ্যে শাস্তির ভাব ব্রিটিশ মেডিক্যাল কনফারেন্স। NEN লক্ষ্য করিতেছিল। হেমেন্দ্ৰ ন বুঝিলেও সে বুঝিয়াছিল শান্তি বাহিরের লোকের সম্মুখে? আত্মমৰ্য্যাদা রক্ষা করিবার জন্তই শুধু স্বামীর সঙ্গে আসিল । • তাহার মুখের অtশাহীন বেদনার নিদারুণ আঘাতচিহ্ল কধাঘাত চিহুের মতনই সুস্পষ্ট রেখায় ফুটিয়া উঠিয়াছিল। সকরুণনেত্ৰে যোগেশ তাহার পানে চাহিয়া চাহিয়৷ মনে মনে বলিল “তোমার ভাগ্যে অনেক দুঃখ আছে ; তুমি যার হাতে পড়েছ সে তোমায় চিনবে না সে তোমার আদর বুঝবে না। তবে আমি যেটুকু পারি তোমার মঙ্গল চেষ্টা করবো।” ঐঅনুরূপ দেবী ব্রিটিশ মেডিক্যাল কনফারেন্স। সমস্ত ইউরোপে এই ব্যবস্থা যে শীতকালে তাহারা বাড়ীতে বা দেশে থাকিয় কাজ করেন, আর গ্রীষ্মকাল পড়িলেই স্বাস্থ্যগtভউদ্দেশুে আনন্দে নন। দেশ বিদেশে বেড়াইয়া —সঙ্গে সঙ্গে নুতন জ্ঞান অর্জনও করেন । Winter session as offeritain otg তাহাদের দেশে ছয় মাস চলে, কিন্তু summer session গ্রীষ্মকালের কাজ তিনমাস মাত্র চলে । বাকী তিনমাস ছুটী ও বেড়াইবার বা বিশ্রাম করিবার সময় । তাই এই অবসর সময়েই যত সভা, সমিতি, ও সন্মিলনীর অধিবেশন হইয়া থাকে । বিলাতে সব ডাক্তারদের একত্রে মিলিবার একটি সমিতি আছে তাকেই British Medical Association “fsforso" ويN বলে । পৃথিবী জুড়িয়া সকল পাস করা ডাক্তারই তাহার সভ্য হইতে পারেন । বৎসরে তজ্জন্ত প্রায় বিশ টাকা দিতে হয় । বিভিন্ন দেশ হইতেও সেই বিলাতি সভার সভ্য হওয়া চলে। দুরে থাকিয়া কাগজপত্র পাঠাইয়া ও জ্ঞানের আদানপ্রদান করিয়া নিকটে থাকার মতই একত্রে কার্য্য করা যায়। আসল সভাটি বিলাতে বটে, কিন্তু প্রত্যেক স্থানে শাখ। সমিতি আছে। আমাদের ভারতেও তার একটি খণ্ড সমিতি আছে । এইরূপে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন রোগ পরীক্ষা ও রোগ চর্চার ফল পরে একত্র হইয়া সেই পীঠস্থান বিলাতের প্রধান সমিতিতে যাইঃ মিলে । জ্ঞানোপার্জনের সে দেশে এমনই পৃথিবী জুড়িয়া সুব্যবস্থা।