পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, অষ্টম সংখ্যা । डांद्र কিছুই জানিন । কিন্তু ষ্টেশনে নাবিয়াই দেখিলাম সভ্যদের জন্ত আহবান-সমিতির লোক সেই খানেই উপস্থিত আছেন । এত দেশ বিদেশের লোক সেস্থানে তখন সমাবেশ হইয়াছিল যে আশ্রয় স্থান খুজিয়া পাওয়াই দুরূহ। সবাই আগে হইতে চিঠি লিখিয়া আপনার আপনার স্থান ঠিক রাখিয়াছে । আমার জন্ত কোনই ভাল স্থান নাই । আহবান-সমিতির লোকের নিকটস্থ একটি বড় হোটেলে লইয়া গিয়া আমাকে আশ্রয় দিলেন। সেখানে একদিন মাত্র মাথা গুজিয়া ছিলাম তাহাতেই অনেক শিক্ষা হইয়াছে। যত বড় লোকের সেই হোটেলে আডড । সুধু আহার করিবার জন্য ১২ শিলিং লাগে— সমবেত সভ্যেরা আহারের সময় যে সকল মদ্য পান করিলেন,—তার রং যেমন সুন্দর গন্ধ তেমনি মধুর। ফেণাগুলি দানা দান হইয় গেলাসের ধারে বৈদ্যুতিক আলোকে মুক্তার শোভায় শোভা পাইতে লাগিল । বোধ হইতে লাগিল আজ ইহার যেরূপ দামী মদ পান করিতেছেন অন্ত দিন এমন করেন না । দুইটি যুবতী রমণী হোটেল তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন । তাহারা সকলকেই এমনি মিষ্ট কথায় আপ্যায়িত করিতেছিলেন যে লোভ হইতে লাগিল, বেশী পয়সা খরচ হইলেও সেস্থানে কিছু দিন থাকি । দুর্ভাগ্যবশতঃ আমি যাহার স্থান দখল করিয়াছিলাম, পরদিন তিনি আসিয়া পৌছিলেন । সুতরাং আমাকে সে স্থান ত্যাগ করিতে হইল । তাহারাই আমার জন্ত অন্ত স্থান ব্যবস্থা করিম দিলেন । কিন্তু সে স্থানটি বড়ই অপছন্দসই । কি ব্রিটিশ মেডিক্যাল কনফারেন্স। ఆురి করি বাধ্য হইয়া থাকিতে হইল। হোটেলটির নামও বড় ভাল নয়—“প্যাকৃ হস হোটেল।” সেখানেও দৈনিক এক পাউণ্ড খরচ করিয়া থাকিতে হইল । 喻 শীতের দেশে বড় একটা ক্লাস্তি আসে না। অতিরিক্ত পরিশ্রমের পরও থানিক ক্ষণ মাত্র বিশ্রাম করিলেই শ্রান্তি দূর হয়। গাড়ি হইতে নামিয়া প্রথমেই এসোসিয়সেনের আপিশে যাই। সেখানে সব সই করিয়া তবে ব্যবস্থা করিয়া লইতে হয় । একাৰ্য্যে সনাক্ত করিবার দুইজন লোক চাই । আমাকে জানে না বলিয়া প্রথমে কেহই সনাক্ত করিতে 5भ न! । পরে একজন অবসর প্রাপ্ত I. M. S. কৰ্ম্মচারী আমাকে নিজে না জানিয়াও সই করিলেন, ও অন্ত একজনকেও সই করিতে অনুরোধ করিলেন ! এই সদাশয় পুরুষের নাম ডাক্তার “জইলাস” । ইনি এখন কার্য্য হইতে অবসর লইয়া “প্লাইমাউথে” utútár on I of Tropical Journalএর একজন সম্পাদক ও ভারতবর্ষীয় ছাত্রদের উপর ইহার বড়ই দয়া । আমাকে দেখিবামাত্রই জানাগুন না থাকিলেও ইনি নিজে অামার স্বাক্ষর নিম্নে সই করিলেন ও অপর একজন ডাক্তারকে দিয়া ও সই করাইয়া দিলেন। ইনিই ( St. Mary ) “সেণ্টমেরী” হাসপাতালে Utöta ätotüß (Sir Amruth Wright) কাছে আমাকে পরিচয় করাইরা দিয়া চিঠি দেন। সেই চিঠি লইয়াই আমি সে হাসপাতালে ভৰ্ত্তি হই । সে চিঠির একস্থানে de şcil falfită fşti Dr. Mallick hails from India—and is our fellow-sub ject. He like all Indian, is very