পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و B .6 গেল ! গ্যালারি হইতে চীৎকার উঠিল— “দূর করে দাও, মাতালটাকে—দূর করে দাও ! আমি প্রভাসের হাত ধরিলাম ! প্রভাস কহিল, “বল, তুমিই বল, চুরি কি না ! আমি মাতাল নষ্ট, অজ্ঞান নই-এ নাটক আমার লেখ । রামকালী বাবুকে দেখতে দেওয়া হয়েছিল—তিনি ফেরত দিয়ে বলেন, ভালো হয়নি —তার পর সেই বই নিজে আগাগোড়া চুরি করে নিজের নামে চালিয়েছেন—চোর কে{থাকার! প্রমাণ অবধি রাখিনি, আমি ! ওঃ ! সে খাতা পুড়িয়ে ফেলেছি!” ‘দূর করে দাও’, ‘পাগল’, ‘মাতাল’ শব্দে চারিধারে যেন বজনিনাদ উঠিল! মধুচক্রে লোষ্ট্রনিক্ষেপ করিলে যেমন হয়, তেমনি ভাবখান ! ভারতী । wo ו נטיל ,sif&s> নায়ক বিনায়ক মঞ্চ হুইতে হাকিলেন“গার্ড ” ষ্টলের গার্ড আসিয়া প্রভাসের হাত ধরিল ! প্রভাস কহিল, “ছেড়ে দাও— অসভ্য, বেয়াদব।” প্রভাসকে শাস্তু কবিবার সকল চেষ্টাই বার্থ হুইল । থিয়েটারের দুষ্টচারি জন লোক আসিয়া প্রভাসের গলা ধরিয়া ধাক্কা দিল । আমি কোনমতে গোল থামাইয়া প্রভাসকে লক্টয়া বাহিরে আসিলাম ! রাস্তার ধারে আসিয়া গাড়ীর সন্ধান করিতেছি, এমন সময় ভিতরে তুমুল ববে করতালির ধ্বনি উঠিল ! প্রভাস তখন আমার বুকে মাথা রাখিয়া ধীরে ধীরে মূৰ্ছাতুর হইয় পড়িতেছিল ! শ্রীসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। তকী। তর্কী ইংলণ্ডের দক্ষিণে ডিভনসায়ারে সমুদ্রতীরের উপর অবস্থিত একটি স্বাস্থ্য নিবাস। ষ্ট্রেসনে গিয়া দেখি, লোকে লোকারণ্য। সকলেই প্রায় তর্কীতে যাইবার জন্ত ব্যস্ত । সকলেরই হাতে এক একটি হ্যাণ্ডব্যাগ – তাছাতে দুই তিন দিনের মত র্তাহাদের আবশ্যকীয় দ্রব্যাদি যথা,-শার্ট কলার রুমাল ইত্যাদি । আহার ও বাসোপযোগী অদ্যান্ত দ্রব্যাদি সেখানকার হোটেলেই মিলিয়া থাকে। আমাদের এক দিন বাড়ি হইতে বাহির হইতে হইলে কত ভাবনা হয়—কি খাইব, কোথায় থাকিব। কিন্তু এই সব দেশে সে কথা কিছুই ভাবিতে হয় না বলিয়া আমোদ বা ব্যবসার জগু দেশ-ভ্রমণে কত সুবিধা । যাত্রীর এত ভিড় যে সব গাড়ি গুলিই ভরিয়া গিয়াছে । ছেলেপিলে লইয়া বাপ ম৷ আনন্দ করিতে করিতে চলিয়াছেন । কেহ বা লাল রঙের ধ্বজ উড়াইয়া গান গাহিতে গাহিতে ষ্টেসন ও রেলগাড়ি প্রতিধ্বনিত করিয়া চলিয়াছে । ছেলে মেয়েদের প্রায় সকলের বুকেই এক একটি ফুল গোজ । এই স্থানে ষ্টেলনে ডাক্তার কাণিজী