পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾8by যায়। দূরে দুই একটি ছোট দ্বীপ বুকে লই৷ নীল সমুদ্র নীল আকাশে মিলিয়া আছে। সুন্দর সুন্দর ছোট ছোট জাহাজগুলি এদিক ওদিক করিয়া যায়ী পার করিতেছে । নিকটেই ব্রাইটনের ঘাট। সমুদ্রে স্নান করিবার ছোট ছোট ঢাকা গাড়ির সাবি । তাহার মধ্যে কাপড় ছাড়িয়া কেীপীন পরিয়া জলে নামিতে হয় । অনেক স্থলে Mixed bathing বা স্ত্রী পুরুষে একত্রে স্বানের আডড আছে । সেগুলিতেই বেশি ভিড় । সাতার শিথার উপলক্ষ করিয়া যত অযথা ঘটনা হয় তার সব ছবি-ছাপা কাগজ বাজারে বিক্রয় হয়। এখন এ প্রথা বন্ধ করিবার চেষ্টা হুইতেছে। সমুদ্রের ধীরে-ধাবে পাথর-বাধান রাস্ত । তার তলায় কত সুন্দর জলজ উদ্ভিদ ভাসিয়া আছে । চলিতে চলিতেই সে সব দেখা যায় । কত জেলা মাছ দেখিলাম। ধীৰরদের নৌকাগুলিতে বলিষ্ঠকায় ছেলের ব্যাপার্কাপি করিতেছে। আর সমুদ্রের ধারে ধারে অত্যুচ্চ পাহাড়ের উপর বড় বড় বাড়ী । সেখান হইতে অসীম সমুদ্রের দৃপ্ত কি সুন্দর ! পাহাড়ের ধীরে ধারে অসংখ্য ফুল গাছ। এ সব স্থান আমাদের ভারতবর্ষের কোন কোন স্থানেরই মত প্রায় গরম । এমন কি —তাল গাছ অবধি দেখা যায়। রৌদ্রে বাহির হইলে মাথা ঢাকা দিতে হয়, তাই শীতকালেই এই স্থানে যাত্রীর এত জনতা । এই স্থানে যক্ষ্মী রোগের চিকিৎসার জন্য অনেকগুলি চিকিৎসাশাল আছে । সেখানকার চিকিৎসার ব্যবস্থা ঔষধ খাওয়ানো নহে। নিৰ্ম্মল বায়ু, সেবন, নিয়মিত ব্যায়াম, ও স্বৰ্য্যালোকে সার डॉङ्गठौ । কীর্তিক, ১৩১৭ लिन १ कोशे निम्नमे । निम्नमिङ जमदग्न আtহার ও নিদ্র চাই । এইরূপ ব্যবস্থায় মগ্ন। কাশের রোগীর যত শীঘ্র ও যত বেশি আরাম পায়, অৰ্থ কোন প্রকারে তাহ পায় না । তাই এখন সকল সভ্য দেশে এইরূপ চিকিৎসারই বেশি চলন হইতেছে । আমাদের দেশে রোগী কেবল ঔষধ খাইয়াই ডাহা भांज्ञा यांझ ! স্থানটি ছোট ও সেখানে দেখিবার জিনিস অল্পই আছে । এবং দৈনিক খরচ প্রায় পনেরো শিলিং— এই কারণে সেই দিনষ্ট সেখান হইতে ফিরিবার মনস্থ করিলাম। কখন টুেণ পাওয়া যায়, জনি ছিল না ;–ষ্টেসনে আহারের ঘরের তত্ত্বাবধান মেয়েরাই করেন, তাহার বই দেখিয়া সমস্ত খবর আমাকে বলিয়া দিলেন । বিলাতে ও অন্তান্ত সভ্য ও উন্নতিশীল স্থানে মেয়েদের উপযোগী সকল কাজে কেবল মেয়েদিগকেই নিযুক্ত করা হয়, যথা পেষ্ট আপিস, টেলিগ্রাফ ও টেলিফোন সংক্রান্ত কাৰ্য্য, আহারের তত্ত্বাবধান, কেরাণীগিরি ইত্যাদি ! এ সব না করিয়া রমণীর পরমুখাপেক্ষী হইলে কেমন করিয়া তাহীদের স্বাধীনত থাকিবে ! এই সব কাজ রমণীগণ দিব্য সুচারুরূপে ও এমন সুব্যবস্থার সহিত সম্পন্ন করিতে পারেন দেখিয় তাহাদিগকে অন্ত কাজ দিবার ব্যবস্থা হইতেছে । নিদিষ্ট সময়ে কাজ করিয়া তাহারা নির্দিষ্ট সময়ে ছুটি পান । তথন স্বন্দরভাৰে সাজ সজ্জা করিয়া তাহারা আমোদ-প্রমোদ করিতে বাহির হন । সেই মুন্দর পোষাক গুলি সবই প্রায় অবসর সময়ে তাহাদের নিজের হাতের তৈরী। সুতরাং সজ্জাতে তত অর্থ