পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা। অরণ্যের মধ্য দিয়া বেশ প্রশান্ত গাড়ীর পথ, পথের স্থানে স্থানে তরুশাখা দুইদিক হইতে খিলানের মত মিলিত হইয়া পথ ছায়াচ্ছন্ন নিকুঞ্জের মত করিয়াছে। স্তব্ধ গম্ভীর অরণ্য লতাজড়িত মহীরুহে, ফলবুক্ষে, ফার্ণে, বনফুলে ফুলন্ত ফলন্ত শোভা সমীকুল । সহরের ফুলের অভাব এখানে এইরূপেই বিদূরিত হইয়াছে। নইনিতালের স্তায় বস্ত দেউতি যুথিতে বনভূমি স্থলে স্থলে আলোকিত অন্তান্ত বনফুলও নানারূপ দেখিতে পাওয়া যায় । কিন্তু অৰ্কিড বা শৈবাল লতা নিতান্ত বিরল, ফার্ণও তত প্রচুব বা নানাজাতীয় নহে। এখানকার অমরপুপ ক্ষুদ্র ক্ষুদ্র হরিদ্র বর্ণের চন্দ্রমল্লিকার স্থায় দেখিতে এবং চিরসৌন্দর্য্য বতী । শুকাইয়া গেলেও এমন সুন্দর দেখিতে থাকে যে সোলার নিৰ্ম্মিত ফুল বলিয়া ভ্রম হয় । কোন কোন বনে গাছের ফাকে ফাকে কুইনিনের চাষ দেখিলাম। বস্তফলের গাছ সমস্ত সোলাতেই প্রচুর । চেরি নানারকম ! ষ্ট্রবেরির ক্ষুদ্র লতান ডাটার আগায় আমরুল শাকের পাতার মত দুএকটি গোল গোল পাত আর সমস্ত ডাটা ফলে ফলে ভরা। দেখিলে আমাদের দেশের বালিকা মাতাদিগকে মনে পড়ে । আপেল নাসপাতি প্রভৃতি নানাবিধ ফলের বাগানও এখানে অনেক । টিপু সুলতান এখানে আসিয়া যে উচ্চ পাহাড় শিখরে কেল্লা নিৰ্ম্মাণ করেন তাহার নাম সুলতান শিখর । সেই নাম হইতে আমি এই শিখর সংলগ্ন অরণ্যাবণীর নাম দিয়াছিলাম স্বলতান সোল 1 । কেল্লা নিৰ্ম্মাণ করিয়া বেশী দিন টিপুর এখানে বাস করিতে হয় নাই । শীতক্লাস্ত হইয়৷ শীঘ্রই তিনি এ বাস ত্যাগ নীলগিরির টোডা জাতি। ዓ ወ ጓ , করিতে বাধ্য হন । এখনো অরণ্যে পরিণত পাহাড় চুড়ায় গড়ের ভগ্নাবশেষ বর্তমান । একটি ক্ষুদ্র নদী সুলতান সোলার পদ প্রাস্তে প্রবাহিত । আমাদের যে মান্দ্রাজি ভৃত্যটি ছিল সে প্রায়ই উৎকামদের একটি বিস্ময়জনক প্রাকৃতিক ঘটনার উল্লেখ করিত। বলিত— “এখানে গরমের দিনে তুষার পড়ে।” “সে গরমের সময়টা কখন ? কি মাস ?” এ প্রশ্নের উত্তরে সে ভাবিয়া চিন্তিয়া কহিত—“ডিসেম্বর জানুয়ারি ।” “সে সময়ে গরম ?” "অত্যন্ত । সুর্য্য তখন সমস্তক্ষণ আকাশে থাকে—বৎসরের সমস্ত সময় অপেক্ষ সে সময় প্রচণ্ড রৌদ্র—অথচ সন্ধ্যায় বরফ পড়ে, শাত ভীষণ ।” আরও একটি বিষয়ে তাহাকে বিস্ময় প্রকাশ করিতে দেখিতাম। ইংরাজ যত ংলি গাছ মস্ত লম্বা চওড়া নামে অভিহিত করিয়া বটানিকাল গার্ডেনে লাগায়—আর বেশী বেশী দরে বিক্রয় করে । ইহা তাহার নিতান্তই হীন ছলনা মনে হইত। তাহার Wetstä–“Madam they bring them all from Jungle and only give a name and sale. মন্দ্রিাজী ভূত্যের প্রায় সকলেই ইংরাজি জানে। কিন্তু এ ভাষা ইহাদেরই অদ্ভুত স্বষ্টি । কোন ইংরাজ নিজের ভাষা বলিয়া ইহা গ্রহণ করিবেন না। ইহাদের ইংরাজির একটি বিশেষত্ব—সমস্ত অতীত ক্রিয়ার পূৰ্ব্বে তাহার একটা done বসাইয়া দেয় যেমন done eat