পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓዓ• শাস্তিকে উঠিতে দেখিয়া যোগেশ নিজের দুৰ্বলতায় নিতান্ত লজ্জিত হইয়া আপনাকে ৎক্ষণাৎ সামলাইয়া লইয়া কছিল “ আপনি শুতে যান বোঁদি ; রাত হয়ে গ্যাছে।” তাঙ্গাব কথায় ও স্বরে শাস্তির বিশ্বাস ও আশা আবার যেন তাহার হতাশান্ধকার হৃদয় প্রাস্থে সহসা জাগিয়া উঠিয় তাহার সেই এক মুহুর্তের সন্দিগ্ধতার জন্ত সবেগে তিরস্কার করিয়৷ উঠিল। আত্মবিস্মৃ ত হইয় সে তখন আগ্রহে বলিয়া উঠিল “কবে আমি লক্ষ্মীপুবে যেতে পারল আমায় আগে বলুন .." যোগেশ আনন্দরুদ্ধ কণ্ঠে কছিল “নিশ্চয়ই শীঘ্ৰ যাবেন। আমি— আমি সব ঠিক করে ফেলব। বিনোদবাবুর বউ সেজে যে মাগী আপনার এই কষ্টের কারণ হয়ে এসেছে সেই জালিয়tংনীকে জেল খাটাল তবে অামার নাম যোগেশ মিত্তির, কিন্তু আপনি আমায় ভুলবেন না।” - পথের মধ্যে চলিতে চলিতে বিশ্বাসী পথিক সহসা সম্মুখে দংশনোঙ্কত কালসৰ্পকে ফণা ধরিয়া দাড়াইতে দেখিলে নিৰ্ব্বাক আতঙ্কে যেমন স্তম্ভিত হইয় দাড়াইয় পড়ে যোগেশের কথায় শাস্তি ও ঠিক তেমনি কবিয়া সেইখানেই श्रांज्जटे हट्टेग्न मॅक्लिाझेब्र। ब्रश्छि । उद তাহার কোনখানে অtশা নাই ? তবে সে যে এতক্ষণ আবার নুতন অtশায় কত নুতন নুতন কল্পনার কানন স্বজন করিতেছিল সে সকল কিছুই নয়? সব মিথ্যা, সব প্রতারণা কোথা ও আর তাহার আশা নাই ! তাঙ্কার মনের অবস্থা ঠিক না বুঝিলেও সে যে তাছার কথায় বিশেষ খুলী হয় নাই যোগেশ তাহা বুঝিল । কিন্তু তাহাকে কি বলিলে সন্তুষ্ট ভারতী । পৌষ, ১৩১৭ করিতে পরিবে, সে কথাটা সে অনেকক্ষণ ধরিয়া ভাবিয়াও ঠিক করিতে পারিল না, দূরে বারদোয়ারির ঘড়িতে রাত্রি দ্বিপ্রহর ঘোষণার সঙ্গে সঙ্গে অদূৰ পথে চৌকিদার হাকিয় উঠিল। যোগেশ একটু সরিয়া দাড়াইয় তাহাকে পথ ছাড়িয়া দিয়া সসন্ত্রমে কহিল “যান আপনি গুতে যান, বডড রাত হয়ে গ্যাছে—” কলের পুতুলের মতন সে ঘর হইতে বাহির হইয়া গেল। ঘরে ঢুকিতে পা জড়াইয়া আসিতে লাগিল ; বিদ্রোচী চিত্ত পুনঃ পুনঃ বিমুখ হইয়া সবলে তাঙ্গকে বিপরীত দিকে টানিতেছিল,— তথ পি সে অনিচ্ছামন্থরগতিতে ধীরে ধীরে গৃহে প্রবেশ করিয়া বিছানাব নিকটে আসিয়া দাড়াইল । হেমেন্দ্র भूभाग्न नाझे, জাগিয়াই ছিল, শাস্তির চুড়ির শব্দে চাহিয়া দেখিল । “এতক্ষণ ওঘরে কি হচ্ছিল শান্তি ?” প্রশ্নটা শুনিয়াই শাস্তির হাতখান মুহুর্তে মশা বীর প্রাস্ত হইতে সরিয়া আসিল । সে নিশ্চল হইয়া সেইখানেই দাড়াইল, আর নড়িল না। বিছানার উপর উঠিয়া বলিঃ ঈষৎ ক্রুদ্ধকণ্ঠে হেমেন্দ্র বলিল, “যোগেশ আমার খুব বন্ধু তা সত্যি, কিন্তু তাই বলে রাত দুপুর পৰ্য্যন্ত তার সঙ্গে বসে গল্প করা অামি পছন্দ করি না, ওরকম নিল্লজ ব্যবহার তোমার বাপ তোমায় শিখিয়েছেন তা আমি জানি, কিন্তু আমি ওসব চক্ষে দেখতে পারি না ।” মানুষের শরীর কিম্বা মনের ঠিক যেখানটায় সম্প্রতি খুব বড় রকম একটা আঘাতের বেদন সৰ্ব্বদা দপদপ, করিতেছে সেইথানটিতেই আবার সামান্ত একটুখানি আঘাত লাগিলে অত্যন্ত সহিষ্ণু যে সেও আচমক একটা बन्नभंक्ष्विनि कब्रिग्नl खेtॐ । श्रांछिकांग्न डिग्नकांtब्र তখন ও