পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩eশ বর্ধ, নবম সংখ্যা । প্রতিহিংসার বিষ নিষ্ঠুরভাবেই হেমেন্দ্র ঢালিয়া দিয়াছিল। পিতা ও কষ্ঠার তাহার প্রতি ব্যবহার সে ভুলে নাই,—সুযোগ পাইলেই তাই তাহার প্রতিশোধের স্পৃহা জাগিয়া stà ! কিন্তু আজিকার এ আঘাত শাস্তির পক্ষে সহ সীমানার বহিভূত হইয় পড়িয়াছিল। সে এক মুহূৰ্ত্ত স্থির হইয়া দাড়াইয়া থাকিয়! পরমুহুর্তে আহতভাবে ঘর হইতে দ্রুতপদে বাহির হইয়া গেল। মনের ঝাল ঝাড়িয়া লইতে পাইরা হেম ঈষৎ লঘুচিত্তে আবার শয্যা আশ্রয় করিল । সমস্ত দিন ধরিয়া সে দেবদূতের প্রতি রাজা অরিষ্টনেমি। ቁስፃ » শাস্তিকে অপমানিত করিবার পন্থ খুজিয়া পাইতেছিল না । তখন তাহার পাশের ঘরে শাস্তির পরি ত্যক্ত ভূমিতে শয্যা প্রস্তুত করিয়া লইয়া যোগেশ শয়ন করিয়া জ্যোৎস্নাপ্লাৰিত নক্ষত্র ভূষিত আকাশের দিকে চাহিয়া ভাবিতেছিল, *হেমের কার্য্যে আমার প্রাণ দিতে হয় তাও আমি দোব । আহা আমার দ্বারা যদি তার এ টু উপকারও হয় তাহলে আমার জন্ম সফল হবে । আমার আর এতে লাভ কি ;– শুধু একটু দয়া বৈতে নয় ! কিন্তু হেম কি দুর্ভাগ্য এমন রত্ন পেয়েও চিনলে না ! দেবদূতের প্রতি রাজা অরিষ্টনেমি । ( যোগবশিষ্ঠ প্রথম সর্গ ) চির বসন্ত বিরাজিত সেই নন্দন উপবন ! গন্ধ প্রবাহি স্নিগ্ধ পবনে মুগ্ধ হৃদয় মন । যন্ত্র মিলিত স্বৰ্গ রাগিণী দিবস রাত্রি বাজে, কিন্নরা গাহে কোকিল কণ্ঠে ! মোহন অপূৰ্ব্ব সাজে ! অপ্সরা সেথা চিরসঙ্গিনী—সঙ্গী দেবতা সব ; শয্যা আসন পারিজাত রাশি, পানীয় স্বর্গসব ; উপাধীন সেথ মুররমণার সুললিত ভুজপাশ,— শুনে কঁপে প্রাণ ! ফিরে যাও দূত চাহিনী স্বৰ্গবাস । বোলে দেবরাজে জানায়ে প্রণতি, দাস আমি চির তার,— অধমের প্রতি অযাচিত রূপে প্রেরিলা করুণ ভার ; সেবক তাহার পাবিল না নিতে তার সে করণ রাশি,— চাহে না স্বৰ্গ সুখভোগ দেব, ক্ষুদ্র মর্ত্যবাসী ! যাও নিজালয়ে ওগো দুতবর ! প্রণাম তোমারো পায় ; কঠিন কঠোর সাধন মগ্ন রহিব যাবৎ কায়। স্বকৃতি ফুরালে আবার আসুিব জন্ম ও কৰ্ম্মের তরে – কেন্দ্র ভ্রষ্ট উল্কা তারাটির মত এই পৃথিবীরই পরে ? ঐঅনুরূপ দেবী