পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११२ ভারতী । পৌষ, ১৩১৭ বিদায় ও আগমন । আজ প্রায় পাচ বৎসর পূৰ্ব্বে ইংলণ্ডের প্রসিদ্ধ মনস্বী দার্শনিক ও উদার নৈতিক লর্ড মর্লি ভারত সচিবের পদ গ্রহণ করিয়া ভারত শাসনে নিযুক্ত হন । বিগত নভেম্বরে তিনি এই কৰ্ম্ম হইতে অবসর গ্রহণ করিয়াছেন । লর্ড মর্লির নিয়োগকালে ভারতের চতুর্দিকে যে কি অসন্তোষ ও অশান্তি ব্যাপ্ত হইয়া পড়িয়াছিল তাহা আমাদের কাহার ও অবিদিত নাই। কিন্তু দেশেব সেই দুদিন ও তুর্দশ সত্ত্বেও বৃদ্ধ মলি এই গুরুভার গ্রহণে কিছুমাত্র কুষ্ঠাবোধ করেন নাই। র্তীগব চিবদিনেব উদারতা, তেজস্বিত, স্বাধীনতাপ্রিয়তা এবং সৰ্ব্বজীবে সহানুভূতি হইতে আমবা স্বভাবতঃই আশা করিয়াছিলাম যে এতদিনে ভারতবাগীর নিষ্ফল ক্ৰন্দন বুঝি ঘুচিবে, এইবার বুঝি লর্ড কর্জনের যথেচ্ছ ব্যবহারের প্রতিকার হইবে । কিন্তু এখন তাহার কৰ্ম্মের অবসরকালে হিসাবনিকাশের সময় আমরা বলিতে বাধ্য যে লর্ড মলির দ্যায় পুরুষের নিকটে আমরা যতটা পাইব বলিয়া আশা করিয়াছিলাম, ততটা আমাদের ভাগ্যে ঘটে নাই। তাহার জন্ত লর্ড মলি নিজেও দায়ী হইতে পারেন, বা অপরাপব কারণ ও অবস্থাও দায়ী হওয়া আশ্চৰ্য্য নহে। এই যেমন বঙ্গবিভাগ একটি ! এ বিষয়ে লর্ড মলি স্পষ্টাক্ষরে রাজপুরুষগণের অন্তায় স্বাকার করিয়াও ইহার প্রতিকারে হস্তক্ষেপ করা দূরে থাক, উপরন্তু বলিয়াছিলেন যে তাঙ্গর মতে উহ। চিরস্থায়ী ব্যাপারের মধ্যে গণ্য হইয়াছে। এইরূপ র্তাহার আরও অনেক কৰ্ম্ম ও মতের সহিত আমরা একমত হইতে পারি নাই বা বিশেষ আনন্দিত ও কৃতজ্ঞ হইবার কোনও কারণ দেখি নাই। কিন্তু দুইটি কৰ্ম্মের জন্ত র্তাহাব নাম ভারতের ইতিহাসে চিরস্থায়ী হইবে এবং সেই দুইটি কৰ্ম্মের জন্ত আমরা সকলেই তাহার নিকটে অস্তরের সহিত কৃতজ্ঞ । প্রথম ভারতে রাজা ও প্রজার সম্বন্ধনীতি পরিবৰ্ত্তিত করা । ক ৰ্জ্জনের কৃপায় দেশে রাজা ও প্রজার মধ্যে যেরূপ দুস্পৃহনীয় সম্বন্ধ দাড়াইতেছিল, তাহ স্থায়ী হইলে আমাদের উভয়ের পক্ষেই অমঙ্গল ও অনিষ্ট ভিন্ন আব কিছুই হইত না। বিলাতে লর্ড মলি ও ভারতে লর্ড মিন্‌টো দেশের শাসনভার গ্রহণ করিয়াই এই অপ্রিয় ভাবটিকে দুর করিবার জন্ত বদ্ধপরিকর হইলেন । ইহাদের চেষ্টায় যে আবার উভয়ের মধ্যে অনেকটা সদ্ভাব ও আমাদের অস্তরে আবার আশা ও আনন্দ সঞ্চারিত হইয়ছে যে বিষয়ে সন্দেহ নাই। দ্বিতীয় কৰ্ম্ম, ভারতের শাসন সংস্কার । এই সংস্কারের সহিত আমরা সকল স্থানে একমত হইতে না পারিলেও আমরা তাহার বিচক্ষণত, সহানুভূতি, দুবদূষ্টি ও সাধু চেষ্টার সুখ্যাতি না করিয়া থাকিতে পারি না । এই দুই মহৎ কৰ্ম্ম সাধিত করিয়া লর্ড মলি ইংলণ্ড ও ভারতের এক মগ সমস্ত দূর করিয়াছেন। আগামী বড়দিনে লর্ড মলির বাহাত্তর বৎসর বয়স পূর্ণ হইবে । তিনি ভারত সচিবের পদ হইতে অবসর গ্রহণ করিলেও, রাজ কৰ্ম্ম হইতে অবসর গ্রহণ করেন নাই । লর্ড মর্লির স্থানে লর্ড ক্রু ভারত সচিবের