পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । পদ গ্রহণ করিয়াছেন । ইনি ইংলণ্ডের প্রসিদ্ধ বাগ্মী ও মনস্বী লর্ড রোজবেরির জামাতা। ইতিপূৰ্ব্বে তিনি ইংলণ্ডের উপনিবেশ-সচিবের পদে নিযুক্ত ছিলেন । ইনি বালককাল হইতেই উদারনৈতিক এবং বহুদিন হইতেই পালামেণ্টে লর্ড সভার উদারনৈতিকগণের নেতৃপদ অধিকার করিয়া আছেন। শুনিতেছি তাছার স্তায় ভদ্র, অমায়িক, তীক্ষ দৃষ্টি ও স্বচতুর কৰ্ম্মচারী খুব বিরল। ১৮৯২ হইতে ১৮৯৫ সাল পর্য্যন্ত তিনি আয়লাণ্ডের বিদtয় ও আগমন । ፃ ፄo রাজ-প্রতিনিধি-পদে প্রতিষ্ঠিত ছিলেন। যদিও র্তাহার সম্বন্ধে কোনও মতামত প্রকাশ কল্পার সময় এখনও আসে নাই। তথাপি আশা করি তিনি লর্ড মর্লির দৃষ্টাস্তেরই অনুসরণ করিবেন এবং কায়মনোবাক্যে প্রজারঞ্জনে যত্নবান হইবেন । ভারতেও সাম্রাজ্যের শাসনভার হস্তান্তরিত হইয়াছে। গত নভেম্বরের শেষে লর্ড মিণ্টে লর্ড হার্ডিংকে শাসনভার অর্পণ করিয়া স্বদেশে প্রত্যাবর্তন করিয়াছেন । বিদায়ের লর্ড মর্লি