পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । গ্রহণ করিয়া দেশ ভাসাইয়া প্লাবন উপস্থিত করিল। তাছার পুস্তক সকল পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হইয়া মানব হৃদয়ে ভালবাসার ও ধৰ্ম্মের বীজ অঙ্কুরিত করিতেছে । সাহিত্যের কোন এক বিশেষ শাখা যে র্তাহার প্রিয় ছিল তাহা নহে ; তিনি উপন্যাস, সামাজিক, বৈজ্ঞানিক, দার্শনিক এবং অর্থনৈতিক বিষয়ে বহু পুস্তক লিথিয়াছেন । *sota War and peace, Kingdom of God is unto you, Anna Karenina, darkness life, প্রভৃতি পুস্তক রুষিয় সাহিত্যের পত্তন বলিলেও অত্যুক্তি হয় না। যখন তিনি দেশের প্রচলিত খৃষ্টধৰ্ম্ম উপাসনায় প্রবৃত্ত হইলেন তখন তাহার হৃদয় দুঃখে পূর্ণ হইয়া গেল। ধৰ্ম্মের নামে ধৰ্ম্মসমাজের নেতাগণ ষে সকল গহিত কাৰ্য্য করেন তাহ টলষ্টয়ের অসহ্য হইয়া উঠিল । দেশব্যাপ্ত কুসংস্কারকে বিতাড়িত করিবার জন্ত এবং বাহ্যিক কাৰ্য্যকলাপ (ccremonies) ত্যাগ করিয়া একমাত্র জগৎ পিতার উপাসন করিবার জন্য ধৰ্ম্মনেতাদের এবং রাজশক্তিকে খৰ্ব্ব করিয়া তিনি আপনার বাণী জগতের সম্মুখে প্রচার করিলেন । ইহাতে রাজপুরুষগণের বিরাগভাজন হইলেন এবং ধৰ্ম্মপুরোহিতেরা রাগান্বিত হইয়া তাহাকে নাস্তিক বলিয়া ঘোষণা করিলেন । ১৯০১ খৃষ্টাব্দে র্তাহাকে প্রকাগুভাবে গ্ৰীক খৃষ্টীয় সমাজ হইতে বিতাড়িত করিয়া দেওয়া হইল। এরূপ ব্যাপার নূতন 'নহে। জগতের মঙ্গলের জন্ত যখন কোন মহাপুরুষ আপনার বাণী প্রচার করিতে উদ্যত Power of ՕՈ Resurrection কাউণ্ট লিও টলষ্টয় । ማህዎኔ হন, তখন কত মোহান্ধ জ্ঞানশূন্ত ব্যক্তি র্তাহাকে প্রতিরোধ করিয়া দাড়ায় । কিন্তু ইহার প্রবল পুণ্য প্রবাহকে ইন্দ্রের ঐরাবতও বাধা দিতে পারে না ; তাহা আপনার দুর্গমনীয় বেগে চতুর্দিকে ছড়াইয়া পড়ে। আজ রুষের তৃষ্ণাতুব দেশে ইহার করুণাবর্ষণে প্রেমের অমৃতপ্লাবন আনয়ন করিয়াছে। এখন কি ছাত্র, কি সাধারণ লোক, কি প্রজ1 তাহাকে দেবতার দ্যায় ভক্তি করে, এবং তাহার মৃত্যুস্থান পবিত্র তীর্থে পরিণত হইয়াছে । আজ ৮২ বৎসর পরে এই মহাপুরুষের জীবনপ্রদীপ নিৰ্ব্বাপিত হইয়াছে । কিন্তু র্তাহার জীবনের কথা যখন মনে করি তখন বোধ হয় শত সহস্ৰ বৎসর পূৰ্ব্বে এই আর্যভূমির কোন এক মহাপুরুষ অজানা অমৃতময় রাজ্য হইতে অবতীর্ণ হুইয়া ইউরোপের বিলাসিভাপূর্ণ আকাশে এক স্পন্দনের সঞ্চার করিয়া দিয়া গেল। যে দুর্লভ সহানুভূতির পুত প্রবাহে সকল ভেদ ভাসিয়া যায় সেই সহানুভূতি ও প্রেমের দ্বারা প্রণোদিত হইয়া মৃত্যুকালেও তিনি বলতে পারিয়াছিলেন, “There are millions of suffering pcople in the world, why arc there so many of you arround me?” west& "পৃথিবীতে কোটি কোটি ক্লিষ্ট জীব রহিয়াছে, তাহাদের ত্যাগ করিয়া তোমরা এত লোকে আমার কাছে রছিয়াছ কিসের জন্ত ?” মৃত্যুর সম্মুখে বসিয়া, সকল জাল যন্ত্রণ ভুলিয়া যিনি এই কথা উচ্চারণ করিতে পারেন, জানি না তাহার হৃদয় কতখানি ভালবাসায় ও সহানুভূতিতে পূর্ণ।